Mobile Recharge Plan – গ্রাহকদের তাক লাগিয়ে দিতে কম দামে দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির কে? দেখে নিন। Best Recharge Plan 2022.

Mobile Recharge Plan – ক্যালেন্ডারের মতোই পরিষেবাও দীর্ঘ।

ভারতের টেলিকম বাজারে প্রতিনিয়ত সরকারি বেসরকারি টেলিকম সংস্থাগুলি (Mobile Recharge Plan) একটি অপরের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করে চলেছে। এই পরিস্থিতিতে গত বছর নভেম্বর মাসে সবগুলি বেসরকারি টেলিকম সংস্থা তাদের প্রিপেড প্ল্যান এর দাম ২০ শতাংশ বৃদ্ধি করেছে। যার ফলে অনেক গ্রাহক পুরনো টেলিকম সংস্থার পরিষেবা ছেড়ে যুক্ত হয়েছে নতুন টেলিকম সংস্থায়।

আগে টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের গোটা এক মাস অর্থাত ৩০ দিনের, ২ মাস অর্থাৎ ৬০ দিনের, ৩ মাস অর্থাৎ ৯০ দিনের পরিষেবা দিত না। তার বদলে দিত ২৮ দিন ৫৬ দিন এবং ৮৪ দিনের পরিষেবা (Mobile Recharge Plan)। এগুলো ছাড়াও রয়েছে আরও নানা ধরনের রিচার্জ ভ্যালিডিটি। তবে এবার ডিপার্টমেন্ট অফ টেলিকমের তরফে জারি করার নির্দেশ অনুসারে সমস্ত বেসরকারি টেলিকম সংস্থা নতুন করে এক মাসের রিচার্জ প্ল্যান বা ক্যালেন্ডার প্ল্যান লঞ্চ করেছে।

কিন্তু কি এই ক্যালেন্ডার প্ল্যান? (Mobile Recharge Plan)
ধরা যাক কোন ব্যক্তি কোন মাসের ১০ তারিখে রিচার্জ করেছেন। এক্ষেত্রে তাকে পরের মাসে পুনরায় 10 তারিখে করতে হবে রিচার্জ। সুতরাং বোঝাই যাচ্ছে ক্যালেন্ডার প্ল্যান মূলত ৩০ দিনের ভ্যালিডিটি সম্পন্ন রিচার্জ প্ল্যান। এটি হলো নতুন ক্যালেন্ডার প্লান এর সুবিধা। এবার জেনে নেওয়া যাক কোন কোম্পানি কি ধরনের ক্যালেন্ডার প্ল্যানের পরিসেবা দিচ্ছে গ্রাহকদের।

১) Airtel-এর ৩১৯ টাকার রিচার্জ প্ল্যান-
Airtel-এর এই ৩০ দিনের ক্যালেন্ডার প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি করে হাইস্পিড ইন্টারনেট ব্যবহার করার সুবিধা। তার সাথে থাকছে প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুযোগ। (Mobile Recharge Plan)

২) Airtel-এর ২৯৬ টাকার রিচার্জ প্ল্যান-
Airtel-এর এই ৩০ দিনের ক্যালেন্ডার প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন মোট ২৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ। তার সাথে থাকছে প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস পাঠানোর সুবিধা।

দুদিন বৃষ্টি হতেই, পশ্চিমবঙ্গে স্কুল খোলার অর্ডার, কবে খুলছে দেখুন

৩) Vodafone Idea-এর ১৯৫ টাকার রিচার্জ প্ল্যান- (Mobile Recharge Plan)
Vodafone Idea-এর ৩০ দিনের ক্যালেন্ডার প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন মোট ৩০০ টি ফ্রি এসএমএস পাঠানোর সুবিধা। তার সাথে থাকছে সারা মাস আনলিমিটেড কলিং এবং মোট ২ জিবি ডেটা ব্যবহারের সুযোগ।

৪) Vodafone Idea-এর ৩১৯ টাকার রিচার্জ প্ল্যান-
Vodafone Idea-এর ৩০ দিনের ক্যালেন্ডার প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি করে হাই স্পিড ডেটা ব্যবহারের সুযোগ। সাথে থাকছে ফ্রি আনলিমিটেড কলিং এবং এসএমএসের সুবিধা।

এক সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ না দিলে অফিসারদের বেতন বন্ধের নির্দেশ, কলকাতা হাইকোর্টের

৫) Vodafone Idea-এর ৩৩৭ টাকার রিচার্জ প্ল্যান- (Mobile Recharge Plan)
Vodafone Idea-এর ৩০ দিনের ক্যালেন্ডার প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন মোট ২৮ জিবি ডেটা ব্যবহারের সুযোগ। তার সাথে প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস পাঠানোর সুযোগ এবং Vi এর বেশ কয়েকটি অ্যাপ ব্যবহারের সুবিধা।

৬) Reliance jio-এর ২৫৯ টাকার রিচার্জ প্ল্যান-
Reliance jio- এর ৩০ দিনের ক্যালেন্ডার প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ১.৫ জিবি করে হাইস্পিড ডেটা ব্যবহারের সুযোগ। পাশাপাশি অন্যান্য যেকোন সিমের নম্বরে আনলিমিটেড কলিংয়ের সুবিধা এবং প্রতিদিন ১০০ টি করে ফ্রী এসএমএস পাঠানোর সুবিধা। (Mobile Recharge Plan)

তাহলে দেরি না করে চটপট বেছে নিন আপনার পছন্দের প্ল্যানটি এবং রিচার্জ করে ফেলুন। প্রতিদিন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

পশ্চিমবঙ্গের ডিএম অফিসে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, আবেদন করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button