Aadhaar Card Online – জানুন কি বলছে UIDAI.
একজন ভারতীয় নাগরিক হিসেবে এখন সবচেয়ে বড় প্রমাণপত্র হিসেবে কাজ করে আধার কার্ড (Aadhaar Card Online)। জন্মের পর থেকে মৃত্যুর পর পর্যন্ত, “সর্বঘটের কাঁঠালি কলা” এই আধার কার্ড। যেকোনো গুরুত্বপূর্ণ কাজের নথি জমা দেওয়ার ব্যাপারে সবার প্রথমে যেটির কথা মাথায় আসে সেটি আধার কার্ড। তাই এটি নিয়ে নানারকম জালিয়াতির ঘটনাও ঘটে।
আবার যে কোন গুরুত্বপূর্ণ কাজে আধার কার্ডের সঙ্গে অন্য কোন গুরুত্বপূর্ণ নথি যেমন প্যান কার্ড বা রেশন কার্ড বা মোবাইল নম্বর যুক্ত করার মাধ্যমে ভারতীয় নাগরিকরা পেয়ে থাকেন একাধিক সুবিধা (Aadhaar Card Online)। তবে এই সাইবার অপরাধকে আটকানোর জন্য একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। যেটি না জানলে পড়তে হবে মহা বিপদে।
আমরা যখন যে নথির সঙ্গে আধার কার্ড চায় তা দিয়ে বসি। আর এখানেই ঘটে বিপদ। তাই আগে থেকে জেনে রাখা দরকার কোথায় কোথায় আধার কার্ড ব্যবহার করা হচ্ছে এবং কোথায় তা ব্যবহার করা দরকার। আমি কোথায় আধার কার্ড (Aadhaar Card Online) ব্যবহার করেছেন তাও জানতে পারবেন এই নতুন পদ্ধতির মাধ্যমে। তাই দেরি না করে চটপট জেনে নেওয়া দরকার আধার কার্ডের হিস্টরি।
রাজ্য সরকারি প্রকল্পে ফের হচ্ছে সরকারি পদে নিয়োগ, জলদি করুন আবেদন
আধার কার্ডের হিস্টরি চেকিং পদ্ধতি-
১) আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in, এটি ওপেন করতে হবে।
২) এরপর ‘My Aadhar’ অপশনে ক্লিক করে ‘Aadhaar Services’ অপশনের নিচে থাকা ‘Aadhaar Authentication History’ তে ক্লিক করতে হবে। (Aadhaar Card Online)
৩) এরপর খুলে যাওয়া নতুন উইন্ডোতে ১২ সংখ্যার আধার নম্বর লেখার পর যে সিকিউরিটি কোড আসবে সেটা লিখে ‘Send OTP’ অপশনে ক্লিক করতে হবে।
৪) শেষে ডাউনলোড করে নিতে হবে আধার কার্ডের হিস্টরি।
এটি করলে কি সুবিধা হবে?
এটি করলে জানা যাবে একজন ব্যক্তি তার আধার কার্ড কোথায় ব্যবহার করেছেন এবং করেছেন। পাশাপাশি জানা যাবে কোন কোন নথির সঙ্গে আধার কার্ডের (Aadhaar Card Online) লিঙ্ক করা আছে। আধার কার্ডের অপব্যবহারের ঘটনা বৃদ্ধি পাওয়ায় অন্য কেউ যাতে এর অপব্যবহার না করতে পারেন, তাই কোনও সমস্যায় পড়ার আগে আধার কার্ডের হিস্টরি পরীক্ষা করে নেওয়া একান্ত প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে।
হিস্টোরিতে কোন সমস্যা দেখা দিলে কি করনীয়?
ডাউনলোড করা হিস্টরি ভালোভাবে মিলিয়ে দেখার পর যদি কোনও ভুল তথ্য দেখতে পেলে, নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে তা সংশোধন করতে হবে। তাছাড়া যদি কোনও অপব্যবহার হয়েছে বলে মনে হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব UIDAI-এর টোল ফ্রি নম্বরে- ১৯৪৭ ফোন করতে হবে। অথবা help@uidai.gov.in -এই আইডিতে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে হবে। (Aadhaar Card Online)
এমন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.