বিদ্যুতের বিল নিয়ে সাধারণ মানুষের মধ্যে চিন্তা থেকেই যায় (Electricity Bill). প্রতিমাসে চড়া বিদ্যুতের বিল, ঘন ঘন কারেন্ট যাওয়া বাংলার বিভিন্ন প্রান্তের কাহিনী হয়ে দাঁড়িয়েছে। সামনেই আসছে দুর্গাপুজো। আর পুজো আসছে মানেই প্যান্ডেল, রাস্তার আলোকসজ্জার জন্য অত্যাধিক বিদ্যুতের প্রয়োজন হবে। পুজোর কটা দিন তাই কারেন্ট যাওয়ার সমস্যাটাও বেড়ে যায়। বিদ্যুতের বিল (Electricity Bill) নিয়ে আমজনতার চিন্তা দূর করতে তাই বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। পুজোর আগেই সরকারের এই সিদ্ধান্ত স্বস্তি দিল সাধারণ মানুষকে।
বিদ্যুতের বিল কমবে হু হু করে! শুধু করতে হবে এই তিনটি কাজ! মাস গেলে পকেটে বাঁচবে টাকা
Government Take Necessary Step On Electricity Bill
প্রতিবছর দুর্গাপুজোর সময় বিদ্যুতের যে সমস্যা সৃষ্টি হয়, সেই সমস্যায় লাগাম টানতে, রাজ্যের বিদ্যুৎ বন্টন পরিষেবায় গতি আনতে বড় পদক্ষেপ সরকারের। বিদ্যুতের বিল নিয়ে (Electricity Bill) আর চিন্তা থাকবে না আমজনতার। কারণ এবার সাধারণ মানুষের সুবিধার্থে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL)। এই হোয়াটসঅ্যাপ নম্বরে কিভাবে মিলবে সুবিধা? কি কি সুবিধা মিলবে? চলুন এই বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।
WBSEDCL New WhatsApp Number Fecilities
রাজ্যের বিদ্যুৎ দপ্তর কর্তৃক চালু হওয়া এই নম্বরের মাধ্যমে গ্রাহক বিদ্যুতের বিল সংক্রান্ত যাবতীয় তথ্য জানাতে পারবেন। এই হোয়াইটসঅ্যাপ নম্বর এর মাধ্যমে ইলেকট্রিসিটি বিল দেখা ও বিলের কপিও ডাউনলোড করতে পারবেন। আবার বিল দেখার পাশাপাশি বিল পেমেন্ট করার সুবিধাও পাবেন গ্রাহক। এছাড়াও থাকছে, পেমেন্ট রসিদ ডাউনলোড করার সুবিধা।
কৃষকদের ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছে রাজ্য সরকার! কবে থেকে, কিভাবে পাবেন জেনে নিন
এছাড়া, করা যাবে ‘নো পাওয়ার’ কল। যদি কোন নতুন গ্রাহক কানেকশন নিতে চান, তবে আবেদন করারও সুযোগ মিলবে। জেনে নেওয়া যাবে নতুন কানেকশন কোটেশনের পরিমাণ। তবে সব থেকে ভালো বিষয় হল নম্বরের মাধ্যমে আপনি বিদ্যুৎ বাঁচানোর একাধিক পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। শুধু তাই নয়, সকল গ্রাহকরা প্রিপেড ভাউচার রিচার্জ করতে পারবেন এর মাধ্যমে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগে থেকেই হোয়াটসঅ্যাপ নম্বরে পরিষেবা দেয় সিইএসসি। সেই আদলে পুনরায় পরিষেবা দিতে Whatsapp নম্বর ৮৪৩৩৭১৯১২১ (8433719121) চালু করে দিল WBSEDCL. এই নম্বরের মাধ্যমে গ্রাহকরা একাধিক সুবিধা পাবেন। এরএবং দ্বারা উপকৃত হবেন সকলে। সাধারণএই মানুষের ঝক্কি অনেক কমবে, তাই পুজোর আগে এই পদক্ষেপ সাধারণ মানুষের মুখে হাসি ফুটল।