সম্প্রতি রাজ্যে প্রকাশিত হলো আবারোও একটি নিয়োগ বিজ্ঞপ্তি (School Recruitment). আজকের এই প্রতিবেদনটি সকল চাকরি প্রার্থীদের জন্য সুসংবাদ বয়ে এনেছে। শুধু মাত্র তিনটি পদ নয়, আজকের প্রতিবেদনের আপনাদের তিনটে পদের নিয়োগ সংক্রান্ত তথ্য। যেখানে উচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যাক্তি সহ নুন্যতম যোগ্যতা সম্পন্ন ব্যাক্তিরাও আবেদন জানাতে পারবেন।
School Recruitment at Various Posts
রাজ্যের একটি স্কুলে (School Recruitment) এই নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো বাসিন্দা আবেদন জানাতে পারবেন। তিনি নারী হোক বা পুরুষ এই পদগুলিতে উভয় প্রার্থীই আবেদন জানাতে পারবেন। তাহলে জেনে নেওয়া যাক কোন পদগুলির সম্পর্কে আমরা কথা বলছি। সাথে কি কি বিশেষ যোগ্যতা এবং দক্ষতা লাগবে এই পদগুলি জন্য।
- পদের নাম
- যোগ্যতা
- বয়স ও বেতন
- নিয়োগ পদ্ধতি
- আবেদন পদ্ধতি
পদের নাম
এখানে গেস্ট টিচার, গ্রুপ ডি, সিকিউরিটি গার্ড পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। School Recruitment এ তিনটি পদে 2 জন 2 জন করে মোট 3 জন কর্মীকে নিয়োগ করা হবে। গেস্ট টিচার পদে যারা অবসর প্রাপ্ত স্কুল টিচার রয়েছেন তারা আবেদন জানাতে পারবেন। তবে তাদের বয়স সেক্ষেত্রে 64 বছরের কম হতে হবে।
রাজ্যে অষ্টম শ্রেণী পাশে হোম গার্ড ভলেন্টিয়ার নিয়োগ। জানুন শূন্যপদ সংখ্যা।
যোগ্যতা
গেস্ট টিচার পদে যারা যুক্ত হবেন যারা যেকোনো সরকারি স্কুল, সরকারি অধিকৃত স্কুল থেকে অবসর প্রাপ্ত হলেই হবে। এছাড়াও অন্যান্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
বয়স ও বেতন
তিনটি পদের জন্যই কর্মীদের বয়স 64 বছরের কম হতে হবে । পয়লা জুন অনুযায়ী প্রত্যেক প্রার্থীর বয়স ধরা হবে। এবং বেতন ইন্টারভিউয়ের সময় কথপকথনের মাধ্যমে নির্ধারণ করা হবে।
নিয়োগ পদ্ধতি
উল্লিখিত তিনটি পদের জন্য কোনো রকম লিখিত পরীক্ষা প্রার্থীদের নেওয়া হবেনা। পূর্ববর্তী কাজের যোগ্যতা এবং অভিজ্ঞতার দ্বারা প্রার্থীদের সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট করা হবে।
আবেদন পদ্ধতি
এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ভাবেই অনলাইনে আবেদন করা যাবেনা। উল্লিখিত স্থানে উল্লিখিত তারিখে। সমস্ত ডকুমেন্টস সহ হাজির হতে হবে। এছাড়া 2 টো পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই সাথে নিয়ে হবে। এই নিয়োগ সংক্রান্ত আরো যেকোনো তথ্য লাগলে আপনারা www.birbhum.gov.in এ চোখ রাখতে পারেন। ইন্টারভিউয়ের তারিখ হলো 23 জুলাই 2024, সকাল 11 টা । The Office Chamber of S.D.O, sadar (1st Floor of Prashanshan Bhawan), Birbhum.
Written by Sathi Roy.