মাত্র ৪৫ টাকা বিনিয়োগ করে কোটিপতি হবেন। নতুন বছরে দুর্দান্ত সুযোগ দিচ্ছে LIC. বিস্তারিত জানুন
LIC Jeevan Anand Policy
লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা LIC সাধারণ মানুষকে বিভিন্ন প্রকল্পের দ্বারা নানাভাবে সহায়তা করে এসেছে। শিশু থেকে বয়স্ক সকলের জন্যই এলআইসির বিভিন্ন প্রকল্প আছে। এলআইসির বেশ কিছু প্রকল্প আছে যেখানে টাকা জমিয়ে রাতারাতি বড়লোক হওয়া যায়। আজকের প্রতিবেদনে তেমনি একটি প্রকল্প নিয়ে আলোচনা করা হবে। আর সেই প্রকল্পটিতে আপনি মাত্র ৪৫ টাকা জমা করে কোটিপতি হতে পারবেন।
LIC Jeevan Anand Yojana Investment
বর্তমানে প্রত্যেকটি মানুষ সঞ্চয় নিয়ে ভাবছেন। কোথায় সঞ্চয় করলে ভালো রিটার্ন আসা সম্ভব সেটাই এখন সকলের প্রধান লক্ষণীয় বিষয়। আর তার জন্য ব্যাংক, পোস্ট অফিস, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণ বাড়ছে। এছাড়া এলআইসি
বা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন নিত্যনতুন স্কিম যেমন আনছে, তার মাধ্যমে বিনিয়োগকারীদের লাভবান হওয়া বাড়ছে। আজকে যেমন আমাদের আলোচনার বিষয় হল এলআইসির জীবন আনন্দ যোজনা। কিভাবে এখানে বিনিয়োগ করলে আপনি কোটিপতি হতে পারবেন, আসুন তাই দেখে নেওয়া যাক।
আরও পড়ুন: Post Office-এর নববর্ষ অফার! 1500 টাকা রাখুন 1 লাখ টাকা নিন। অবাক হলেও সত্যি!
মাত্র ৪৫ টাকা বিনিয়োগ করে কোটিপতি হবেন!
অনেক মানুষ আছেন যারা কম আয়ের কারণে প্রতি মাসে খুব বেশি সঞ্চয় করতে পারেন না। তাই এদের প্রধান চিন্তা থাকে সঠিক জায়গায় স্বল্প সঞ্চয়ের বিনিয়োগের। মনে করুন যদি আপনিও এই সমস্যার সম্মুখীন হন, তাহলে এলআইসির নতুন জীবন আনন্দ যোজনা অন্যতম কার্যকরী একটি প্রকল্প। এখানে আপনি প্রতিদিন মাত্র ৪৫ টাকা সঞ্চয় করে কোটিপতি হতে পারেন। এই পলিসিটির প্রধান গুণ হলো, এটি মূলত স্বল্প বিনিয়োগের মাধ্যমে আপনাকে কোটিপতি করে তুলবে।
এই প্রকল্পে আপনি প্রতিদিন মাত্র ৪৫ টাকা করে বিনিয়োগ করে ভবিষ্যতে ২৫ লক্ষ টাকা পর্যন্ত তহবিল তৈরি করতে পারেন। এই স্কিমে পাওয়া যায় রিভিশনারি এবং ফাইনাল বোনাসও। LIC-এর জীবন আনন্দ পলিসিতে একজন ব্যক্তি ১৫ বছর থেকে ৩৫ বছর পর্যন্তও বিনিয়োগ করতে পারেন।
আরও পড়ুন: বিনামূল্যে আধার সেন্টার খুলে প্রতিমাসে লাখ টাকা আয় করুন। আধার ফ্রাঞ্চাইজি খোলার পদ্ধতি জেনে নিন
এই স্কিমে বিনিয়োগের নিয়ম কী কী?
এলআইসির জীবন আনন্দ পলিসিতে একজন ব্যক্তি বার্ষিক, অর্ধ-বার্ষিক, ত্রৈমাসিক এবং মাসিক ভিত্তিতে প্রিমিয়াম দিতে পারবেন। প্ল্যানের মাসিক প্রিমিয়াম হল ১,৩৫৮ টাকা। অর্থাৎ আপনাকে প্রতিদিন মাত্র ৪৫ টাকা করে সাশ্রয় করতে হবে।মোটামুটি ৩৫ বছর পর আপনার বিনিয়োগের পরিমাণ হবে ৫,৭০,৫০০ টাকা। এর সঙ্গে আপনি পাচ্ছেন ৮.৬০ লক্ষ টাকার রিভিশনারি বোনাস এবং ১১.৫০ লক্ষ টাকার ফাইনাল বোনাস। সব মিলিয়ে আপনি মোট ২৫ লক্ষ টাকার তহবিল পেতে পারেন। আর বোনাস পেতে হলে, অন্তত পক্ষে ১৫ বছর ধরে এই পলিসিটি চালিয়ে যেতে হবে।
উপসংহার: এলআইসির এই জনপ্রিয় প্রকল্পটি কেবল নিশ্চিত বিমাকৃত অর্থই প্রদান করে না, তার সঙ্গে দুর্ঘটনাজনিত মৃত্যু, কোনো শারীরিক অক্ষমতা, নতুন মেয়াদী রাইডার, দুর্ঘটনাজনিত বেনিফিট রাইডার ও নতুন গুরুত্বপূর্ণ বেনিফিট রাইডারের মতো সুবিধাগুলিও প্রদান করে থাকে।