WB Librarian Recruitment 2022

WB Librarian Recruitment 2022 – দেখে নিন নিয়োগ পদের নাম সহ বিস্তারিত তথ্য।

পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের (WB Librarian Recruitment 2022) জন্য একটি বিরাট সুখবর। আবারো প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের গ্রুপ সি পদে লাইব্রেরীয়ান নিয়োগের বিজ্ঞপ্তি। যেকোনো প্রান্ত থেকে পুরুষ-মহিলা নির্বিশেষে সকলেই করতে পারবেন এই পদের জন্য আবেদন। দেখে নেওয়া যাক চাকরিতে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

নিয়োগ পদের নাম- পশ্চিমবঙ্গের গ্রুপ সি পদে লাইব্রেরিয়ান কর্মী নিয়োগ (WB Librarian Recruitment 2022) হতে চলেছে।
আবেদনকারীর বয়স- ইচ্ছুক আবেদনকারীদের এই পদে আবেদনপত্র পূরণ করার জন্য নূন্যতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বাধিক বয়স 40 বছর হতে হবে।

বেতন কাঠামো- চাকরিতে নিয়োগের পর পে লেভেল 10 অনুযায়ী কর্মীদের প্রতিমাসে বেতন প্রদান করা হবে 32,000 টাকা থেকে 82,900 টাকার মধ্যে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা জানতে নিচে দেওয়া অফিসের ওয়েবসাইটে ক্লিক করতে হবে।

পর্ষদের সভাপতির পদ থেকে অপসারণের পর মানিক ভট্টাচার্যকে কি নির্দেশ হাইকোর্টের?

আবেদন প্রক্রিয়া- ইচ্ছুক এবং যোগ্য আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে পারবেন এই পদের জন্য আবেদন।এজন্য প্রথমে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড ও প্রিন্ট আউট করে নিতে হবে। নিচে উল্লেখ করা সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র,
২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড,
৩) বয়সের প্রমাণপত্র, (WB Librarian Recruitment 2022)
৪) আধার কার্ড অথবা ভোটার কার্ড,
৫) পাসপোর্ট সাইজের ফটোকপি,
৬) জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

দিনে মাত্র 30 টাকা জমিয়ে, পান 4 লাখ টাকা, বাম্পার পলিসি এলআইসির।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
The District Library Officer, Paschim Medinipur, Office of the District Library Officer, At- DRDA Building (2nd floor), Zilla Parishad Campus, Midnapore -721101.

আবেদনের শেষ তারিখ- ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই পদে আবেদন প্রক্রিয়া। আগামী 15 জুলাই, 2022 পর্যন্ত করা যাবে লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য আবেদন। (WB Librarian Recruitment 2022)
অফিশিয়াল নোটিফিকেশন
অফিশিয়াল ওয়েবসাইট

প্রতিদিন এমন চাকরি সংক্রান্ত নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক, না মানলে কঠোর শাস্তি, বিস্তারিত জানুন