Pan Card Status

Pan Card Status – আর হবে 10,000 টাকার জরিমানা।

অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড (Pan Card Status) ভারতীয় নাগরিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। তবে শুধুমাত্র অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে নয় একজন ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় পত্র হিসেবে ব্যবহার করা হয় এই প্যান কার্ড। তাই যদি প্যান কার্ড সংক্রান্ত কোনো সমস্যা ভোগ করে থাকেন এবং সেই সমস্যার সমাধান না করেন তবে বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট। এমনকি দিতে হতে পারে জরিমানাও।

Advertisement

জরিমানার কারন কী?
সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই আর্থিক লেনদেন কিংবা অফিশিয়াল কোন কাজে প্রয়োজন হয় প্যান কার্ডের (Pan Card Status)। অনেকক্ষেত্রে দেখা যায় কোন কোন ব্যক্তির একের অধিক প্যান কার্ড থাকে। যদি কোন কারণে একজন ব্যক্তির কাছে দুটি প্যান কার্ড থেকে থাকে তবে সেটি সারেন্ডার করতে বলছে সরকার।

জরিমানার পরিমাণ কত?
একের অধিক প্যান কার্ড থাকলে যদি সেটি সারেন্ডার না করা হয় সেক্ষেত্রে ব্যক্তির হতে পারে ১০ হাজার টাকার জরিমানা (Pan Card Status)। তবে এটি শুধুমাত্র মুখের কথা নয়। ১৯৬১ সালের আয়কর আইনের ২৭২বি ধারায় বলা হয়েছে, কোন ব্যক্তির দুটি প্যান কার্ড থাকলে তাকে ১০,০০০ টাকা জরিমানা করা হবে।

Ads

জুলাই মাসে 14 দিন ব্যাংক বন্ধ, ব্যাংকে যাওয়ার আগে দেখুন ছুটির তালিকা

প্যান কার্ড সারেন্ডার কি করে করবেন?
১) ব্যক্তিকে প্রথমে আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এখান থেকে সাধারণ ফর্ম ডাউনলোড করতে হবে।
৩) ফর্মটি ডাউনলোড করার পর নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে নতুন প্যান কার্ডের অনুরোধ বা প্যান ডেটাতে পরিবর্তন বা সংশোধন করা যাবে। (Pan Card Status)
৪) অনলাইনে লিঙ্কে ক্লিক করা ছাড়াও ডাউনলোড করা ফর্মটি পূরণ করে যেকোনও NSDL অফিসে জমা করার মাধ্যমে সংশোধন করা যাবে।
৫) তবে ফর্ম জমা দেওয়ার সময় আরেকটি প্যান কার্ড জমা দিতে হবে।

Advertisement

প্রতিদিন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

Advertisement

কেন্দ্রের সিদ্ধান্তে আরো দুটি সরকারী ব্যাংক এবার বেসরকারী হচ্ছে, দেখে নিন আপনারও অ্যাকাউন্ট আছে কিনা

মাত্র 300 টাকা দিয়ে ব্যবসা শুরু করে প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব, কিভাবে?

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *