Dhanteras Horoscope – দীপাবলি ও ধনতেরাসে এই 5 রাশির ভাগ্য খুলবে। কেরিয়ার, ব্যবসা ও চাকরির শুভযোগ।
নভেম্বর মাস হল একগুচ্ছ উৎসবের মাস। তার মধ্যেই জেনে নিন নিজের Dhanteras Horoscope. প্রতিটি মানুষের মনে স্বাভাবিক ভাবেই আনন্দ এবং খুশির মেজাজ লেগে রয়েছে এখন। তবে এবার এই খুশি আরো বাড়তে চলেছে একটি বিশেষ খবরে। নভেম্বর মাসেই রয়েছে দীপাবলি উৎসব। ঠিক তার আগের দিনে আবার ধনতেরাস। আর এই ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত কয়েকটি রাশিতে বিশেষ যোগ শুরু হবে বলে জানা গেছে। যার ফলে সৌভাগ্যবান হয়ে উঠবেন সেই সমস্ত রাশির জাতক জাতিকারা। এই সময় আপনি যদি কোন কাজ করেন তাতে সফলতা আসবেই আসবে।
Dhanteras Horoscope For 7 Zodiac Sings.
কিন্তু সেটি সম্ভব হবে যদি আপনার রাশিতে এই শুভ যোগের আগমন ঘটে থাকে। মানুষ সফলতা চায়। কিন্তু সব সময় কি জীবনে সফলতা পায়? বেশিরভাগ ক্ষেত্রেই তো চেষ্টা করে ব্যর্থ হতে হয় মানুষকে। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বলা হয় এই জীবনের ওঠাপড়ার পেছনে নাকি দায়ী থাকে কিছু গ্রহ নক্ষত্র। এগুলির আগমনের ফলে কখনো সুপ্রভাব আবার কখনো কুপ্রভাব সহ্য করতে হয় বিভিন্ন রাশির জাতক জাতিকাদের।
এগুলির কুপ্রভাবের দ্বারা কখনো অশান্তি, কখনো অসফলতা আবার কখনো চরম বিপদের সম্মুখীন হতে হয়। তবে নভেম্বর মাসে এই প্রভাব কিছুটা কাটতে চলেছে এবং সৌভাগ্যের আগমন ঘটতে চলেছে সেই সঙ্গে। তবে তা সকল রাশির জন্য প্রযোজ্য নয়, এই কটি বিশেষ রাশিতেই মিলবে এর সুপ্রভাব। এই রাশিগুলির সম্পর্কে জানতে হলে আপনাকে এই Dhanteras Horoscope গুলি শেষ পর্যন্ত পড়তে হবে মন দিয়ে।
কন্যা রাশি
Dhanteras Horoscope অনুযায়ী ধনতেরসের দিন কন্যা রাশিতে অবস্থান করবে চাঁদ। এখন এই রাশিতে অবস্থান করছে শুক্র গ্রহ। অর্থাৎ এরপর চাঁদ আসার পরে শুক্র এবং চন্দ্রের মিলন ঘটবে সেদিন। এই মিলনের কারণে কন্যা রাশিতে কালনিধি যোগ তৈরি হবে। এই শুভ সময়ে, ধনতেরসে কেনাকাটা করা ব্যক্তি আরও ধনী হয়ে উঠবেন।
তুলা রাশি
Dhanteras Horoscope এ যেটুকু জানা যাচ্ছে, দীপাবলিতে তুলা রাশিতে আগমন ঘটতে চলেছে চাঁদ। এখানে এখন অবস্থান করছে মঙ্গল ও সূর্য। ফলে ত্রিগ্রহী যোগ গঠিত হবে। ফলে সৌভাগ্যবান হবেন তুলা রাশির বিভিন্ন জাতক জাতিকারা। যেকোনো কাজেই হোক এই সময় সফলতা এবং সিদ্ধি লাভের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জীবনের শান্তি বজায় থাকবে এবং বিপদের ঝুঁকি কম থাকবে।
মেষ রাশি
মেষ রাশিতে বর্তমানে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে বলে জানা গেছে। আর বৃহস্পতির এই শুভ যোগ অব্যাহত থাকবে ধনতেরাস এবং দীপাবলিতেও। জ্যোতিষ শাস্ত্রের সংজ্ঞা (Dhanteras Horoscope) অনুযায়ী, এটি গজকেশরী রাজযোগ তৈরি করবে। এই শুভ যোগের ফলে জমি এবং বাড়িতে বিনিয়োগের কথা ভাবা যেতে পারে। সফলতা আসার অনেক সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে।
ঘরের লাইট জ্বালালেই শ্যামা পোকার উপদ্রব? জেনে নিন শ্যামা পোকা তাড়ানোর উপায়।
কুম্ভ রাশি
৩০ বছর পর দীপাবলিতে শনি মার্গী হচ্ছেন কুম্ভ রাশিতে। ধন দানকারী দেবী গজলক্ষ্মীর আশীর্বাদে এই সমস্ত শুভ যোগ তৈরি হতে চলেছে। কুম্ভ রাশির জাতক-জাতিকারা শুভ যোগের প্রভাবে কর্মজীবন ও ব্যবসায় অনেক বড় সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠিত হবে। আর্থিক লাভ হবে। বিনিয়োগের জন্য দুর্দান্ত সময়। সাফল্যের হার বাড়বে। মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভাল সময় আসছে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকারাও এ বছর দীপাবলিতে সুখবৃদ্ধি লাভ করতে চলেছেন৷ তাদের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে যাবে। দেবীলক্ষ্মীর আশীর্বাদ সারা বছর তাদের ওপর থাকবে। সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বৈষয়িক আনন্দ মিলবে। পরিবারে সুখ-সমৃদ্ধি আসবে। বিদেশ সফরের সুযোগ মিলতে পারে।
মকর রাশি
দীপাবলির সময়ে Dhanteras Horoscope অনুযায়ী মকর রাশির ব্যক্তিদের ওপরও সুপ্রভাব পড়তে চলেছে। তাদের জীবনে সম্পদ ও সমৃদ্ধিময় হবার সম্ভাবনা রয়েছে৷ মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ তাদের ওপর অটুট থাকবে এই সময়ে। যে কোনো ক্ষেত্রেই হোক, প্রচুর লাভ হবার আভাস পাওয়া গেছে। আর্থিক দিক শক্তিশালী হবে। আটকে থাকা কাজ শেষ হবে। পরিবারের কাছ থেকেও সব ধরনের সমর্থন মিলবে। কোনোভাবেই এই শুভ সুযোগকে হাতছাড়া করবেন না যে কোন কাজ করার জন্য।
কলকাতা ফটাফট খেলার গোপন টিপস! এভাবে খেললে প্রত্যেকটা বাজি জিতবেন
কর্কট রাশি
ধনতেরাসে কর্কট রাশিতেও ঘটতে চলেছে শুভ যোগের আগমন। যার দরুণ চরমভাবে লাভবান হতে পারেন এর জাতক জাতিকারাও। ব্যবসায় সাফল্য লাভ হতে পারে৷ শুভ কাজের সুযোগ মিলতে পারে। সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দেবীলক্ষ্মীর কৃপায় হঠাৎ অর্থাগম হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। বড় ব্যবসায়িক চুক্তি হতে পারে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সুখ শান্তি অব্যাহত থাকবে। জীবন শান্তিময় হয়ে উঠবে। তবে এই সময়টিতে সাবধানে থাকতে হবে। কোনোরকম ভুল কাজ করলে কিন্তু এই সুপ্রভাব মিলবে না (Dhanteras Horoscope).