Vidyasaarathi Scholarship 2022 – পড়ুয়াদের জন্য সুখবর! আবেদন করুন এই স্কলারশিপে এবং পেয়ে যান ১ লক্ষ টাকা পর্যন্ত।
Vidyasaarathi Scholarship 2022 – জেনে নিন আবেদনের আগে বিস্তারিত তথ্য।
পড়াশোনাকে আরো এগিয়ে নিয়ে (Vidyasaarathi Scholarship 2022) যেতে চান? কিন্তু আর্থিক দিক থেকে ততটা স্বাবলম্বী নন? আর চিন্তা নেই। পশ্চিমবঙ্গের সরকারি বেসরকারি নানান উদ্যোগে মেধাবী পড়ুয়াদের জন্য চালু হয়েছে বেশ কয়েকটি স্কলারশিপ। তবে সব ধরনের স্কলারশিপে সমান আর্থিক সাহায্য মেলে না।
যদি আপনি একটু বেশি আর্থিক সাহায্য (Vidyasaarathi Scholarship 2022) লাভ করতে চান তবে এই স্কলারশিপটিতে আবেদন করতে পারেন। এখানে আবেদনকারী পেয়ে যাবেন ১ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ। চলুন তাহলে জেনে নেওয়া যাক স্কলারশিপটি সম্পর্কিত বিস্তারিত তথ্য।
স্কলারশিপের নাম-
বিদ্যাসারথী স্কলারশিপ (Vidyasaarathi Scholarship 2022)। এটি একটি খুব জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য বেসরকারি উদ্যোগে চালু হওয়া স্কলারশিপ, যেটির মাধ্যমে বিভিন্ন নামিদামি কোম্পানির তরফ থেকে দশম শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত নানান কোর্সের ক্ষেত্রে পড়ুয়াদের বৃত্তি প্রদান করা হয়।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা-
দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী ,স্নাতক (B.A/B.Sc/ B.Com/ B.E/vB.Tech ইত্যাদি), স্নাতকোত্তর(M.A/M.Sc/ M.E/ M.Tech ইত্যাদি) প্রভৃতি নানানরকম কোর্সে পড়াশোনা করা পড়ুয়ারা বিদ্যাসারথী স্কলারশিপ পোর্টালের অধীনে নানারকম স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। (Vidyasaarathi Scholarship 2022)
আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়- বিদ্যাসারথী স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হতে হবে ৫ লক্ষ টাকার কম।
মাসে মাত্র 19 টাকা রিচার্জ করুন, আর সারা মাস নিশ্চিন্তে সেরা পরিষেবা, মাথায় হাত Jio Airtel
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র-
১) আবেদনকারীর আগের পরীক্ষার মার্কশীট।
২) পাসপোর্ট সাইজ ছবি। (Vidyasaarathi Scholarship 2022)
৩) সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড/ রেশন কার্ড ইত্যাদির যেকোনো একটি)।
৪) ঠিকানার প্রমাণপত্র (রেশন কার্ড/ আধার কার্ড/ ভোটার কার্ড ইত্যাদির মধ্যে যেকোনো একটি)।
৫) ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার স্ক্যান কপি।
৬) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রিসিপ্ট কপি।
৭) পঠনরত শিক্ষা প্রতিষ্ঠানের Fees Structure-এর নথি।
বিদ্যাসারথি স্কলারশিপে আবেদন পদ্ধতি-
১) মোবাইল বা ডেস্কটপ থেকে www.vidyasaarathi.co.in ওয়েবসাইট ওপেন করতে হবে।
২) ‘Apply for Scholarship’ অপশনে ক্লিক করে ‘Register Now’ অপশনে ক্লিক করে নিজের নাম রেজিস্টার করতে হবে। (Vidyasaarathi Scholarship 2022)
৩) এরপর ইমেল ও পাসওয়ার্ড দিয়ে Login করে ‘Fill Up Application’ ক্লিক করতে হবে।
৪) সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করে উপরে উল্লেখ করা সমস্ত নথিপত্র আপলোড করে ‘Save’ অপশনে ক্লিক করতে হবে।
নিয়োগ দুর্নীতির চরম ধাপ ফাঁস, ধরা পড়লো জাল সার্টিফিকেট, চাকরী নিয়ে টানাটানি
৫) এরপর ‘Search & Apply Schemes’ এ ক্লিক করে যে যে স্কলারশিপে আপনি আবেদন যোগ্য সেগুলো অটোমেটিক আপনার স্ক্রিনে দেখা যাবে।
৬) এরপর যে স্কলারশিপটিতে আবেদন করতে ইচ্ছুক সেটিতে ‘Apply’ করে ওয়েবসাইটে প্রদত্ত ‘Bonfire Certificate’ প্রিন্ট আউট ও পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের থেকে সিলসহ স্বাক্ষর করিয়ে ফের সেটি স্কলারশিপের আবেদনের সময় আপলোড করে দিয়ে সবশেষে ‘Sumbit’ অপশনে ক্লিক করতে হবে। (Vidyasaarathi Scholarship 2022)
এরপর কখনো স্কলারশিপটির স্ট্যাটাস চেক করতে বিদ্যাসারথীর ওয়েবসাইটে গিয়ে নিজের ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে Login করলেই আবেদন করা স্কলারশিপের স্ট্যাটাস দেখতে পাওয়া যাবে। যদি কিছুদিনের মধ্যে স্কলারশিপ স্ট্যাটাসে ‘Approved’ লেখা থাকে তাহলে কিছুদিনের মধ্যেই উক্ত স্কলারশিপের টাকা সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আবেদনকারী। (Vidyasaarathi Scholarship 2022)
তাহলে আর দেরি না করে এখনই আবেদন করতে শুরু করুন এই স্কলারশিপে এবং নিজের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করার দিকে এগিয়ে চলুন। প্রতিদিন আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
sauvikbala69@gmail.com
Thanks for Help to all students..
HS
My name is Jakariya Gazi
Gazi
এটা তে কী সত্যি কলারসিপ পাওয়া যাবে ৷ আমার মাধ্যমিকে50% নাম্বার আছে। আমি কী আবেদন করতে পারি ৷
kartikdas56747@gmail.com
আমি ল কলেজে ভর্তি হয়েছি কিন্তু ক্লাস এখনো শুরু হয়নি। আমার প্রশ্ন হলো- আমি কী এই ক্ললারশিপে আবেদন করতে পারবো? দয়া করে আমাকে একটু তাড়াতাড়ি জানাবেন।
পারবেন, নতুন সেশনে আবেদন শীঘ্রই শুরু হবে।
Halo I ma swarup ghosh
Niloy Mondal
I passed secondary and got up in class eleven
Hlw i am Sujit bauri
I want this scholarship
আমি ল কলেজে ভর্তি হয়েছি কিন্তু ক্লাস এখনো শুরু হয়নি। আমার প্রশ্ন হলো- আমি কী এই ক্ললারশিপে আবেদন করতে পারবো? দয়া করে আমাকে একটু তাড়াতাড়ি জানাবেন।
Madhyamik candidate pass number 244
Ok
Madhyamik candidate pass number 244 my email moumitamasanta65@gmail.com address jakpur
Madhyamik candidate pass number 244 my email moumitamasanta65@gmail.com address jakpur mobile number 8101476668 ok coll