Ration Card – সাবধান! আপনিও বঞ্চিত হতে পারেন রেশন ব্যবস্থা থেকে। কাদের মিলবে না এই সুবিধা? বিস্তারিত জানুন
দেশবাসীর জন্য রেশন কার্ড তথা Ration Card স্কিম হলো একটি উল্লেখযোগ্য প্রকল্প যেটি দেশের অর্থনৈতিকভাবে দুর্বল জনসাধারণের জন্য করেছেন কেন্দ্রীয় সরকার। এই রেশনিং প্রকল্পের মাধ্যমে নিম্ন মধ্যবিত্ত মানুষদের অন্ন ও অন্যান্য খাদ্যদ্রব্যের সংস্থান হয়। এখনো দেশের অনেক মানুষই দুবেলা দুইমুঠো অন্ন সংস্থান করতে সক্ষম নয়।
These Things are at Home The Ration Card will Stop
বিশেষ করে তাদের এই রেশনিং ব্যবস্থার মাধ্যমে দু মুঠো অন্ন তুলে দেওয়াই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। বিশেষ করে করোনাকালীন সময় থেকে ফ্রী রেশনিং ব্যবস্থা চালু করেছে কেন্দ্র। ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ড দু ধরনের হয় একটি এপিএল ও একটি বিপিএল।
এছাড়াও এর আবার অনেক সাবডিভিশন রয়েছে। এছাড়া অন্নপূর্ণা রেশন কার্ড বলে আরেকটি কার্ড রয়েছে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অধীনে, দরিদ্ররা আগামী আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন পেতে থাকবেন। প্রধানমন্ত্রীর ঘোষণায় দেশের 80 কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন।
এপিএল ক্যাটাগরির ব্যক্তিরা যে পরিমাণ রেশনজাত দ্রব্য পেয়ে থাকেন বিপিএল ক্যাটাগরির মানুষেরা তার থেকে একটু বেশি পরিমাণ রেশনিং দ্রব্য পেয়ে থাকেন। তবে দেখা যায় অনেক উচ্চবিত্ত মানুষরাও এই রেশনিং কার্ড এর মাধ্যমে কারচুপি করছেন। যে সমস্ত ব্যক্তিরা বিপিএল কার্ডের উপযুক্ত নন তারাও বিপিএল কার্ড এর নাম নথিভূক্ত করে রয়েছেন।
কি পরিমান দ্রব্য পাবেন?
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অধীনে, দরিদ্র নাগরিকরা বিনামূল্যে ৫ কেজি গম বা চাল পাবেন। আপনাদের জন্য 1.70 লক্ষ কোটি ত্রাণ প্যাকেজ বরাদ্দ রেখেছে সরকার।
এই রেশন কার্ডগুলি বিভিন্ন অর্থনৈতিক অবস্থার ওপর বিচার বিবেচনা করে দেওয়া হয়। তাই যখন আপনি রেশন কার্ডের জন্য আবেদন করছেন তখন আপনার পারিবারিক আয়ের ভিত্তিতেই কোন কার্ডটি আপনার জন্য প্রযোজ্য সেটি নির্বাচন করবেন না হলে পরবর্তী সময়ে অনেক সমস্যার সৃষ্টি হবে।
সরকার 12হাজার টাকা দিচ্ছে শৌচাগার বানাতে! এইভাবে আবেদন করলে সবাই পাবে
- আপনি যদি দারিদ্র্যসীমার উপরে থাকেন তবে APL রেশন কার্ড পাবেন।
- বিপিএল রেশন কার্ড দারিদ্র্যসীমার নীচের ব্যক্তিদের জন্য।
- যাঁরা চরম দারিদ্র্য, তাঁদের অন্নপূর্ণা রেশন কার্ড দেওয়া হবে।
কারা সুবিধা পাবে না?
- যাদের বার্ষিক পারিবারিক আয় 2 লাখ টাকার বেশি তারা রেশনিং সুবিধা পাবেন না।
- যে সমস্ত পরিবারের কোনো ব্যক্তির নিজের 2.5 একরের বেশি জমি রয়েছে তারা রেশনের সুবিধা পাবেন না।
- ভারতের স্থায়ী বাসিন্দা নন তারাও এই সুবিধা পাবেন না।
- যে ব্যক্তির আয় বেশি এবং তাকে আয়কর প্রদান করতে হয় এমন ব্যাক্তি এই সুবিধা পাবেন না।
- গাড়ি, বাড়ি ইত্যাদি আছে এমন ব্যাক্তিরা রেশন কার্ডের সুবিধা পাবেন না।
পশ্চিমবঙ্গের অজস্র রেশন কার্ড বাতিল! তালিকা দেখুন ও Ration Card বাঁচাতে চাইলে আজই এই কাজ করুন।
আপনি যখন রেশন কার্ডের জন্য আবেদন করবেন তার আগে দেখে নেবেন যে উপরের শর্ত গুলো আপনার সঙ্গে প্রযোজ্য হচ্ছে কিনা তবেই আপনি রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন।