Gold Price 2024: লক্ষ্মীপুজোর আগেই কমলো সোনার দাম। কলকাতায় কতটা সস্তা হল সোনা? কেনার আগে জেনে নিন
উৎসবের মরশুম কাটতেই সোনার দামে (Gold Price) নজরকাড়া পরিবর্তন। রাতারাতি কমে গেল সোনার দাম। বাঙালির প্রিয় স্বর্ণধাতুর দাম মাঝেমধ্যেই উঠানামা করে। কখনো দাম বাড়ছে তো কখনো রাতারাতি কমে যাচ্ছে। দুর্গাপুজোর সময় অনেকেই সোনা কেনেন। আবার সামনেই আসছে দীপাবলির মরশুম। আলোক উৎসবের সময় ধনতেরাস উপলক্ষ্যে সোনার চাহিদা বাড়ে। যার কারনে অনেকেই সোনা কেনার জন্য দোকানে দোকানে ভিড় জমান।
এই সময় সোনার দাম যদি কিছুটা কম থাকে তাহলে সকলের পক্ষেই সুবিধা সোনা কিনে রাখার। আর দাম যদি বাড়ে তাহলে ইচ্ছে থাকলেও বাড়িতে সোনা আনতে হলে দামের দিকে তাকাতেই হচ্ছে। কিন্তু এখন যা দেখা যাচ্ছে, সোনার দামে কিছুটা পতন হয়েছে। দুর্গাপুজোর পর সোনার দাম বেশ কিছুটা কমেছে। তাই যদি আপনিও সোনা কিনতে চান তাহলে সোনার নতুন দাম দেখে নিন। এক নজরে জেনে নেওয়া যাক, সোনার দাম কতটা কমল, শহর কলকাতায় সোনা কতটা সস্তা হলো।
Gold Price New Update After Puja
সারা বছর ধরেই সোনার চাহিদা থাকে কমবেশি যথেষ্টই ভালো। তবে উৎসবের মরশুম চলাকালীন সোনার কেনাকাটা বেড়ে যায়। এই সময় সোনার দাম (Gold Price) আমজনতার পকেটে প্রভাব ফেলে। ধনতেরাস উপলক্ষে এখন থেকেই সোনা কেনার হিড়িক বাড়ছে। যেহেতু অক্টোবর মাসেই দীপাবলি এবং ধনতেরাস তাই সোনা কেনার জন্য অপেক্ষায় আছেন আমজনতা।
তাও সোনা কেনা এখনো মধ্যবিত্তের কাছে স্বপ্নের মত। যার কারণ সোনার দাম। এই আকাশ ছোঁয়া দাম দিয়ে অনেকে সোনা কিনতে পারছেন না। আবার অনেকেই ইচ্ছে থাকলেও পকেটের কথা চিন্তা করছেন। সকলের নজর এখন সোনার দামের দিকে।অক্টোবরের এই নতুন আপডেট তাও আমজনতাকে কিছুটা স্বস্তি দিল।
সপ্তাহের শুরুতেই সোনার দামে আকাশছোঁয়া বদল! সোনা কিনবেন? তার আগে জানুন নতুন দর
নবরাত্রি উপলক্ষে অনেকেই সোনা কিনে থাকেন। যথারীতি জুয়েলার্স এবং খুচরো বাজারে চাহিদাও বাড়ে। ফলে বুলিয়ন ব্যবসায়ীরা জানিয়েছেন এই সময় হলুদ ধাতুর দাম বেড়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের ফিউচার ট্রেডে ডিসেম্বর ডেলিভারির জন্য দেখা যাচ্ছে, ১০ গ্রাম সোনা ১৩১ টাকা বা ০.১৭ শতাংশ বেড়ে ৭৬,৩১৫ টাকায় ট্রেড করছে।
যা বলতে গেলে সর্বকালের সর্বোচ্চ দামের প্রায় কাছাকাছি। অন্যদিকে দেখা যাচ্ছে, এমসিএক্সে রুপোর দাম হয়েছে ২১৯ টাকা বা ০.২৪ শতাংশ বেড়ে বর্তমানে কেজি প্রতি দাম হয়েছে ৯৩,১৯৭ টাকা। তাও কলকাতা-সহ অন্যত্র সোনার দাম কত হয়েছে তার একটি চিত্র আজকের এই প্রতিবেদন থেকে দেখে নিন। রইল সোনার দামের আপডেট।
সোনার দামে আশ্চর্য পতন! আরো কমে গেল দাম! 24 ক্যারেট সোনার দাম কত হল?
Gold Price In Kolkata Update 2024
যদিও সোনার দাম সর্বত্র ৭০ হাজার টাকার ওপরে তাও কোথায় সোনার দাম কত হয়েছে তার একটি হিসেব জেনে নেওয়া জরুরি। রাজধানীতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৭১,৩০০ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হলো ৭৭,৭৭০ টাকা। মুম্বই শহরে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হলো ৭১,১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ৭৭,৬২০ টাকা।
অন্যদিকে, আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৭১,২০০ টাকা। আর, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭,৬৭০ টাকা। জয়পুরে দেখা যাচ্ছে১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছুঁলো, ৭১,৩০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭,৭৭০ টাকা। আবার, চেন্নাই শহরে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হলো ৭১,১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম পৌঁছেছে ৭৭,৬২০ টাকা।
অন্যান্য সকল শহরের মতোই কলকাতায় সোনার দাম কত হয়েছে জানা যাক। আমাদের শহর কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ৭১,১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ৭৭,৬২০ টাকা। তাই আপনি যদি সোনা কিনবেন বলে ঠিক করে থাকেন, তবে উক্ত দিনের সোনার দাম দেখে নিন। আর সেই বুঝেই সোনা ও রূপো কিনতে পারেন।