Digital Transaction In India

Digital Transaction In India – জানেন কি কিভাবে মিলবে এত সব অফার?

ভারত এখন ডিজিটাল লেনদেনে (Digital Transaction In India) বেশ সমৃদ্ধ। প্রত্যেকটি পরিবারেরই কেউ না কেউ করে থাকেন ডিজিটাল লেনদেন। অনেকে হয়তো জানেন ডিজিটাল লেনদেনের মাধ্যমে অনেক সংস্থায় দিয়ে থাকেন রিওয়ার্ড বা কিছু ক্যাশব্যাক। তবে অনেকেই এই ব্যাপারটি সম্বন্ধে ততটা অবগত নন। আজ আলোচনা করতে চলেছি এমন এক সংস্থারই কিছু আকর্ষণীয় ডিজিটাল অফার নিয়ে।

PhonePe অ্যাপটির ব্যবহার এখন প্রায় প্রত্যেকেই করে থাকেন। বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনপ্রিয় বিজ্ঞাপনও দেখা যায় PhonePe-এর (Digital Transaction In India)। তবে জানতেন কি PhonePe ব্যবহার করে আপনি উপার্জন করতে পারেন প্রতিদিন অনেক টাকা? আজ এই ব্যাপারে আলোচনা করতে চলেছি এই বিশেষ প্রতিবেদনে। তবে এর জন্য করতে হবে না কোনো পরিমাণ বিনিয়োগ।

শুধুমাত্র একটি স্মার্টফোন এবং তাতে PhonePe একটি থাকলেই হবে কেল্লাফতে। বাড়িতে বসে প্রতিদিন আয় করতে পারবেন ৩০০ টাকা পর্যন্ত। ভাবছেন কিভাবে? রইল আপনার জন্য চারটি দুর্দান্ত পদ্ধতি। (Digital Transaction In India)

এক পলকে বিদ্যুৎ বিলের খরচ হবে শূন্য, আজই লাভ ওঠান এই সরকারি প্রকল্পের

১) নতুন ইউজার হলে- যদি আপনার ফোনে PhonePe অ্যাপটি না থাকে তাহলে আগে অ্যান্ড্রয়েড ফোন ইউজার হলে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এরপর নিজের ফোন নম্বর দিয়ে লগ ইন করে নিজের একটি PhonePe অ্যাকাউন্ট (Digital Transaction In India) তৈরি করতে হবে। এবার আপনি যদি নতুন ব্যবহারকারী হন তাহলে কাউকে ডিজিটালি ২০০ টাকা পাঠালে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তবে যতবার লেনদেন করবেন ততবারই মিলবে না এই সুবিধা। মাত্র পাঁচ বার মিলবে এই ক্যাশব্যাকের সুবিধা।

২) অন্য কাউকে রেফার করলে- যদি আপনার আগে থেকেই PhonePe অ্যাপটি (Digital Transaction In India) থাকে। তবে আপনার পরিচিত বা বন্ধুদের ফোনে না থাকে সেক্ষেত্রে আপনি তাদের রেফার করেও প্রচুর টাকা আয় করতে পারেন। প্রতিবার রেফার করার পর মিলবে ১০০ টাকা।

নথিতে গড়মিল, প্রাথমিক শিক্ষকদের আবার নতুন করে ডকুমেন্টস জমার নির্দেশ

৩) বিদ্যুৎ বিল প্রদান- অন্যান্য ভাবে ক্যাশব্যাক পাওয়ার সাথে সাথে প্রতি মাসের আরো একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ বিদ্যুৎ বিল পরিশোধ (Digital Transaction In India) করলেও পাওয়া যাবে ক্যাশব্যাক অফার। এক্ষেত্রে প্রথম তিনটি বিদ্যুৎ বিল পরিশোধ PhonePe-এর মাধ্যমিক করলে মিলবে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।

৪) মোবাইল রিচার্জ- প্রতিমাসে বিদ্যুৎ বিল প্রদান যেমন জরুরী তেমন জরুরী নিজের এবং পরিচিতদের মোবাইল রিচার্জ করা এবং করানো। এক্ষেত্রে যদি আপনার বা আপনার পরিবারের বা বন্ধুদের রিচার্জ (Digital Transaction In India) করেন তাহলেও আপনি আয় করতে পারবেন টাকা। এক্ষেত্রে পাওয়া যেতে পারে পুরো ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক।

তাহলে আর দেরি না করে এখনই উপভোগ করতে শুরু করুন Phone Pe-এর এই সমস্ত সুবিধা এবং প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নতুন ঘোষণা, আর কত বছর সময় লাগবে?