Hallmark Gold Price – সপ্তাহের শুরুতেই হলমার্ক সোনার দাম কমলো। সোনার গয়না কেনার সুবর্ণ সুযোগ।

বর্তমানে যারা সোনা কিনতে চাইছেন তাদের অবশ্যই হলমার্ক বা 916 Hallmark Gold কেনা উচিত। আর সেই কারনে সোনার দাম তথা Hallmark Gold Price জেনে নিয়ে দোকানে যাওয়া উচিত। কারন প্রতিদিন সোনার বাজার ওঠানামা করে। তাই যেদিন দাম কম থাকবে, সেদিন সোনা কিনলে লাভবান হবেন আপনিই।

সপ্তাহের প্রথম ও ২য় দিনে কতটা পড়ল সোনার দাম (Hallmark Gold Price)? জেনে নিন আপনার শহরে আজ কত হলুদ ধাতুর মূল্য (Hallmark Gold Rate).
কিছুদিন আগেই দুর্গাপুজোর রেশ কাটল পশ্চিমবঙ্গে। কিন্তু উৎসবের আমেজ যায়নি এখনো পর্যন্ত। আগামী মাসে অপেক্ষা করে রয়েছে একগুচ্ছ উৎসব। আর উৎসবের সময় সমস্ত জিনিসের উপরেই চলে দারুন অফার।

22K 916 Hallmark Gold Price today in Kolkata

আর সেই কারনে কেনাকাটাও বাড়ে সকলের। নতুন জামা কাপড় থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস এমনকি গয়নাও কিনে থাকি আমরা উৎসবের মুহূর্তে। তবে উৎসব অনুষ্ঠান যাই হোক না কেন গয়নার ক্ষেত্রে মানুষের প্রথম পছন্দ তো হলো সোনা। কিন্তু এই সোনার যে বিপুল পরিমাণ দাম তা সবার পক্ষে পুষিয়ে ওঠা সম্ভব নয়। বিশেষ করে বর্তমানে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে সেখানে সোনা কেনার (Hallmark Gold Price) আশা মধ্য বিত্তের পক্ষে করাই তো অলীক কল্পনা।

তাই যেকোনো উৎসবই হোক না কেন, অগত্যা সেই সমস্ত মানুষদের সম্বল হল সিটি গোল্ড বা ইমিটেশন। তবে এ বছর উৎসবের মরসুমে সোনা রুপার গয়নার দামি এলো বড়সড়ো পরিবর্তন। উল্লেখযোগ্য, নভেম্বর মাসেই রয়েছে ধনতেরাস। আর এই সময় আমরা অনেকেই সোনার গয়না কিনে থাকি। এবছর ধনতেরাসের আগে বিরাট পরিবর্তন ঘটল সোনার গয়নার দামে। আজ সকালে বিভিন্ন শহরে সোনা রুপার গয়নার যে রেট চার্ট (Hallmark Gold Price) তা তুলে ধরব এখানে। দেখে নিন আপনার শহরে আজ কত হলো এই দাম।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ রেট এর তালিকা অনুসারে গত কয়েকদিনের চেয়ে অনেকটা পরিবর্তন এসেছে হলুদ ধাতুর দামে। সেই পরিবর্তন লক্ষ্য করা গেছে রূপার দামেও। নিচে দেখে নেওয়া যাক এইসকল দামের তালিকা।

হলমার্ক সোনার গহনার দাম (Hallmark Gold Rate today)

১০ গ্ৰাম ২৪ ক্যারেট সোনার দাম

১. আজ, সোমবার, ৩০ অক্টোবর তারিখে ১০ গ্ৰাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৬২৬৩০ টাকা। গতকাল, রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ তারিখে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬২৬৩০ টাকা। অর্থাৎ একই রয়েছে সোনার দাম।

২. অন্যদিকে পূজোর আগে ১৭ অক্টোবরে প্রকাশিত রেট চার্টে দেখা গেছে যে সেদিন কলকাতায় জি এস টি ও টিসিএস বাদে ২৪ ক্যারেট সোনার বাটের ১০ গ্রামের মূল্য ছিল ৫৯ হাজার ৪৫০ টাকা। তার আগের দিন ১৬ অক্টোবর কলকাতায় দশ গ্রাম ওজনের ২৪ ক্যারেট এই সোনার বাটের দাম ছিল ৫৯ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ সেই সময়ে বেড়েছিল দাম।

