Agneepath Scheme Apply Online 2022

Agneepath Scheme Apply Online 2022 – জানুন কোথায়, কবে আয়োজন করা হচ্ছে র‍্যালির।

বিজ্ঞপ্তি প্রকাশের পর এবার শুরু হয়ে গেলো অগ্নিপথ প্রকল্পের (Agneepath Scheme Apply Online 2022) মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের প্রস্তুতি। প্রথাগতভাবে র‍্যালির মাধ্যমে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের সকল জেলা থেকেই যোগ দেওয়া যাবে এই র‍্যালিতে। নিচে র‍্যালির বিস্তারিত বর্ণনাসহ পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হল।

কোথায় কতগুলি র‍্যালি হবে?
১) বারাকপুর আর্মি র‍্যালি ২০২২- এই র‍্যালিতে উত্তর ২৪ পরগণা, হুগলী, বাঁকুড়া, পুরুলিয়া জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। (Agneepath Scheme Apply Online 2022)
র‍্যালির তারিখ- আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত।
২) বহরমপুর আর্মি র‍্যালি ২০২২- এই র‍্যালিতে পূর্ব বধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
র‍্যালির তারিখ- আগামী ১৬ নভেম্বর থেকে ২৪ নভেম্বর, ২০২২ পর্যন্ত।

৩) শিলিগুড়ি আর্মি র‍্যালি ২০২২- এই র‍্যালিতে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কালিংপং জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। (Agneepath Scheme Apply Online 2022)
র‍্যালির তারিখ- আগামী ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত।
৪) কলকাতা আর্মি র‍্যালি ২০২২- এই র‍্যালিতে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, হাওড়া জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
র‍্যালির তারিখ- আগামী ১০ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত।

৫) শিলিগুড়ি (সিকিম) আর্মি র‍্যালি ২০২২- এই র‍্যালিতে পূর্ব ও পশ্চিম সিকিম, উত্তর ও দক্ষিণ সিকিম জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
র‍্যালির তারিখ- আগামী ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত।
চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি শিক্ষাগত যোগ্যতায় কোন কোন পদে নিয়োগ করা হবে অগ্নিবীর। (Agneepath Scheme Apply Online 2022)

১) নিয়োগ পদের নাম- Agniveer (General Deputy) (All Arms)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ কড়া হতে হবে। তবে মাধ্যমিকে মোট ৪৫ শতাংশ নম্বর এবং প্রতি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। (Agneepath Scheme Apply Online 2022)
২) নিয়োগ পদের নাম- Agniveer (Tech)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পাস করা করতে হবে এবং উচ্চমাধ্যমিকে মোট ৫০ শতাংশ নম্বর পাওয়ার পাশাপাশি পদার্থবিদ্যা, রসায়ন বিভাগ, অংক ও ইংরেজিতে ৪০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।

চাকরী গেল আরো ৩৫০ জন প্রাথমিক শিক্ষকের, লিস্ট আরো বাড়বে, জানালো হাইকোর্ট

৩) নিয়োগ পদের নাম- Agniveer Tech (Avn & Amn Examiner)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পাস করা করতে হবে এবং উচ্চমাধ্যমিকে মোট ৫০ শতাংশ নম্বর পাওয়ার পাশাপাশি পদার্থবিদ্যা, রসায়ন বিভাগ, অংক ও ইংরেজিতে ৪০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। (Agneepath Scheme Apply Online 2022)
৪) নিয়োগ পদের নাম- Agniveer Clerk/ Store Keeper Technical (All Arms)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- ইচ্ছুক আবেদনকারীকে অবশ্যই ৬০ শতাংশ নম্বরসহ উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ ও বাণিজ্যিক বিভাগে পাশ করে থাকতে হবে।

৫) নিয়োগ পদের নাম- Agniveer Tradesmen (All Arms) 10th Pass
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- যে কোন শাখায় মাধ্যমিক পাশ করা প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন। (Agneepath Scheme Apply Online 2022)
৬) নিয়োগ পদের নাম- Agniveer (All Arms) 8th Pass
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- ইচ্ছুক আবেদনকারীদের অষ্টম শ্রেণী পাস করা হতে হবে।

