Ration Card – চলতি মাসে রেশনে একাধিক দ্রব্য পাবে সবাই? কী কী জিনিস মিলবে? জেনে নিন
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো রেশনিং ব্যবস্থা (Ration Card). দেশের নিম্ন, দরিদ্র, মধ্যবিত্ত পরিবারের মানুষদের দুবেলা অন্য সংস্থানের জন্য এই প্রকল্প একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। আমাদের দেশের এখনো অনেক শতাংশ মানুষই তেমন রুজি রোজগার নেই যার জন্য তাদের দুবেলা অন্ন সংস্থানের জন্য হিমশিম খেতে হয়।
New Update for Ration Card Items in June Months
তাদের কাছে এই রেশন সামগ্রী পাওয়া অনেকটাই আর্থিক সহায়তা দান করে। ক্যাটাগরি অনুযায়ী Ration Card বা রেশন কার্ড দু ধরনের হয় একটি বিপিএল ও একটি এ পি এল এছাড়াও একটি কার্ড হয় যার নাম অন্নপূর্ণা যেটি একদম নিম্নবিত্তদের জন্য। ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ড ভিত্তিক খাদ্যদ্রব্য এর পরিমানও ভিন্ন হয়।
করোনা সময় থেকে এখনো অব্দি কেন্দ্রীয় সরকার ফি রেশনিং ব্যবস্থা চালু করেছেন। যার মাধ্যমে দেশের অনেকাংশ মানুষ অনেকটাই উপকৃত হচ্ছেন। ইতিমধ্যে লোকসভা ভোটের ফল প্রকাশিত হয়ে গিয়েছে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (Ration Card).
যার মাধ্যমে বলা হচ্ছে জুন মাসের রেশন থেকে আরও অতিরিক্ত কিছু খাদ্য সামগ্রী পাওয়া যাবে। কি কি খাদ্য সম্পর্কে পাওয়া যাবে জুন মাসের রেশন থেকে? এই সম্পর্কিত তথ্য এখানে তুলে ধরা হলো। প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন (Ration Card).
এমনিতে প্রত্যেক মাসের রেশন থেকে চাল গম ইত্যাদি পাওয়া যায়। জুন মাসের এখান থেকে আরো অতিরিক্ত কি কি পাওয়া যাবে? ক্যাটাগরি ভিত্তিক খাদ্য দলের পরিমাণ তো ভিন্ন হবে তবে কোন কোন কার্যকরীর কার্ডে কি কি দ্রব্য পাওয়া যাচ্ছে তার একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলো (Ration Card).
AAY কার্ডের জন্য নির্ধারিত দ্রব্যসামগ্রী
অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড -এর আওতাধীন প্রতিটি পরিবার এই জুন মাসের রেশন থেকে ২১ কেজি করে চাল এবং ১৪ কেজি করে গম অথবা ১৩.৩ কেজি আটা পাবেন। এক্ষেত্রে চাল ও গমের পাশাপাশি AAY কার্ডের আওতাধীন পরিবারগুলি চিনিও পাবেন, তবে নির্দিষ্ট মূল্যের চেয়ে অনেক কম দামের বিনিময়ে তাদের চিনি কিনে নিতে হবে।
PHH কার্ডের জন্য নির্ধারিত দ্রব্যসামগ্রী
যেসমস্ত নাগরিকদের PHH রেশন কার্ড তথা Ration Card রয়েছে তারা এই জুন মাসে মাথাপিছু ৩ কেজি করে চাল পাবেন। এর পাশাপাশি ২ কেজি করে গম অথবা ১.৯ কেজি করে আটা পাবেন।
সাবধান! আপনিও বঞ্চিত হতে পারেন রেশন ব্যবস্থা থেকে। কাদের মিলবে না এই সুবিধা? বিস্তারিত জানুন
SPHH কার্ডের জন্য নির্ধারিত দ্রব্যসামগ্রী
পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী, SPHH কার্ডধারী নাগরিকরা এই জুন মাসে মাথাপিছু ৩ কেজি করে চাল পাবেন। এর পাশাপাশি মাথাপিছু ২ কেজি করে গম অথবা ১.৯ কেজি করে আটা পাবেন।
RKSY I কার্ডের জন্য নির্ধারিত দ্রব্যসামগ্রী
RKSY I কার্ডের আওতাধীন নাগরিকরা মাথাপিছু ৫ কেজি করে চাল পাবেন।
RKSY II কার্ডের জন্য নির্ধারিত দ্রব্যসামগ্রী
পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের তালিকা অনুযায়ী, RKSY II কার্ডের আওতাভুক্ত নাগরিকরা এই চলতি মাসে মাথাপিছু ২ কেজি করে চাল পাবেন। অর্থাৎ জুন মাসে প্রত্যেক ক্যাটাগরির কার্ডের জন্যই রয়েছে অতিরিক্ত খাদ্য সামগ্রী। এই অতিরিক্ত খাদ্যদ্রব্য দেওয়ার ফলে দেশের নিম্ন মধ্যবিত্ত মানুষেরা আরো বেশি উপকৃত হতে চলেছেন।
পশ্চিমবঙ্গের অজস্র রেশন কার্ড বাতিল! তালিকা দেখুন ও Ration Card বাঁচাতে চাইলে আজই এই কাজ করুন।
বিশেষ করে প্রধান খাদ্যদ্রব্য চাল যেটা রেশন থেকে ফ্রিতে পাওয়ার ফলে নিম্ন মধ্যবিত্ত মানুষদের মূল খাদ্যদ্রব্যের জোগানের চিন্তাটা প্রায় নেই বললেই চলে। কেন্দ্রীয় সরকারের এই ফ্রী রেশনিং ব্যবস্থা দেশের নিম্ন মধ্যবিত্ত মানুষদের আর্থিক সহায়তার পাশাপাশি খাদ্যদ্রব্যের জোগান অপরিসীম গুরুত্ব পেয়েছে।