HDFC Ergo: মাত্র 12 টাকার প্রিমিয়ামে ৩ লাখ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন সাধারণ মানুষ। কিভাবে আবেদন করবেন?
HDFC Ergo Health Insurance Scheme
বর্তমান যুগে প্রত্যেক মানুষের জন্যই স্বাস্থ্যবীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাধারণ মানুষের স্বার্থে সবচেয়ে সস্তার স্বাস্থ্যবীমা আনলো HDFC Ergo. এই স্বাস্থ্যবীমা প্রকল্পে (Health Insurance) মাত্র ১২ টাকার প্রিমিয়ামে স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন। কোটি কোটি মানুষের জন্য নিঃসন্দেহে এটি একটি বড় খবর। এই স্বাস্থ্যবীমা প্রকল্পে আবেদন করতে হলে আপনাকেও কিছু শর্ত মানতে হবে। আসুন দেখে নেওয়া যাক এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য।
HDFC Ergo Health Insurance Scheme
বর্তমানে আপনারা নিশ্চয়ই বিভিন্ন সরকারি ও বেসরকারি হেলথ ইন্সিওরেন্স স্কিম সম্পর্কে জানেন। তবে HDFC Ergo এর মতো সস্তায় কোথাও হেলথ ইন্সিওরেন্স দেয় না। তাই প্রচুর মানুষ এই স্কিমের দ্বারা উপকৃত হতে চলেছেন সেটা নিঃসন্দেহে বলা যায়। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর জন্য সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যবীমা প্রকল্প হল HDFC Ergo.
আর HDFC Ergo স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করার জন্য কোম্পানি ডিজিটাল পেমেন্টের জনপ্রিয় প্ল্যাটফর্ম ফোনপের সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব ঘোষণা করেছে। খুব শীঘ্রই ভারতের ৪০ কোটি মানুষজন যারা সরকারি অথবা বেসরকারি স্বাস্থ্যবীমার মধ্যে পড়েন না তাঁরা প্রচুর সুবিধা পেতে চলেছেন।
এই স্বাস্থ্যবীমা প্রকল্পে কি কি সুবিধা মিলবে?
দেশের বিপুল সংখ্যক জনসাধারণের জন্য এই স্বাস্থ্যবীমা কোম্পানিটি সুলভ এবং ব্যাপক স্বাস্থ্য বীমা সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে। বিশেষ এই উদ্যোগ যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে কারণ, একাধারে এটি HDFC Ergoএর বীমা পরিষেবা আর তার সাথে ফোনপে-র বিশাল ডিজিটাল নেটওয়ার্কের সমন্বয়ে নির্মাণ করা হচ্ছে। যৌথভাবে চালু করা এই ‘সুরক্ষা সংকল্পে’ মাত্র ১২ টাকা প্রতিদিন অর্থে বা বছরে প্রায় ৪,৩৮০ টাকা জমা করেই স্বাস্থ্যবীমার সুবিধা পাওয়া যাবে। এই পরিকল্পনায় একজন ব্যক্তি ৩ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ আর তার সাথে পাবেন অন্যান্য সুবিধা। এই পরিকল্পনায় একজন ব্যক্তি পাবেন একাধিক সুবিধা।
আরও পড়ুন: মন্দা বাজারে SIP ও স্টকে উচ্চ রিটার্ন পেতে মেনে চলুন 10-7-1 Rule. ম্যাজিকের মতো কাজ হবে
- হাসপাতালে ভর্তির জন্য পাচ্ছেন ৩ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ
- ভেক্টর-জনিত রোগের জন্য মিলবে অতিরিক্ত ১০ দিনের হাসপাতালে ভর্তির ক্ষেত্রে প্রতিদিন ১,৫০০ টাকা পর্যন্ত পেমেন্ট সুবিধা
- সার্জিকাল এবং অন্যান্য খরচের জন্য পাবেন কভারেজের বিকল্প,
- তার সাথে সীমাহীন টেলি-কনসালটেশন এবং ব্যক্তিগত পরামর্শের জন্যও মিলবে ২,০০০ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা।
- এর পাশাপশি, ‘মিসিং মিডল হসপিটাল নেটওয়ার্ক’-এর মাধ্যমে সুবিধাভোগী ক্যাশলেস চিকিৎসার সুবিধাও পাবেন।
এই স্বাস্থ্যবীমার শর্তাবলী কি কি
এই বীমা পলিসি প্রাথমিকভাবে ডিজাইন করা হচ্ছে ১৮ থেকে ৩০ বছর বয়সী ব্যক্তিদের জন্য। যাদের মধ্যে অনেকেই আবার প্রথমবারের স্বাস্থ্য বীমা প্রকল্পের ক্রেতা। এছাড়াও অন্যান্য যা যা শর্তাবলী রয়েছে তা আপনি অনলাইনে দেখে নিতে পারবেন। এই নির্দিষ্ট বীমা প্রকল্পটি কিভাবে কিনবেন আসুন দেখে নেওয়া যাক।
বীমা প্রকল্পটি কিভাবে কিনবেন?
কোন ব্যক্তি যদি এই স্বাস্থ্য বীমা প্রকল্প কিনতে চান তবে তিনি ফোনপে অ্যাপের মাধ্যমে এই পলিসি খুব সহজেই কিনে নিতে পারবেন ও ইস্যু করতেও পারবেন। যা এই বীমাকে আরও অনেক বেশি সহজলভ্য ও সুবিধাজনক করে তুলেছে। আরও বিস্তারিত তথ্য এই অ্যাপটি থেকে এবং অনলাইনে পেয়ে যাবেন।
আরও পড়ুন: প্রতিমাসে পাবেন ৩২০০০ টাকা। নতুন বছরে মহিলাদের জন্য সেরা সঞ্চয় প্রকল্প চালু হলো
উপসংহার
পরিসংখ্যান বলছে বর্তমানে ভারতবর্ষের ৩০% মানুষ বীমা স্বাস্থ্যপ্রকল্পের আওতায় নেই। তাইসস্তার বীমা প্রকল্পের সুবিধা মেলায় অনেকেই হয়তো এটি কিনতে চাইবেন। বিশেষ উদ্যোগটি প্রাথমিকভাবে হায়দরাবাদ, নাগপুর ও মাদুরাইতে চালু করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে ভারতের অন্যান্য শহরেও এই বীমা প্রকল্পের সুবিধা চালু করা হবে।