WB HS Result 2022 – হাতে মাত্র 2 দিন, জানুন মোবাইল থেকে কিভাবে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখবেন।
WB HS Result 2022 – তৎক্ষণাৎ রেজাল্ট জানার সবচেয়ে সহজ উপায় কি জানেন?
চলতি বছরের গত ২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা (WB HS Result 2022) শুরু হয়েছিলো এবং চলেছিল গত ২৭ এপ্রিল পর্যন্ত। অতিমারী পরিস্থিতির জন্য প্রথমবার হোম সেন্টারে পরীক্ষার আয়োজন করা হয়েছিল। তবে এবার পালা পরীক্ষার ফলাফলের। আগামী ১০ জুন প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল।
এবছর হোম সেন্টারে উচ্চমাধ্যমিক পরীক্ষা (WB HS Result 2022) নেওয়া হলেও পরীক্ষার্থী থেকে শিক্ষক সকলের জন্যই নির্দিষ্ট বিধিনিষেধ তৈরি করা হয়েছিল। গরমে পরীক্ষার্থীরা যাতে অসুস্থ না হয়ে পরে তার জন্য পরীক্ষাকেন্দ্রে ORS এবং পানীয় জল রাখার ব্যবস্থা করা হয়েছিল। সাথে চিকিৎসার এবং বিদ্যুতের দিকেও খেয়াল রাখা হয়েছিল। মোটের ওপর বলা যায় সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
এবছর মোট ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থীর নাম নথিভুক্ত করা হয়েছিল। আগামী ১০ জুন সকাল ১১ টায় রবীন্দ্র মিলন মঞ্চে সাংবাদিক বৈঠকের মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষার (WB HS Result 2022) ফলাফল ঘোষণা করা হবে। তারপরেই সকাল ১১: ৩০ নাগাদ পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারবেন।
মোবাইল বা ডেস্কটপে ইন্টারনেটের মাধ্যমে যে যে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানা যাবে- (WB HS Result 2022)
১) https://wbresults.nic.in/
২) https://exametc.com/
৩) https://m.jagranjosh.com/
৪) https://www.results.shiksha/
৫) https://technoindiagroup.com/
৬) http://abpananda.abplive.in/
৭) http://news18bangla.com
৮) http://abpeducation.com/
৯) http://bangle.hindustantimes.com/
১০) http://indiatoday.in/education
এগুলোর মধ্যে https://wbresults.nic.in এর মাধ্যমে যেভাবে জানা যাবে ফলাফল তা হলো- (WB HS Result 2022)
১) মোবাইল ফোন, কম্পিউটার কিংবা অন্যান্য যে কোন ডিভাইস থেকে সার্চিং ব্রাউজার ওপেন করে টাইপ করতে হবে www.wbresults.nic.in
২) তারপর ‘Enter Your Registration No.’ এর জায়গায় পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বরটি লিখতে হবে।
৩) তারপর ‘Submit’ বাটনে ক্লিক করলেই জানা যাবে রেজাল্ট।
ভারতীয় টাকায় গান্ধিজীর বদলে এবার রবীন্দ্রনাথ ও কালামের ছবি, কি জানালো রিজার্ভ ব্যাংক?
এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমেও জানা যাবে ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় প্রকাশ হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল। আগামী ১০ জুন এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার সম্পর্কে জানা যাবে।
ফলাফল সংক্রান্ত অন্যান্য নতুন খবরের আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটিতে চোখ রাখতে ভুলবেন না। পাশাপাশি নিত্যনতুন অন্যান্য খবরের আপডেট পেতে হলে ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি।
Written by Manisha Basak.
LPG সিলিন্ডার নিয়ে নতুন পদক্ষেপ কেন্দ্রের, তবে কি এবার স্বস্তি পেতে চলেছে সাধারন মানুষ!