KMC Recruitment 2022 : সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য সেরা সুযোগ! কলকাতা পৌরসভায় হতে চলেছে বড় নিয়োগ।
KMC Recruitment 2022 : কলকাতা পৌরসভায় গ্রুপ সি তে নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ।
রাজ্যের চাকুরিপ্রার্থীদের জন্য বড়সড় সুযোগ (KMC Recruitment 2022)। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে জানতে হলে অবশ্যই পড়ুন পুরো খবরটি।
আরও পড়ুন, রাজ্য পুলিশে বড় নিয়োগ। শূন্য পদ ৪৫০০। আজই আবেদন করুন।
নিয়োগ পদের নাম – অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)
মোট শূন্যপদের সংখ্যা – ৫ টি (UR- ৪ টি, ST-১ টি)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং -এ ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে (KMC Recruitment 2022)। এছাড়া এই বিষয়ে উচ্চতর শিক্ষা থাকলেও সেই আবেদনকারী আবেদনযোগ্য।
আবেদনকারীর বয়সসীমা – আবেদনকারীর বয়স সীমা ৩৭ বছর হতে হবে (২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী)। তবে সংরক্ষিত প্রার্থীরা (SC, ST, OBC) আবেদনের ক্ষেত্রে বয়স সীমায় পাবেন ছাড়।
আবেদনের ক্ষেত্রে ফি – আবেদনের ক্ষেত্রে UR এবং OBC ক্যাটাগরির চাকুরিপ্রার্থীদের (KMC Recruitment 2022) আবেদন ফি ১৫০ টাকা এবং তার সাথে প্রসেসিং চার্জ ৫০ টাকা। তবে SC, ST এবং PH -এর ক্যাটাগরির চাকুরিপ্রার্থীদের শুধু প্রসেসিং চার্জ ৫০ টাকাই লাগবে।
আবেদন পদ্ধতি – এই পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীরা অনলাইনের মাধ্যমেই আবেদন করার সুযোগ পাবেন। https://www.mscwb.org/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় আবেদনকারীকে নিজের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র ইত্যাদি আপলোড করতে হবে (KMC Recruitment 2022)। তবে সঙ্গে দিতে হবে ফোন নম্বর এবং বৈধ ইমেইল আইডিও।
আরও পড়ুন, পুরাতন ২ টাকার কয়েন ৫ লাখ টাকা, ১ টাকার কয়েন ২ লাখ, অনলাইনে এখুনি বেচুন Free Sale।
আবেদনের জন্য শেষ তারিখ – ১ মে, ২০২২
আবেদনের ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি – প্রার্থীদের (KMC Recruitment 2022) প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে ১০০ টি প্রশ্নের ওপর। প্রশ্ন মান হবে ২। তারপর পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে ৪০ নম্বরের।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে হবে।