নবান্নের নতুন নির্দেশে সরকারি কর্মী – দের মেসেজ ঢোকা শুরু। এবারে কত পাচ্ছেন, 4800? জানুন বিস্তারিত।

পরপর ঢুকবে সরকারি কর্মী – দের পুজোর বোনাস আর স্যালারির মেসেজ।

ঢাকে কাঠি পড়তে আর বাকি সপ্তাহ খানেক। এর মধ্যেই আবার সুখবর পেতে শুরু করেছেন রাজ্য সরকারি কর্মী দের অনেকেই। একের পর এক ঢুকছে মেসেজ। অনেকেই পাচ্ছেন বোনাস আর স্যালারি একই সাথে। আপনি কি পাচ্ছেন এবারের পুজো বোনাস? আসুন জেনে নি বিস্তারিত ভাবে।

নবান্নের ফিন্যান্স ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে সরকারি কর্মী – দের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অনেক আগেই। গত 18.04.2022 এপ্রিলের বিজ্ঞপ্তি নম্বর – 1570-F(P²) অনুযায়ী বলা হয়েছিল রাজ্য সরকারি কর্মীরা দুটি পর্যায়ে পৃথক পৃথক ভাবে বোনাস পাবেন। প্রথম ধাপে মুসলিম সম্প্রদায়ের সরকারি কর্মীরা ঈদ-উল-ফিতর এর আগে এবং বাকিরা 19.09.2022 থেকে 23.09.2022 তারিখের মধ্যে ad-hoc বোনাস পাবেন।

রাতারাতি ডিএ মামলার সিদ্ধান্ত। কিভাবে 31% ডিএ? আদালতের রায়, আজই। জানতে ক্লিক করুন এখুনি!

4,800/- বোনাস দেওয়ার কথা ঘোষণা করা হয় বিজ্ঞপ্তিতে। তবে সবাই পাবেন না বোনাস। যাদের 31.03.2022 পর্যন্ত বেতন 37 হাজার টাকা বা তার কম তারাই এই বোনাস পাবেন। 31.03.2022 তারিখে যাদের ডিএ, ইনক্রিমেন্ট, প্রমোশন, পে রিভিশন ইত্যাদি কারণে বেতন বেড়েছে কিন্তু 31.03.2022 তারিখের আগের 6 মাস পর্যন্ত বেতন 37 হাজার টাকার কম ছিল, তারাও বোনাস পাবেন। 

তবে জেনে নিন, কিভাবে হিসেব করবেন? আপনার মুল বেতন বা বেসিক, ডিএ এবং নন- প্রাকটিসিং ভর্তুকি যদি কিছু পান তাহলে এগুলি একসাথে যোগ করে দেখতে হবে যে আপনার 37 হাজার এর বেশি হচ্ছে কিনা। যদি এই 3 টি বিষয় মিলে 37 হাজার টাকা না হয় তাহলেই আপনি বোনাস হিসেবে 4,800/- পাবেন। এক্ষেত্রে করবেন করার ক্ষেত্রে অন্যান্য পে যেমন- হাউস রেন্ট, মেডিকেল, কম্পেন্সটোরি কোন ভর্তুকি ধরা হবে না।

ব্রেকিং নিউজ, ডিএ মামলায় হারের পর, ডিএ নিয়ে কি সিদ্ধান্ত নিলো নবান্ন?

প্যান্ডেল তৈরী থেকে শুরু করে প্রতিমা সব কাজই এখন শুধুমাত্র উদ্বোধন এর অপেক্ষায়। পুজোর মাত্র বাকি সপ্তাহ খানেক। বাঙালির 12 মাসের শক্তির উৎস এই পুজো। মাতৃবন্দনায় মেতে উঠতে প্রস্তুত প্রত্যেক বাঙালি। আর পুজোর বেশ সপ্তাহ খানেক আগে অর্থাৎ 23.09.2022 তারিখেই সরকারি কর্মী – দের স্যালরি একাউন্টের বোনাস ক্রেডিটের মেসেজ ঢুকতে শুরু হয়ে গেছে।

আর স্যালারির মেসেজ ও ঢুকে যাবে পুজোর আগেই। কারণ 30 সে সেপ্টেম্বর থেকেই ছুটির আনন্দে মেতে উঠছে গোটা বাংলার মানুষ। প্রায় দুই বছরের পর ফের শুরু হচ্ছে একটু স্বস্তিতে দুর্গা মায়ের বন্দনা। তাহলে আর দেরি না করে মেসেজের ইনবক্স চেক করেই নিন। সবার পুজো কাটুক মহানন্দে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button