Interest Rate – নতুন বছরে সুদ বাড়লো। এই 6 টি ব্যাংকে টাকা রাখলে পাবেন 8% পর্যন্ত সর্বোচ্চ সুদ।

বর্তমানকালে বিভিন্ন ব্যাংকগুলির মধ্যে গ্রাহক ধরে রাখার জন্য (Interest Rate) লড়াই চলছে। আর এই প্রতিযোগিতার যুগে গ্রাহক ধরে রাখা বা গ্রাহক সংখ্যা বাড়ানোর কাজে মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে সুদের হার বৃদ্ধি করাকে। এর ফলে ছোট বড় সমস্ত ব্যাংক সুদের হার বাড়িয়ে থাকে। ইতিমধ্যেই বেশ কিছু ব্যাংক সেভিংস একাউন্ট এর ক্ষেত্রে 8% সুদ দিচ্ছে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে দেখে নেওয়া যাক সেই সুবিধাগুলি কি কি।

8 Percent Interest Rate on Savings Account

জরুরি তহবিল, প্রতিটি মানুষের একটি সেভিংস একাউন্ট রাখা অত্যন্ত প্রয়োজনীয়। সেভিংস একাউন্টে জমানো টাকা মানুষের বিপদের সময় বহু কাজে আসে। যেমন চাকরি হারানো, চিকিৎসার মত জরুরি অবস্থা বা অপ্রত্যাশিত খরচের জন্যই এই টাকা প্রয়োজন হয়। সেভিংস একাউন্টে প্রতিটা মানুষের কমপক্ষে তিন থেকে ছয় মাসের জীবন যাত্রার ব্যয়ের টাকা জমিয়ে রাখা উচিত।

অ্যাক্সেসের সহজতা

সেভিংস একাউন্টগুলি এটিএম অনলাইন ট্রান্সফার বা ডেবিট কার্ড এর মাধ্যমে সুবিধাজনকভাবে অ্যাক্সেস করতে সাহায্য করে মানুষকে।

সুদ

সেভিংস অ্যাকাউন্টের সুদের হার অন্যান্য বিনিয়োগের সুদের হার গুলি থেকে অনেক কম হয়। সুদের হার কম হলেও ক্রমাগত সঞ্চয়ের ফলে অ্যাকাউন্টে থাকা টাকা ধীরে ধীরে বৃদ্ধি পায়। সেভিংস অ্যাকাউন্টের টাকা মানুষের ভবিষ্যৎ জীবনের সুরক্ষার কাজে ব্যবহৃত হয়।

মনের শান্তি

সেভিংস অ্যাকাউন্টে যদি টাকা জমা থাকে তাহলে দেখবেন মানুষজন অনিশ্চয়তা চাপ এবং উদ্বেগ থেকে অনেকটাই দূরে থাকবেন। পরিমাণে টাকা থাকলে গ্রাহকদের শান্তভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে মে কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

RBI Bank

ভারতীয় রিজার্ভ ব্যাংক রোপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার পরে ভারতের সেভিংস একাউন্টে সুদের হারের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে দেখা গেছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন ব্যাংকগুলি তাদের সেভিংস একাউন্ট এর ক্ষেত্রে কত সুদ দিতে চলেছে।

DBS Bank

বিদেশি ব্যাংকগুলির মধ্যে অন্যতম হলো DBS Bank. এই ব্যাংকের ক্ষেত্রে 10,000 টাকা থেকে 25,000 টাকার মতো গড় ত্রৈমাসিক ব্যালেন্সের প্রয়োজন হয়। এই ব্যাংক সেভিংস একাউন্ট এর ক্ষেত্রে সাত শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে।

নতুন বছরে পোস্ট অফিস সেভিংস একাউন্ট খুললেই দিচ্ছে বিশেষ সুবিধা।

Federal Bank

এই ব্যাঙ্কটি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে 7.15 শতাংশ পর্যন্ত Interest Rate দেয়। Ujjivan SFB খুব সামান্যই বেশি সুদের হার দেয় কিন্তু এক্ষেত্রে একটি উচ্চ ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন হয়। যদি কোনো গ্রাহক তার সেভিংস অ্যাকাউন্টে 5000 টাকা ব্যালেন্স রাখতে চান, তাহলে তিনি ফেডারেল ব্যাঙ্ককে পছন্দের তালিকায় রাখতে পারেন।

IDFC First Bank and RBL Bank

এই দুটি ব্যাঙ্ক সেভিং অ্যাকাউন্টের জন্য 7 শতাংশ পর্যন্ত Interest Rate প্রদান করে। এই ব্যাঙ্কগুলি থেকে ঋণ, বিনিয়োগ এবং বিমা সহ বিভিন্ন ধরনের আর্থিক পণ্য পাওয়া যেতে পারে।

Atal Pension Yojana - APY Scheme (অটল পেনশন যোজনা)

AU Small Finance Bank, Equitas Small Finance Bank and Suryoday Small Finance Bank

এই ব্যাংকগুলি তাদের গ্রাহকদের সেভিংস একাউন্টে 7 শতাংশ Interest Rate দেয়। তবে এই বিভিন্ন ব্যাংকগুলোর ন্যূনতম মাসিক ব্যালেন্সের অংক বিভিন্ন হয়ে থাকে। AU Small Finance Bank এর গ্রাহকদের সেভিংস একাউন্টে মাসিক ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় 2,000 টাকা এবং 5,000 টাকার মধ্যে। Equitas Small Finance Bank এর ক্ষেত্রে 2,500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক। এছাড়াও Suryoday Small Finance Bank এর সেভিংস একাউন্টে 2,000 টাকার ব্যালেন্স রাখতে হয়।

মাত্র 100 টাকা করে জমিয়ে কোটি টাকা ফেরত নিন। বিশ্বাস না হলে উপায় জেনে নিন।

পরিশেষে বলি ছোট বেসরকারি ব্যাংকগুলি বড় ব্যাংকগুলির থেকে অনেক বেশি Interest Rate দিয়ে থাকে তার কারণ তহবিলের ব্যয় হ্রাস, টার্গেটেড মার্কেট সেগমেন্টের উপর জোর দেওয়া। তবুও একটি ব্যাংক নির্বাচন করার আগে সঠিকভাবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। মধ্যে কোনো কাজ করা ঠিক নয়।
Written by Nupur Chattopadhyay.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button