PM Kisan Yojana (প্রধানমন্ত্রী কিষান যোজনা)

PM Kisan Yojana প্রকল্পে জানুন আবেদনের সঠিক নিয়ম।

দেশজুড়ে কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকারের তরকে PM Kisan Yojana প্রকল্প চালু করা হয়। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য ছিল, যাতে দেশ জুড়ে কৃষকেরা এই প্রকল্পের মাধ্যমে (PM Kisan Yojana list) তাদের আর্থিক সহায়তা পেতে পারেন। বছরে তিনটি কিস্তির মাধ্যমে কেন্দ্রীয় সরকার কৃষকদের ব্যাংক একাউন্টে মোট ৬০০০ টাকা দিয়ে থাকে। প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে ব্যাংক একাউন্টে দেওয়া হয়। মাস কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক অনুষ্ঠান থেকে দেশের কৃষকদের ১৩ তম কিস্তির টাকা প্রদান করার কথা ঘোষণা করেন।

Advertisement

PM Kisan Yojana Status:

সেই ঘোষণা অনুযায়ী ১৩ তম কিস্তির টাকা দেশের অধিকাংশ কৃষকদের একাউন্টে পৌঁছে গিয়েছে। কিন্তু তার মধ্যেও বহু কৃষক এই টাকা পাননি। তার মূল কারণ, যে সমস্ত কৃষকদের ভেরিফিকেশন প্রক্রিয়া (PM Kisan Yojana Verification Process) সম্পন্ন হয়নি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তবে পরবর্তীতে এই সমস্ত কৃষকরা ভেরিফিকেশন সম্পন্ন করেছেন।

ফলে এই মুহূর্তে অধিকাংশ কৃষকেরই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। ১৬৮০০ কোটি টাকা কেন্দ্রীয় সরকার কৃষকদের ব্যাংক একাউন্টে পৌঁছে দিয়েছে। দেশের মোট ৮ কোটি ২ লক্ষ কৃষক এই পিএম কিষান যোজনার সুবিধা পাচ্ছেন। এবার ১৪ তম কিস্তি দেওয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। যে সমস্ত কৃষকেরা তারা ১৩ তম কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন, তারা এবার খুব শিগগির ১৪তম কিস্তির টাকা পেতে চলেছেন।

Ads

মে মাসের শেষের দিকে অর্থাৎ ৩১শে মে মধ্যে কৃষকদের ব্যাংক একাউন্টে ১৪তম কিস্তির ২ হাজার টাকা দেওয়া হবে বলেই জানা গিয়েছে। এবার জেনে নেওয়া যাক, কারা এই পিএম কিষান যোজনার (PM Kisan Yojana Benefit) সুবিধা পেতে পারেন:
১৮ থেকে ৪০ বছর বয়স হতে হবে।
বৈধ আধার কার্ড থাকতে হবে।
ক্ষুদ্র এবং প্রান্তিক চাষী যাদের ২ হেক্টরের কম চাষযোগ্য জমি রয়েছে, তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন।

Advertisement

PM Kisan Yojana KYC:

জমির নথিপত্র সহ কাগজে আবেদনকারীর নাম থাকতে হবে।
চাষ যোগ্য জমি থাকতে হবে।
পিএম কিষান সম্মান নিধি যোজনার ১৪ তম কিস্তির টাকা খুব শিগগির কৃষকদের ব্যাংক একাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে। প্রত্যেক কৃষক এই কিস্তির ২০০০ টাকা করে পাবেন।

Advertisement

যদি ১৩ তম কিস্তি পাওয়ার পরে কোনো কৃষক নাম নথিভুক্ত করে থাকেন, তারা এই কিস্তির টাকা পাবেন কিনা তা জানার জন্য একবার স্ট্যাটাস চেক করতে হবে।
PM Kisan Yojana Status Checking Process:
প্রথমেই যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

Ads

রেশন গ্রাহকদের সুখবর, কারচুপি ঠেকাতে 21000 রেশন দোকানে বসছে নতুন যন্ত্র।

এরপরে Farmers Corner মেনুতে ক্লিক করতে হবে।
Beneficiary Status Check Tab-এ ক্লিক করতে হবে।
https://pmkisan.gov.in/Beneficiary Status.aspx এই লিঙ্কে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন।
পিএম কিষান একাউন্ট নম্বর, আধার নম্বর বা মোবাইল নম্বর যেকোনো একটি দিয়ে Get Data অপশনেক্লিক করলেই স্ট্যাটাস স্ক্রিনে দেখতে পাবেন।

2000 টাকার নোট বাতিল নিয়ে RBI এর চূড়ান্ত সিদ্ধান্ত, সময় পাবেন 30 সেপ্টেম্বর পর্যন্ত।

পিএম কিষান যোজনা নিয়ে কোনো অভিযোগ থাকলে pmkisanict@gov.in এই ইমেইল আইডি তে মেইল করতে পারেন।
এছাড়াও 1800115526, 011-2338-1092 এই ফোন নম্বরে অভিযোগ জানাতে পারেন।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *