BSK Recruitment – বাংলা সহায়ক কেন্দ্রে বিপুল কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি

বর্তমানে রাজ্যে সরকারি চাকরি (BSK Recruitment) পাওয়া যেন হাতে চাঁদ পাওয়ার মতন। যদিও পরীক্ষা হয় সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার মতন খবর কানে আসে বা ঠিক মতন নিয়োগ নেই কিংবা নিয়োগ নিয়ে দুর্নীতি খবর শোনা যায়। তবুও কোনো চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হলে বেকার পড়ুয়ারা অনেক আশা নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। যাতে তারা চাকরি পেয়ে তাদের এই বেকারত্ব দূর করতে পারে।

WB BSK Recruitment 2024 Apply Online Vacancy Details

সেই কারণে আমরা আজকে রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য নিয়ে এসেছি সুখবর। BSK Recruitment বা বাংলা সহায়ক কেন্দ্রে অনেক কর্মী নিয়োগ হচ্ছে আপনিও যদি এই মুহূর্তে একটি সরকারি চাকরির অপেক্ষায় থাকেন এই জবের জন্য আবেদন করতেই পারেন। রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদনের সুযোগ রয়েছে। জেনে নেওয়া যাক পরীক্ষা সম্পর্কিত তথ্য।

  • পদের নাম এবং শূন্যপদ
  • বয়সসীমা
  • বেতন স্কেল
  • নিয়োগ প্রক্রিয়া
  • আবেদন পদ্ধতি
  • আবেদনের সময়সীমা

পদের নাম এবং শূন্যপদ

ওয়েবেল টেকনোলজি লিমিটেডের তরফ থেকে BSK Recruitment বা বাংলা সহায়তা কেন্দ্রের হেড অফিসে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ শুরু হয়েছে। এই নিয়গে থাকছে একাধিক শূন্যপদ। যে সমস্ত পদে কর্মী নিযুক্ত করা হচ্ছে সেগুলি হলো-

  • জেনারেল ম্যানেজার
  • ডেপুটি জেনারেল ম্যানেজার
  • প্রজেক্ট ডেপুটি জেনারেল ম্যানেজার
  • ফিনান্স ডেপুটি জেনারেল ম্যানেজার
  • ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস এক্সিকিউটিভ
  • প্রজেক্ট ম্যানেজার
  • ডেপুটি প্রজেক্ট ম্যানেজার
  • প্রজেক্ট এক্সিকিউটিভ
  • নেটওয়ার্ক এক্সিকিউটিভ

বয়সসীমা

উক্ত এই BSK Recruitment বা বাংলা সহায়তা কেন্দ্রের হেড অফিসে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ৩৫ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৫৬ বছর।

বেতন স্কেল

এই BSK Recruitment বা বাংলা সহায়তা কেন্দ্রের হেড অফিসে যারা চাকরি করবেন তাদের পোস্ট অনুযায়ী বেতন স্কেল বিভিন্ন রকম রয়েছে। আপনি কোন পদে জন্য আবেদন করবেন দেখে সেই পদের জন্য বেতন কত জানতে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন।

পোস্ট অফিসে ডাক পিয়ন পদে 21 হাজার টাকা বেতনে মাধ্যমিক পাশে চাকরির সুযোগ।

নিয়োগ প্রক্রিয়া

শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই এই এই BSK Recruitment বা বাংলা সহায়তা কেন্দ্রের হেড অফিসে প্রার্থী নিয়োগ করা হবে। আবেদনের সময় প্রার্থীর দেওয়া ই মেইল আইডি তে ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা দিয়ে দেওয়া হবে। সেই তারিখ অনুযায়ী চলে যেতে হবে ইন্টারভিউ প্লেসে।

Post Office Recruitment -পোস্ট অফিসে চাকরি

আবেদন পদ্ধতি

প্রার্থীদের career@wtl.co.in ইমেইলের মাধ্যমে আবেদন জানাতে হবে। ফ্রম ফিলাপ করে নথি স্ক্যান করে পি ডি এফ বানিয়ে ইমেলের মাধ্যমে সাবমিট করতে হবে। আবেদন পত্রটি প্রিন্ট আউট বার করে নিন। ইন্টারভিউয়ের দিন এই প্রিন্ট আউট সঙ্গে নিয়ে যাবেন।

পশ্চিমবঙ্গের কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মাধ্যমিক পাশে চাকরির সুযোগ।

আবেদনের সময়সীমা

উক্ত এই এই BSK Recruitment বা বাংলা সহায়তা কেন্দ্রের হেড অফিসে চাকরির আবেদনের শেষ তারিখ ১৫ ই এপ্রিল। যদি আপনি এই জবের জন্য ইচ্ছুক থাকেন আগামীকালের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button