IRCTC Train Ticket: রেলওয়ের টিকিট কাটার নিয়মে বড়সড় বদল। রেলযাত্রা করার আগে জেনে নিতে হবে

IRCTC Train Ticket Booking

রেলযাত্রার আগে টিকিট কাটবেন? তাহলে আগে থেকে জেনে নিন IRCTC Train Ticket বুকিংয়ের নতুন নিয়ম। কারণ সম্প্রতি রেলওয়ের টিকিট কাটার নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। রেলওয়ের টিকিট কাটার ক্ষেত্রে তিনটি নিয়মে বদল আনাও হয়েছে। আজকের এই প্রতিবেদনে এই বিষয়ে আরও বিস্তারিত জেনে রাখা দরকার।

IRCTC Train Ticket Booking Rule

আপনি কি রেলওয়ের তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার যাচাইকরণ করবেন বলে ভাবছেন? তাহলে জেনে রাখুন, বুধবার রেল মন্ত্রক থেকে একটি বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে, এখন থেকে টিকিট বুক করার জন্য ইউজাররা তাঁদের আধার প্রমাণীকরণ (Aadhar Authentication) ছাড়া তৎকাল টিকিট বুক করতে পারবেন না।

নতুন নিয়ম কবে থেকে কার্যকর হবে?

সূত্রের খবর, নতুন নিয়ম কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে। কারণ, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়েছেন, এই নিয়মগুলি নাকি শীঘ্রই কার্যকর করা হতে চলেছে। এই নিয়ম জারি করার কারণ কি? মূলত রেল টিকিট বুকিংয়ের কালোবাজারি বন্ধ করার জন্য এবং সাধারণ ইউজাররাও যাতে এর থেকে আরও বেশি সুবিধা পেতে পারেন তার জন্য।

এখন টিকিট বুকিং করবেন কিভাবে?

জানা যাচ্ছে যে, আগামী ১ জুলাই, ২০২৫ থেকে টিকিট বুকিং করার ক্ষেত্রে আধার যাচাইকৃত ইউজাররা সরাসরি IRCTC ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। তবে আগামী ১৫ জুলাই, ২০২৫ থেকে যদি তৎকাল বুকিং করতে চান, তার বাধ্যতামূলক করা হবে আধার-ভিত্তিক ওটিপি প্রমাণীকরণ। আবার নয়া নিয়মের কারণে বেশ বিপদে পড়েছেন টিকিট এজেন্টরাও।

আরও পড়ুন: রেল টিকিট এক বারেই কনফার্ম, শুধু জেনে রাখুন এই নিয়ম।

টিকিট বুকিং নিয়ে জরুরি তথ্য

যেকোনো জায়গায় যাওয়ার জন্যই সরাসরি IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইট মারফত অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। তৎকাল বুকিং শুরু হয় প্রতিদিন সকাল ১০টা থেকে। স্লিপার ক্লাস ট্রেনের জন্য তৎকাল টিকিট বুকিং শুরু হয় প্রতিদিন সকাল ১১টা থেকে। এসি বা স্লিপার কোচের বুকিংয়ের জন্য, আপনাকে লগ ইন করতে হবে নির্ধারিত সময়ের ৩-৫ মিনিট আগে। কনফার্ম তথ্য পাবেন ট্রেন ছাড়ার ২৪ ঘন্টা আগে প্রকাশিত চার্টটি থেকে।

আরও পড়ুন: রেলের টিকিট কাটলেই পাবেন ১০ লাখ টাকার বীমা! নিত্যযাত্রীদের জন্য সুখবর

উপসংহার

তাহলে এবার থেকে তৎকালে টিকিট বুকিং করার ক্ষেত্রে উল্লেখিত নিয়ম গুলি মেনে চলবেন। আশা করা যায় আজকে এই প্রতিবেদন আপনার কাছে তথ্যমূলক হয়েছে। বাকি তথ্য IRCTC এর সাইট থেকে পেয়ে যাবেন।

Related Articles

Back to top button