SCSS Scheme – পোস্ট অফিসের নতুন সঞ্চয় প্রকল্প। প্রতিমাসে 20 হাজার টাকা পাবেনসুযোগ

প্রত্যেকটি ব্যক্তি উপার্জনের অর্থের কিছুটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন (SCSS Scheme). এই সঞ্চয়ের জন্য কোন কোন ব্যক্তি ব্যাংক কিংবা পোস্ট অফিস ওপর নির্ভর করেন। যদিও বর্তমানে বিভিন্ন ব্যাংকে ফিক্স ডিপোজিটের ওপর অনেক সুদ দিচ্ছে তবুও পোস্ট অফিস বহুকাল ধরে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হয়ে আসছে। আজও প্রচুর মানুষ এই পোস্ট অফিসের উপরে নির্ভর করেন।

Post Office SCSS Scheme Interest Rate 2024

পোস্ট অফিসে শিশু থেকে শুরু করে বৃদ্ধদের বিভিন্ন রকমের সেভিংস স্কিম রয়েছে এবং প্রত্যেকটি স্কিমের জন্য আলাদা আলাদা সুদ রয়েছে। এর মধ্যে সবচেয়ে অন্যতম একটি স্কিম হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা SCSS Scheme তথা Senior Citizen Savings Scheme.

এই SCSS Scheme এ আপনি বিনিয়োগ করলে প্রত্যেক মাসে একটা সুনির্দিষ্ট ইনকাম আপনার হবে যার মাধ্যমে একজন ব্যক্তির রিটারমেন্ট এর পরেও মাসিক ইনকামের সুযোগ থাকবে। আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে এই SCSS Scheme সম্পর্কে নানান তথ্য

আমাদের দেশে সরকারি চাকরি যতজন করেন তার চেয়ে অনেক বেশি ব্যক্তি বেসরকারি সংস্থানের সঙ্গে যুক্ত কিংবা কেউ ব্যবসার সাথে যুক্ত। যদিও সরকারি ক্ষেত্রে কাজ করলে রিটারমেন্ট এর পরে পেনশন পাওয়া যায়। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা বেসরকারি সংস্থানের সঙ্গে যুক্ত কিংবা ব্যবসা বাণিজ্য করেন তাদের পেনশনের কোন সুযোগ থাকে না (SCSS Scheme

একটা বয়সের পর প্রত্যেক ব্যক্তিকেই কর্মসংস্থান থেকে অব্যাহতি নিতে হয় কিন্তু একজন ব্যক্তির বয়সকালেও অর্থের প্রয়োজন পড়ে। যেমন তার শারীরিক অসুস্থতার জন্য কিংবা সংসার চালানোর জন্য। আপনি যদি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনার কর্মক্ষমতা অনুযায়ী বিনিয়োগ করেন তাহলে বয়সকালে আপনি পেনশন এর মতন প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট অর্থ রিটার্ন পাবেন।

স্কিমের জন্য বয়সসীমা

এই SCSS Scheme বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করতে গেলে আবেদনকারীর বয়স হতে হবে ৬০ বছর বা তার উর্ধ্বে। প্রধানত প্রবীর নাগরিকদের জন্য এই স্কিমটি করা হয়েছে। ভিআরএস নেওয়া ব্যক্তিরাও এখানে বিনিয়োগ করতে পারবেন।

রাজ্যে যোগ্যশ্রী প্রকল্প 2024 এর নতুন আপডেট! আবেদন মাত্রই মিলবে মোটা অংকের টাকা

সুদের পরিমাণ

বর্তমানে SCSS Scheme বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৮.২ শতাংশ হারে সুদ প্রদান করা হচ্ছে। আপনি প্রতি মাসে ২০ হাজার ৫০০ টাকা করে পেয়ে যাবেন। কিভাবে পাবেন জেনে নিন ?

এই SCSS শছেমে এ আপনি যদি এককালীন ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রতি ত্রৈমাসিকে আপনারা পেয়ে যাবেন ১০,২৫০ টাকা। সুদের মাধ্যমেই শুধুমাত্র আয় হবে ২ লক্ষ টাকা। আপনি যদি ৩০ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে বছরে মিলবে ২,৪৬,০০০ হাজার টাকা সুদ।

kisan vikas patra ( কিষাণ বিকাশ পত্র )

হিসাব অনুযায়ী, প্রতি মাসে ২০,৫০০ টাকা এবং প্রতি ত্রৈমাসিকে ৬১,৫০০ টাকা পেয়ে যাবেন। এছাড়া আপনি নূন্যতম ১০০০ টাকা দিয়েও বিনিয়োগ করতে পারবেন এই স্কিমে। আর সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

কর ছাড়ের সুবিধা

৮০সি-র অধীনে করছাড়ও পেয়ে যান বিনিয়োগকারী। প্রতিবছর ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাবেন বিনিয়োগকারীরা।

ফিক্সড ডিপোজিট না কি পাবলিক প্রভিডেন্ট ফান্ড? কোথায় টাকা রাখলে বেশি লাভ?

আপনি যদি প্রবীর নাগরিক হয়ে থাকেন এবং প্রতি মাসে সুনির্দিষ্ট আয় পেতে চান তাহলে আপনার সুবিধা অনুযায়ী এককালীন টাকা বিনিয়োগ করুন এবং প্রতি মাসে সুদের লাভ এর মোটা অংক পেয়ে যান। এমন সুবিধাজনক স্কিম একমাত্রই আপনি পাবেন পোস্ট অফিসে বিনিয়োগ করলে। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রকম আমাদের এই পেজে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button