PSC Recruitment – বহুদিন পর রাজ্যে 5000 ক্লার্ক নিয়োগ। আজই বিজ্ঞপ্তি প্রকাশ। পুজো মিটলেই চাকরির পরীক্ষা।

চলছে উৎসবের মরশুমে চাকরির প্রার্থীদের জন্য সুখবর নবান্নে PSC Recruitment করবে ৫০০০ কর্মীকে। চারিদিকে সকলে মেতে উঠেছেন আনন্দে হুল্লোরে। টাকা, চাকরি না থাকলে উৎসব অর্থহীন। তাই এই উৎসবের আবহে রাজ্যের বেকার ছেলেমেয়েদের মন ভালো করতে দারুণ সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। সম্প্রতি নবান্নের এক বৈঠকে বিভিন্ন সরকারি দপ্তর গুলিতে ৫ হাজার শুন্য পদে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিষয়ে ইঙ্গিত জানানো হয়েছে। এই নিয়োগের দায়িত্বভার দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির (PSC Recruitment) হাতে। পিএসসি তরফে বলা হয়েছে যে নিয়োগ হবে সারা রাজ্য জুড়ে‌।

West Bengal PSC Recruitment

সেক্ষেত্রে রাজ্যের যে কোন প্রান্ত থেকে যেকোনো ধরনের প্রার্থী নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলেই এখানে আবেদন করতে পারবেন (PSC Recruitment). এবারে জেনে নিন এই নিয়োগের তারিখ, শিক্ষাগত যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে। চলতি মাসেই পিএসসির মাধ্যমে ক্লার্কশিপ পদের নিয়োগ পরীক্ষার কথা ঘোষণা করা হয়েছে। কমিশনের তরফে বলা হয়েছে এর বিজ্ঞপ্তি ও প্রকাশ করা হবে অতি শীঘ্রই। মোট ৬০০০ শুন্য পদ রয়েছে এই ক্লার্কশিপ নিয়োগের ক্ষেত্রে।

এই পরীক্ষার তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এছাড়াও গত মাসেই শেষ হয়েছে ফুড সাব-ইন্সপেক্টর পদের নিয়োগ পরীক্ষার আবেদন প্রক্রিয়া। এখানে আবার মোট ৪৮০ টি শুন্য পদে নিয়োগ প্রক্রিয়া করা হবে বলে জানিয়েছে পিএসসি। তবে জানা যাচ্ছে, নির্দিষ্ট শূন্য পদের তুলনায় অনেক বেশি পরিমাণ প্রার্থী আবেদন করেছে এই পরীক্ষার জন্য। এই পরীক্ষার তারিখও জানানো হয়নি এখনো পর্যন্ত।

মনে করা হচ্ছে, ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা ২০২৪ সালের জানুয়ারি মাস এবং ক্লার্কশিপ পদের পরীক্ষা জুন জুলাই মাস নাগাদ হতে পারে। যাই হোক, এর মাঝেই আবারো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের (PSC Recruitment) তরফে। তবে শুধু গ্রুপ সি পদেই নয়, বরং গ্রুপ ডি পদেও দ্রুত নিয়োগ প্রক্রিয়ার কাজ আরম্ভ করা হবে, এমনটাই আভাস মিলেছে নবান্নে বিভিন্ন মহলের কর্তাদের বৈঠকে।

Asha Kormi Recruitment (আশা কর্মী নিয়োগ)

অনুমান, অন্ততপক্ষে ৮ হাজার থেকে ১০ হাজারের মতো শূন্য পদে নিয়োগ হতে পারে। নবান্ন সূত্রে খবর, খুব শীঘ্রই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। হয়তো বা আসন্ন লোকসভা নির্বাচনের আগেই প্রকাশিত হতে পারে তা। পিএসসির মাধ্যমে শেষবার এই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের পরীক্ষা হয়েছিল ২০১৯ সালে। তারপর থেকে দীর্ঘ চার বছর কেটে গেছে। কিন্তু কোন রকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

রাজ্যের ব্লকে ব্লকে আশা প্রকল্পে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।

বিভিন্ন সরকারি দপ্তর এবং মহল গুলিতে পর্যাপ্ত কর্মীর অভাবে অনেক কাজ বিঘ্নিত হচ্ছে। তাই রাজ্য সরকার এখন তড়িঘড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাইছে এই সমস্ত ক্ষেত্রে। আগামী বছরের মধ্যেই রাজ্য সরকারের তরফে পি এস সি মারফত আয়োজিত হতে পারে এই সকল নিয়োগের পরীক্ষা গুলি। পিএসসির এই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা LDA পদের পরীক্ষার জন্য আবেদন করতে গেলে একজন প্রার্থীকে অবশ্যই কোনো সরকার স্বীকৃত বোর্ডের অধীনে নূন্যতম মাধ্যমিক আর সমতুল্য কোন পরীক্ষায় পাশ করে থাকতে হবে।

প্রার্থীদের বয়স সীমা হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। জানা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাস নাগাদ এই পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কমিশনের নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে। আর তার তিন মাসের মধ্যেই হতে পারে পরীক্ষা। আবেদনের জন্য প্রার্থীদের অনলাইনে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন গ্রহণ করার পর তাদেরকে প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত), মেন পরীক্ষা (লিখিত), এবং ইন্টারভিউ এর মাধ্যমে যাচাই-বাছাই করে মনোনীত করা হবে কাজের জন্য।

বাড়িতে বসে জিও কাস্টোমারদের ফোন রিসিভ করে মাসে 30000 টাকা আয় করুন।

এ বিষয়ে আরো জানা যাবে PSC Recruitment নিয়োগের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আগ্রহী প্রার্থীদের বলা হচ্ছে কমিশনের ওয়েবসাইট নিয়মিতভাবে ফলো করতে। অথবা আপনার আমাদের চ্যানেলেও নিয়মিত চোখ রাখতে পারেন। বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই তার লিংক দেওয়া হবে এখানে প্রতিবেদন সমেত।
Written by Nabadip Saha.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button