আরও পড়ুন, 2 টাকার এই কয়েন থাকলে আপনি হবেন লাখপতি, এই জায়গায় বিক্রি করুন।

১০ গ্ৰাম ২২ ক্যারেট সোনার দাম

১. আজ, সোমবার, ৩০ অক্টোবর তারিখে ১০ গ্ৰাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫৭৪১০ টাকা। গতকাল, রবিবার, ২৯ অক্টোবর তারিখে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৫৭৪১০ টাকা। এক্ষেত্রেও একই আছে গয়নার দাম। গতকাল পর্যন্ত ২২ এবং ২৪ দুই ক্যারাটেই সোনার দাম বেড়েছে ১ টাকা করে। তারপর থেকে আর দাম বাড়েনি।

২. ১৭ অক্টোবর অনূযায়ী কলকাতায় জি এস টি ও টি সি এস বাদে প্রতি ১০ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৬ হাজার ৮০০ টাকা। ১৬ তারিখ এই দাম ছিল ৫৭ হাজার ৫৫০। সেক্ষেত্রে বেড়েছিল দাম (Hallmark Gold Price).
এ তো গেল সোনার গয়নার দামের কথা। এবার দেখে নেয়া যাক রুপার গয়নায় কতটা পরিবর্তন এলো দামে।

Silver Price Today

১. আজ প্রতি কেজি রুপার দাম কলকাতায় হল ৭৪৬০০ টাকা। গতকাল হিসেবে সমপরিমাণ রূপার দাম ছিল ৭৪৬০০ টাকা। সুতরাং, রূপার গয়নাতেও একই দেখা যাচ্ছে দাম। ২৭ অক্টোবর, ২০২৩ তারিখে ১ কেজি রুপোর দাম পড়েছিল ৫০০ টাকা, তার পর থেকে সূচক আছে স্থিতাবস্থায়। এখনও পর্যন্ত রুপোর দাম স্থির রয়েছে।
২. ১৭ অক্টোবর অনুযায়ী প্রকাশিত রেট চার্টে প্রতি কেজি রূপার দাম ছিল ৭১ হাজার ১৫০ টাকা। ১৬ অক্টোবর সেই দাম ছিল ৭১ হাজার ৭০০। অর্থাৎ রুপার গয়না দিয়েও দাম ঊর্ধ্বমুখী হয়েছিল সেই সময়।

আরও পড়ুন, বাড়ি বসে অনলাইনে সরকারি প্রজেক্টে কাজ করে প্রতিদিন 1500 টাকা রোজগারের সুযোগ

উপরে প্রতিক্ষেত্রেই দেখা যাচ্ছে, এখন গয়নার দাম অনেকটা হারেই বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিনের তুলনায়। তবে দিওয়ালি আসতে বাকি এখনও অনেক দিন। তার আগেই আছে ধনতেরাস। আর ধনতেরাসে গয়নার দামে (Hallmark Gold Price) যে বিশেষ ছাড় দেওয়া হয় তা আমরা জানি। দেখা যাক, সেই সময় পর্যন্ত কি পরিবর্তন আসে সোনা রুপার গয়নার দামে। সেই তালিকা হাতে আসা মাত্রই প্রকাশ করা হবে এখানে।

তবে এখন প্রতিদিন বিভিন্ন স্থানে সোনা রূপার দাম জানা কোনো কঠিন কাজ নয়। আপনি ঘরে বসেই অত্যন্ত সহজে জেনে নিতে পারেন বর্তমানে সোনার বিভিন্ন জিনিসের রেট চার্ট। এর জন্য আপনাকে 8955664433 নম্বরে একটি মিসকল দিতে হবে। তারপর আপনার ফোনে একটি মেসেজ যাবে। সেই মেসেজে বর্তমানে সোনার বিভিন্ন জিনিসের দাম আপনি বিস্তারিতভাবে দেখতে পাবেন। তবে আর দেরি কেন? সোনার গয়নার দাম (Hallmark Gold Price) আবার চড়াও হওয়ার আগেই আপনাদের অত্যন্ত প্রিয় সোনার গয়না সমূহ দ্রুত ক্রয় (Hallmark Gold Price) করে নিন।
Written by, Nabadip Saha.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button