Ration Shop Job Ration Dealer Apply (রেশন ডিলার নিয়োগ)

Ration Shop Job – কিভাবে নেবেন রেশন ডিলারশিপ, পুরো প্রক্রিয়া দেখে নিন।

নিজের এলাকায় থেকেই দুর্দান্ত লাভজনক একটি ব্যবসা (Ration Shop Job) করার সুযোগ রয়েছে। যেখানে আপনি সরকারের সঙ্গে যুক্ত হয়ে এই ব্যবসাটি শুরু করতে পারবেন‌। এর জন্য সরকারি নিয়ম অনুযায়ী লাইসেন্স (License) নিতে হবে। তবেই এই ব্যবসা আপনি করতে পারবেন। তবে এই মুহূর্তে ব্যবসাটি যথেষ্ট লাভজনক।

ব্যবসাটি সম্বন্ধে সকলেই জানেন, কিন্তু কিভাবে শুরু করতে হয়, তার পুরো প্রক্রিয়া নিয়ম-কানুন কি, তা অধিকাংশ মানুষই জানেন না। ব্যবসাটি হল রেশন শপ খোলা (Ration Dealership)
যেখানে বসবাস করেন সেই এলাকার মধ্যেই আপনি রেশন শপ (Ration Shop) খুলতে পারেন। আর একবার খুলতে পারলেই, প্রত্যেক গ্রাহকের কাছ থকে একটা শতাংশ লাভ আপনি পাবেন। আর কেবলমাত্র এই ব্যবসায় গ্রাহক খোজার প্রয়োজন হয়না, গ্রাহকেরা আপনাকে খুঁজে নেবে।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme)

তবে এই ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া দরকার। রেশন ডিলারশিপ নেওয়ার জন্য কোন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সেই সম্বন্ধে এখানে আলোচনা করা হবে। প্রথমেই দেখে নেওয়া যাক, কারা Ration ডিলারশিপের জন্য আবেদন করতে পারবেন:

Ration Shop Job Ration Dealer Apply

সংশ্লিষ্ট মহকুমার স্থায়ী বাসিন্দা হতে হবে।
সমবায় সমিতি।
সেল্ফ হেল্প গ্রুপ।
রেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম।
যেকোনো ব্যক্তি বা গ্রুপ রেশন ডিলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

রেশন ডিলারশিপের আবেদন ফি কত:

রেশন ডিলারশিপের জন্য ১ হাজার টাকা আবেদন ফি অনলাইনে পোর্টালে গিয়ে জমা করতে হবে।
কিভাবে আবেদন করবেন (How to Apply for Ration Dealership):
রেশন ডিলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রেwww.food.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।
এছাড়াও অফলাইনের মাধ্যমে খাদ্য এবং সরবরাহ দপ্তরের স্থানীয় অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।

আরও পড়ুন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে আয় করুন বার্ষিক 7 লক্ষ টাকা পর্যন্ত। সুবর্ণ সুযোগ।

কি কি ডকুমেন্টস লাগবে?

রেশন ডিলারশিপ এর আবেদনের জন্য কি কি নথির প্রয়োজন (Required Documents):
আবেদন ফি জমা দেওয়ার প্রমাণ।
আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড
ডিলারশিপ এর জন্য আর্থিক বিনিয়োগ করতে সক্ষম তার প্রমাণ।
৩ বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন এর ফটোকপি।
আবেদন করার সময় অডিট রিপোর্টের ফটোকপি।
Residential Proof
Educational Qualification Proof
বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড।

আরও পড়ুন, 1000 টাকার নোট নতুন রূপে ফিরিয়ে আনা হচ্ছে