ডিএ

ডিএ সরকারি কর্মীরা অবশ্যই পাবেন।

পশ্চিমবঙ্গে নতুন ষষ্ঠ বেতন কমিশন হিসেবে কর্মীরা নতুন হারে বেতন পাচ্ছেন। সেক্ষেত্রে ডিএ হিসেবে মিলছে মাত্র 3 শতাংশ। তবে কোলকাতা হাইকোর্টে হলফনামা দেবার আগেই এবারে রাজ্য অর্থ সচিবের ডাকা বিশেষ বৈঠক অনুসারে বেশ ভালো খবর মিলতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের।

আজ পয়লা নভেম্বর তড়িঘড়ি মিটিং ডাকা হল নবান্নে। সেক্ষেত্রে রাজ্যের প্রত্যেকটি দপ্তরের অর্থনৈতিক উপদেষ্টাদের দেকে পাঠানো হয়েছে। আগামী 4ই নভেম্বর, 2022 তারিখে Dearness Allowance সংক্রান্ত কন্টেম্পট অফ কোর্ট অর্ডার সংক্রান্ত মামলার হলফনামা জমা দেবার তারিখ। তাই এর আগেই কি মিলতে পারে এক কিস্তি DA? সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে সরকারি কর্মী মহলে।

Dearness Allowance বা DA সংক্রান্ত কন্টেম্পট অফ কোর্ট মামলাটি করা হয় রাজ্যের অর্থ সচিব এবং রাজ্যের মুখ্য সচিবের প্রতি। এনারা 4 ই নভেম্বর হলফনামা জমা দিলে তার পরিপ্রেক্ষিতে উত্তর দেবেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন। সেই তারিখ হল 7 ই নভেম্বর। এরপর এই মামলার হিয়ারিং হবে 9 ই নভেম্বর। তাই এই মিটিং এ কি কি বিষয় নিয়ে মুখ্য আলোচনা হতে চলেছে, তা একবার দেখে নেওয়া যাক।

তাহলে পশ্চিমবঙ্গে বকেয়া DA শুধুমাত্র কি 2016 সালের আগের জয়েনিং দের জন্যই? বিশদে জানুন।

আজকের ডাকা এই মিটিং যেহেতু অর্থ উপদেষ্টাদের নিয়ে, সেহেতু রাজ্যের অর্থ বিষয়ক আলোচনাই হবে। এদিকে মাথায় রয়েছে 4 ই নভেম্বরের হলফনামা জমা দেবার বিষয়টি। এর আগেই এক কিস্তি ডিএ ঘোষণার সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আলোচনার বিষয় থেকে। তবে হঠাৎ করেই যে সমস্ত বকেয়া ডিএ ঘোষণা হয়ে যাবে, এমনটা আশা করার তেমন কোন জায়গা নেই। কারণ রাজ্যের মাথায় রয়েছে বিরাট ঋণের বোঝা।

রাজ্যের সরকারি কর্মী সংগঠন এই বকেয়া ডিএ পাবার জন্য কোন পথে হাঁটবে? সুত্রের খবর, আগামী 11 ই নভেম্বর, 2022 তারিখে রাজ্যের সরকারি কর্মীরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এক বিরাট কর্মসূচী নিয়েছে। তা বাস্তবায়ন করার তোড়জোড় চলছে পুরো দমে। ঐ দিনে তারা রাজ্যের সমস্ত প্রশাসনিক দপ্তরে যাবেন। সেখানে নিজেদের দাবি দাওয়া তারা তুলে ধরবেন।

পশ্চিমবঙ্গে 38% DA দেওয়ার বিজ্ঞপ্তি নবান্নের, কোন কর্মীদের কত টাকা বাড়ছে বেতন, ভালো করে বুঝে নিন।

তবে বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মীদের হক পাওনা। এখন তা সাংবিধানিক অধিকার হিসেবে কোলকাতা হাইকোর্ট কর্তৃক স্বীকৃত। সুতরাং এই অধিকার তারা আইনের পথে হোক বা হোক রাস্তার আন্দলনে, আদায় তারা করেই ছাড়বেন। একথা জানালেন খোদ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতারাই।

আশেপাশের রাজ্য গুলিতে মাঝে মাঝেই বাড়ছে DA. এ রাজ্যের কর্মীদের জমেছে 35 শতাংশ বকেয়ার পাহাড়। কতটা পেতে পারেন কর্মীরা? প্রশ্ন সবার মনে। রাজ্যের বেতন এবং পেনশন প্রাপকদের সংসার চালাতে বেশ হিমশিম খেতে হচ্ছে। তবে এখন নজর থাকবে আগামী 4 ই নভেম্বরের দিকে। আপনার সুচিন্তিত মতামত জানান কমেন্ট বক্সে। রাজ্য কি করতে পারে বলে আপনি মনে করেন? প্রতিবেদন পাঠের জন্য ধন্যবাদ।
Written by Mukta Barai.