উপরের সমস্ত পদে আবেদনের বয়সসীমা- উপরে আলোচিত সমস্ত পদে আবেদন আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে সাড়ে ১৭ বছর থেকে ২৩ বছরের মধ্যে।
বেতন কাঠামো- চাকরিতে নিয়োগের পর সকল চাকরিপ্রার্থীদের যে কাঠামোতে বেতন দেওয়া হবে, (Agneepath Scheme Apply Online 2022)
ক) প্রথম বছর প্রতি মাসে ৩০,০০০ টাকা।
খ) দ্বিতীয় বছর প্রতি মাসে ৩৩,০০০ টাকা।
গ) তৃতীয় বছর প্রতি মাসে ৩৬,০০০ টাকা।
ঘ) চতুর্থ বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা।
তাছাড়াও থাকছে অন্যান্য অনেক সুযোগ-সুবিধা।

60% নম্বর পেলেই পড়াশোনার জন্য 50 হাজার টাকা স্কলারশিপ পাবেন, অনলাইনে আবেদন করুন

আবেদনকারীর ওজন এবং উচ্চতা- সেনাবাহিনীর পুরনো নিয়ম অনুযায়ী তা নির্ধারিত হবে।
ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা-
Group A– আবেদনকারীরা ১৬০০ মিটার দৌড় ৫ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করলে পাবেন ৬০ নম্বর। ১০ টি Pull Ups করলে আরো ৪০ নম্বর দেওয়া হবে। (Agneepath Scheme Apply Online 2022)
Group B– আবেদনকারীরা ১৬০০ মিটার দৌড় ৫ মিনিট ৩১ সেকেন্ড থেকে ৫ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করলে পাবেন ৪৮ নম্বর। ৯ টি Pull Ups করলে ৩৩, ৮ টি Pull Ups করলে ২৭, ৭টি Pull Ups করলে ২১ এবং ৬ টি Pull Ups করলে ১৬ নম্বর প্রদান করা হবে।
এরপর পরবর্তী ধাপে মেডিকেল টেস্ট ও লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র- (Agneepath Scheme Apply Online 2022)
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
২) বয়সের প্রমাণপত্র।
৩) স্থায়ী বাসিন্দা হিসেবে সার্টিফিকেট।
৪) জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
৫) রিজিওনাল সার্টিফিকেট।
৬) স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট।
৭) ক্যারেক্টার সার্টিফিকেট। (পঞ্চায়েত অফিস অথবা মিউনিসিপ্যালিটি অথবা মিউনিসিপাল কর্পোরেশন অফিস থেকে আনতে হবে)।

৮) অবিবাহিত সার্টিফিকেট। (পঞ্চায়েত অফিস অথবা মিউনিসিপ্যালিটি অথবা মিউনিসিপাল কর্পোরেশন অফিস থেকে আনতে হবে)।
৯) রিলেশনশিপ সার্টিফিকেট। (Agneepath Scheme Apply Online 2022)
১০) NCC সার্টিফিকেট (যদি থাকে)।
১১) স্পোর্ট সার্টিফিকেট যদি থাকে।
১২) ২০ কপি পাসপোর্ট সাইজ কালার ছবি।

চাকরিতে আবেদনের পদ্ধতি- যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। এরজন্য প্রথমে www.joinindianarmy.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। (Agneepath Scheme Apply Online 2022)
বারাকপুর আর্মি রিক্রুটমেন্টের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৫ জুলাই থেকে এবং চলবে আগামী ৩ আগস্ট পর্যন্ত। বাকিগুলির ক্ষেত্রে এখনও শুরু হয়নি রেজিস্ট্রেশন। বাকিগুলির ক্ষেত্রে রেজিস্ট্রেশন কবে হবে জানতে অবশ্যই চোখ রাখুন www.joinindianarmy.nic.in এর প্রতি। র‍্যালি শুরু হওয়ার এক সপ্তাহ আগে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড। র‍্যালিতে যোগদানের সময় অবশ্যই এটি সঙ্গে নিয়ে যেতে হবে।

Official Notification
Apply Now

প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

নবোদয় বিদ্যালয়ে প্রায় 600 টি শুন্যপদে শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি