Gold Price – সোনা ও রুপোর দাম আকাশ ছোঁয়া! কলকাতা বাজারে আজকে কত দাম? দেখুন

সোনা এমন এক ধাতু যেটা নারী বা পুরুষের অলংকার (Gold Price) হিসেবেই নয়, ভবিষ্যতের সম্পদ হিসেবেও খুবই প্রয়োজনীয়। বিয়ে, অন্নপ্রাশন বা কোনো শুভ অনুষ্ঠানে সোনার অলংকার দেওয়ার রীতি রয়েছে। তবে সোনায় হাত দিতে অনেকেই ভয় পান। দিন প্রতিদিন যেভাবে সোনার দাম চড়চড়িয়ে বাড়ছে তাতে সাধারণ মানুষের সোনা কেনা দায় হয়ে পড়েছে।

Today 24, 22, 18 Carat Silver and Gold Price In Kolkata

বর্তমানে সোনার বাজার খুবই মন্দ চলছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের তথ্যের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। তাঁরা মনে করছেন, কর্মসংস্থানের তথ্য সামনে আসার পর মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার হ্রাস করতে পারে।

  • সোনার মূল্য বাড়ার কারণ?
  • কলকাতায় সোনার বাজার দর
  • 24 ক্যারেট সোনার দাম
  • 22 ক্যারেট সোনার দাম
  • 18 ক্যারেট সোনার দাম

সোনার মূল্য বাড়ার কারণ?

বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদে বলা হয়েছে, মূলত দুটি কারণে Gold Price বা সোনার দাম বাড়ছে। একদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মুদ্রানীতির রাশ আলগা করবে এমন খবর অনেক দিন ধরে বাজারে ঘুরে বেড়াচ্ছে এবং সেই সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে মানুষ আবারও সোনার দিকে ঝুঁকছে।

এশিয়ার বাজারে সোনার চাহিদা বেশি এবং এখন তা আরও বাড়ছে। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক নিরাপদ রিজার্ভ হিসেবে সোনা কিনছে। গত আট মাসে তারা যত সোনা বিক্রি করেছে, তার চেয়ে বেশি পরিমাণে কিনেছে। গতকাল মঙ্গলবার সোনার স্পট মূল্য শূন্য দশমিক 9 শতাংশ বেড়ে 2 হাজার 141 ডলারে উঠে যায়।

এরপর তা আবার 2 হাজার 130 ডলারে নেমে আসে। 2021 সালের ডিসেম্বর মাসে Gold Price বা সোনার দাম এযাবৎকালের সর্বোচ্চ আউন্সপ্রতি 2 হাজার 150 ডলারে উঠেছিল। গত কয়েকদিনে রেকর্ড পরিমাণে দাম বেড়েছে হলদে ধাতুর। শহর কলকাতায় 60,000 এর গণ্ডি পেরিয়ে গেল সোনা।

22 ক্যারেটের পাশাপাশি 24 ক্যারেট Gold Price বা সোনার দামও 65,000 এর গণ্ডি পার করেছে। এমন চলতে থাকলে আগামী কয়েক মাসের মধ্যে পাকা সোনার দর ছুঁতে পারে 70,000 টাকা।

কলকাতায় সোনার বাজার দর

কলকাতার বাজারে সোনার দাম বা Gold Price আকাশ ছোঁয়া। 2024 এর শেষের দিকে অথবা 2025 এর শুরুতেই হয়ত সোনার দাম বেড়ে 70,000 টাকা অবধি হতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক কলকাতা বাজারে আজকের ২৪ ক্যারেট, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম সাথে রুপোর দামই বা কত?

নারী দিবস উপলক্ষ্যে রান্নার গ্যাসের দাম কমালেন প্রধানমন্ত্রী। টানা 1 বছর সবাই পাবে এই সুবিধা।

24 ক্যারেট সোনার দাম

শহর কলকাতায় এদিন 24 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের দাম রয়েছে 65,560 টাকা। যা কিনা আগের দিনের থেকে প্রায় 430 টাকা বেশি। আগের দিন কলকাতায় 24 ক্যারেট সোনার দাম ছিল 65,130 টাকা। 24 ক্যারেট সোনার বিশুদ্ধতার পরিমাণ হল 99 শতাংশ।

22 ক্যারেট সোনার দাম

এদিন 22 ক্যারেট Gold Price বা সোনার দামও বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবারে 22 ক্যারেট সোনার দাম রয়েছে 60,100 টাকা। যা কিনা আগের দিন ছিল 59,700 টাকা। বৃহস্পতিবার এই সোনার দাম প্রতি 10 গ্রামে 400 টাকা বৃদ্ধি পেয়েছে। এই সোনার বিশুদ্ধতার পরিমাপ 91 শতাংশ।

Gold Price বা সোনার দাম

18 ক্যারেট সোনার দাম

কলকাতায় এই 18 ক্যারেট Gold Price বা সোনার দাম প্রতি 10 গ্রামে রয়েছে 49,170 টাকা। যা কিনা আগের দিন ছিল 48,840 টাকা। এদিন 18 ক্যারেট সোনার দাম প্রায় 330 টাকা বৃদ্ধি পেয়েছে। এই সোনার বিশুদ্ধতার পরিমাপ হল 75 শতাংশ।

প্রসঙ্গত, উপরে উল্লিখিত সবকটি সোনার দামই GST ছাড়া। সোনার দামে সাধারণত 3 শতাংশের GST চাপানো হয়। এছাড়াও, বসানো হয় TCS- সহ অন্য করও। পাশাপাশি সোনার গয়না বানাতে দিতে হয় মেকিং চার্জও। সোনার গয়নায় মজুরি প্রতি 10 গ্রামে হয় সাধারণত 4000 থেকে 7000 টাকা খরচ হতে পারে। একাধিক বিশেষজ্ঞ দাবি করেছেন, Gold Price বা সোনার দাম আরও বৃদ্ধি পেতে পারে।

পশ্চিমবঙ্গে এই প্রথম নতুন সরকারি ছুটি ঘোষণা। নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশ। কারা ও কবে এই ছুটি পাবে?

এমনকি 2024 সালের শেষের দিকে বা 2025 সালের শুরুর দিকে সোনার দাম 70,000 টাকা হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মনে করছেন অনেকে। এদিকে এটা বিয়ের সিজেন। অনেক মধ্যবিত্ত পরিবার রয়েছে যাদের মেয়ের বিয়েতে সোনা কিনতেই হবে। এমন Gold Price বা সোনার দাম আকাশ ছোঁয়া হতে থাকলে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button