Pension Scheme যা অবসরকালীন সময়ে মানুষের একমাত্র ভরসা। সারাজীবন চাকুরিজীবীদের তাদের বেতনের থেকে একটু একটু করে টাকা কেটে নিয়ে পেনশনের জন্য সঞ্চয় করা হয়। অকাল বার্ধক্যের সময় এই টাকা দিয়েই তারা জীবন যাপন করেন। এখন বিষয় হচ্ছে কিভাবে এই পেনশনের টাকাকে বৃদ্ধি করা যায়। যাতে আপনারা পরে অনেকটা টাকা পেতে পারেন। চাকরির মেয়াদ শেষ হলেই মানুষের চিন্তা হতে থাকে বয়স কালে তারা পেনশনের ওপর ভরসা করে কিভাবে দিন চালাবেন।
Pension Scheme Tricks to Get 1 Lakh Per Month
সাধারণ Pension Scheme থেকে খুব বেশি পরিমাণ টাকা পাওয়া যায় না। আর যে পরিমাণ টাকা পাওয়া যায় তাতে ঝাঁ চকচকে জীবন যাপন সম্ভব নয়। তাই আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা এমন একটি ট্রিকস এর কথা বলব যেখান থেকে আপনারা চাইলে ১ লাখ টাকা মাসিক পেনশন পেতে পারেন।
এমন এক বিনিয়োগ সংস্থা যেখানে আপনারা বিনিয়োগ করতে থাকলে মাসিক ১ লাখ টাকা অনায়াসেই উপভোগ করতে পারবেন।
এই সিস্টেমটির নাম হলো এনপিএস বা ন্যাশনাল Pension Scheme. দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে এই স্কিমটিকে সেরা স্কিমের মধ্যে ধরা হয়। এই স্কিমে গ্রাহকদের সর্বোত্তম স্বার্থের জন্য সম্পদ এবং তহবিলের যত্ন নেওয়া হয়। কোনো ব্যাক্তি যদি কম বয়স থেকেই এই স্কিমের অধীনে টাকা জমা করতে শুরু করেন তবে খুব বেশি চাপ না গ্রহণ করে অল্প অল্প টাকার বিনিয়মে অবসরে এক লাখ টাকা মাসিক পেনশন পেতে পারেন।
শুরু প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা আবেদন 2024। এইভাবে আবেদন করলেই পাবেন 12000 টাকা।
কিন্তু কোনো ব্যাক্তি যদি অধিক বয়সে গিয়ে এখানে টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে সময় স্বল্পতার জন্য তাকে মাসিক বেশি টাকা বিনিয়োগ করতে হবে। এখানে ধরা যাক কোনো ব্যাক্তি তার ৪০ বছর বয়সে এসে মনে করলে এনপিএস স্কিমে বিনিয়োগ করবেন। এবং তার অবসরের বয়স ৬০ বছর। অর্থাৎ সেই ব্যাক্তি বিনিয়োগ করার জন্য হাতে পাচ্ছেন আর ২০ বছর। এখানে ১ লাখ টাকা মাসিক পেনশন পেতে গেলে সেই ব্যাক্তিকে মাসিক ৬৬ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে।
২০ বছর পর বিনিয়োগের পরিমাণ গিয়ে দাঁড়াবে ১.৫৮ কোটি টাকা। বছরে ১০ শতাংশ সুদ পেয়ে টাকার অংক হবে ৩.৪৬ কোটি টাকা। অর্থাৎ মোট টাকা হবে ৫.০৫ কোটি টাকা। এখন থেকে মেয়াদ পূর্তির পর আপনারা প্রতি মাসে মাসে টাকা নিতে পারেন। অথবা জমাকৃত টাকার ৬০ শতাংশ তুলে নয় পারেন। সেখান থেকে ৪০ শতাংশ মাসে আপনাকে প্রদান করা হবে। ৫.০৫ কোটি টাকার মধ্যে ব্যাক্তি ৬০ শতাংশ অর্থাৎ ৩.০৩ কোটি টাকা তুলে নিলেও আর ৪০ শতাংশ মানে ২.০২ কোটি টাকা ফান্ডে থাকবে।
এই Pension Scheme এ শুধুমাত্র সরকারি কর্মীরাই নন বেসরকারি সংস্থার যেকোনো কর্মীরাই টাকা বিনিয়োগ করতে পারবেন। সুতরাং আর দেরি না করে নিজেদের ভবিষ্যতের কথা ভেবে খুব শীঘ্রই এখানে বিনিয়োগ করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ স্কিম, চাকরি, নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন এবং ফলো করুন
Written by Sathi Roy.