SBI India

SBI India এর এই সুবিধা পেতে কি নিয়ম মানতে হবে?

ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি হল সঞ্চয় (SBI India)। সেই কারণেই সাধারণ মানুষ ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের সেভিংস একাউন্টে বা FD তে টাকা সঞ্চয় করে থাকেন। এক্ষেত্রে দেশের অন্যতম ব্যাঙ্ক SBI তার গ্রাহকদের বিভিন্ন সময়ে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করে এসেছে। এবার এসবিআই এর নয়া উদ্যোগ।

কি বিশেষ উদ্যোগ?
ভারতের অপ্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য বিশেষ সুবিধা প্রদান করবে SBI India. সেই মতো এবার ১৮ বছরের কমবয়সী নাগরিকেরা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে অ্যাকাউন্টটি অভিভাবকের সঙ্গে যৌথভাবে খুলতে হবে। সেখানে শুধুমাত্র সন্তানের নাম থাকলে চলবে না।

IRCTC Train এ যাত্রীদের বিনামূল্যে খাবার দেওয়ার ব্যবস্থা করল

এছাড়াও এই সেভিংস অ্যাকাউন্টকে দুটি বিভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম বিভাগটি হল পেহলা কদম ও দ্বিতীয়টি হল পেহলি উড়ান। এই দুটি সেভিংস অ্যাকাউন্ট,অ্যাকাউন্ট হোল্ডারেরা বাড়িতে বসেই SBI মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ বা YONO থেকে খুলতে পারবেন। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখা নিয়ে অসুবিধা থাকবে না। পাশাপাশি নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধাও পাওয়া যাবে।

চালু হল শাহরুখ খান স্কলারশিপ, আবেদন করলেই মিলবে পড়াশোনার সব খরচ ও নগদ টাকা

অন্যান্য সুবিধা-
পেহলা কদম ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট নাবালকদের অভিভাবকের সঙ্গে যৌথভাবে খুলতে হবে। এই অ্যাকাউন্ট খোলার সময় মোবাইল নম্বর দেওয়ার আবশ্যক। তাছাড়া অ্যাকাউন্টটি নাবালক ছাড়াও অভিভাবকরা আলাদাভাবে পরিচালনা করতে পারবেন। এখানে একটি ডেবিট কার্ড ইস্যু করলে ৫,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে। সাথে ২,০০০ টাকার মোবাইল ব্যাঙ্কিং লেনদেনের অনুমতি মিলবে।

SBI-এর এই সেভিংস অ্যাকাউন্টের জন্য একটি চেক বইও পাওয়া যাবে। বইতে ১০টি চেক থাকবে। এই চেক বই অভিভাবকের নামে ইস্যু করা হবে।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

বদলে গেল সমস্ত ধরনের পিএফ এর নিয়ম, সময় থাকলে দেখুন