Railway Recruitment – 19,900/- বেতন সহ HS পাশে ভারতীয় রেল বিভাগে 9 হাজারেও বেশি শূন্যপদে চাকরির সুযোগ।
যে সমস্ত চাকরি প্রার্থীরা ইতিমধ্যে একটি সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর। ভারতীয় রেলে (Railway Recruitment) ৯০০০ এর বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রকাশিত হলো নতুন বিজ্ঞপ্তি। সামনেই লোকসভা নির্বাচন আর একের পর এক চাকরির খবর নিয়ে আসছে রাজ্য ও কেন্দ্র সরকার। যদিও বর্তমানে সরকারি চাকরি পরীক্ষা ও নিয়োগ নিয়ে যে দুর্নীতির খবর শোনা যাচ্ছে তাতে বেশিরভাগ চাকরি প্রার্থীর সরকারি চাকরির প্রতি আস্তা উঠে গেছে।
Indian Railway Recruitment 2024 Apply Online
তবুও যখন কোনো চাকরির পরীক্ষার খবর প্রকাশ্য আসে তখন নতুন করে আশা জাগে চাকরি প্রার্থীদের। আপনি যদি রেলওয়ে (Railway Recruitment) কোনো বিভাগের জন্য চাকরির আশা নিয়ে থাকেন তাহলে এই খবরটি আপনার জন্য। আজকের প্রতিবেদনে জানাব চাকরি সংক্রান্ত খুঁটিনাটি বিষয়।
সম্প্রতি সামনে এসেছে ভারতীয় Railway Recruitment বা রেলের চাকরির বিজ্ঞপ্তি। কোন কোন পদে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। মোট কত শূন্যপদ রয়েছে! বেতন কী দেওয়া হচ্ছে? বয়স সীমা কী রয়েছে? আবেদন ফি রয়েছে? সবটাই দেখে নেওয়া হবে আজকের এই প্রতিবেদনে।
- পদের নাম ও শূন্যপদ
- বয়স সীমা ও আবেদন ফিস
- শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন
- নিয়োগ পদ্ধতি
- আবেদন পদ্ধতি
পদের নাম ও শূন্যপদ
উক্ত এই Railway Recruitment বা রেলে চাকরি প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেগুলি হল – টিকিট কালেক্টর, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। এবং এই নিয়োগে মোট শূন্যপদ থাকবে ৯০০০ এর বেশি।
বয়স সীমা ও আবেদন ফিস
ভারতীয় রেল বিভাগে চাকরি বা Railway Recruitment এর উক্ত পদ গুলোতে আবেদনের জন্য আবেদনকারীকে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত বয়স হতে হবে। এছাড়া জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস শ্রেণীভুক্তদের জন্য ৫০০ টাকা আবেদন ফিস লাগবে এবং যারা রয়েছেন এসসি, এসটি এবং মহিলা চাকরিপ্রার্থী তাদের জন্য আবেদন ফি রাখা হয়েছে মাত্র ২৫০ টাকা।
রাজ্যের জেলায় জেলায় BDO অফিসে কর্মী নিয়োগ। DEO বা ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরির সুযোগ।
শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন
আবেদনকারীকে উচ্চমাধ্যমিক তথা HS পাশ করতে হবে। পদ অনুযায়ী মাসিক বেতন ভিন্ন। চাকরি প্রার্থীর ন্যূনতম মাসিক বেতন ১৯,৯০০ টাকা এবং সর্বোচ্চ মাসিক বেতন হবে ১,১২,৪০০ টাকা। এর সঙ্গে রয়েছে DA, HRA, MAA ইত্যাদি সুবিধা।
নিয়োগ পদ্ধতি
Railway Recruitment বা রেল বিভাগে নিয়োগ করা হবে পাঁচটি পদ্ধতিতে। এইগুলো হলো সি বি টি ওয়ান, সি বি টি টু, টাইপিং, ডিভি, মেডিকেল সিবিটি ওয়ান পরীক্ষায় মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে এবং সময় থাকবে ৯০ মিনিট।
সি বি টি টু এর পরীক্ষায় মোট প্রশ্ন থাকবে ১২০ টি এবং সময় থাকবে ৯০ মিনিট এক্ষেত্রেও রয়েছে নেগেটিভ মার্কিং। টাইপিং টেস্ট এর ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে প্রতি মিনিটে ইংলিশ ৩০টি ওয়ার্ড টাইপ করে দেখাতে হবে। হিন্দির ক্ষেত্রে প্রতি মিনিটে ২৫টি ওয়ার্ড টাইপ করার দক্ষতা রাখতে হবে।
নতুন করে ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। সরকারি চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ।
আবেদন পদ্ধতি
ভারতীয় রেল বিভাগে বা Railway Recruitment এ আবেদনকারীদের ইন্ডিয়ান রেলওয়ের এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে ফ্রম ফিলাপ করে নথি আপলোড করে টাকা জমা করতে হবে। টাকা জমার স্লিপ ও ফ্রম এর প্রিন্ট আউট বের করে নিজের কাছে রাখতে হবে। পরীক্ষা সংক্রান্ত আরও তথ্য জানতে রেলের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।