SBI Fixed Deposit Interest Rate ( সুদের হার)

এই ব‍্যাঙ্কে টাকা রাখলে শুধুই লাভ, Fixed Deposit এ ৯.৫ শতাংশ পর্যন্ত সুদ।

দিন যতই এগোচ্ছে বিনিয়োগের মাধ্যম ও ততই বাড়ছে। একটা সময় শুধুমাত্র ব্যাংক, পোস্ট অফিসে Fixed Deposit বা নির্দিষ্ট কয়েকটি প্রকল্পে টাকা বিনিয়োগ করার সুযোগ ছিল। এখন আর সেই পুরনো দিন নেই। বহু ক্ষেত্রে টাকা বিনিয়োগ করার বিষয়টি জানতে পেরেছেন দেশবাসী। ব্যাংক এবং পোস্ট অফিসের বিভিন্ন Fixed Deposit সহ একাধিক প্রকল্প এসেছে। যেগুলি থেকে নির্দিষ্ট পরিমাণে রিটার্ন পাওয়া যায়।

পাশাপাশি, বহু আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের স্বল্প সময়, দীর্ঘ সময়ের প্রকল্প নিয়ে এসেছে। আর তার সঙ্গে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ তা হল, মিউচুয়াল ফান্ড (Mutual Fund) এসআইপি (SIP) শেয়ার বাজার (Share Market) এই সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য যে প্ল্যানিংয়ের প্রয়োজন, সাম্প্রতিক সময়ে অনেকেই সেই পরিকল্পনা করে এই সমস্ত ক্ষেত্রে টাকা বিনিয়োগ (Investment) করতে শুরু করেছেন। তবে এখনো পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য এবং ঝুঁকিমুক্ত বিনিয়োগ বলতে বোঝা যায়, ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) ব্যাংক বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে ১০০ শতাংশ নিশ্চিত ভাবে রিটার্ন পাওয়া যায়।

তাই যতই Mutual Fund, SIP, শেয়ারবাজারে বিনিয়োগ থাকুক না কেন, মানুষ এখনো পর্যন্ত ফিক্সড ডিপোজিটেই (Fixed Deposit interest Rate) একটা নিশ্চিন্ত বিনিয়োগ করতে পছন্দ করেন। তবে বর্তমানে অধিকাংশ ব্যাংকেই সুদের হার কমেছে। সেক্ষেত্রে এখানে এমন কয়েকটি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের বিষয়ে আলোচনা করা হবে, যেখানে ৯ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে। সম্প্রতি দেখা যাচ্ছে, বহু নামিদামি ব্যাংকের তুলনায় ছোট ছোট আর্থিক প্রতিষ্ঠানগুলি ফিক্সড ডিপোজিটে বেশি পরিমাণে সুদ দিচ্ছে।

SBI Fixed Deposit Interest Rate:

তবে দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India Fixed Deposit) সম্প্রতি একটি নতুন ফিক্সড ডিপোজিট এর স্কিম নিয়ে এসেছে। এটি ৪০০ দিনের স্কিম। এই স্কীমটির নাম অমৃত কলস। এই FD-তে টাকা বিনিয়োগ করলে সাধারণ নাগরিকেরা ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন এবং সিনিয়র সিটিজেনরা ৭.৬০% সুদ পাবেন। তবে ৩০ জুন ২০২৩পর্যন্ত এস বি আই এর এই অমৃত কলস নামের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পারবেন।

Unity Small Finance Bank-
এই ব্যাংকে ৪.৫ শতাংশ থেকে ৯ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে এফডিতে। সিনিয়র সিটিজেনরা ৯.৫ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন।
৬ মাস থেকে ৫০১ দিন পর্যন্ত ৮.৭৫ শতাংশ সুদ পাচ্ছেন সাধারণ নাগরিকরা।
৫০২ দিন থেকে ১০০১ দিন পর্যন্ত ৯ শতাংশ সুদ পাচ্ছেন।
আবার সিনিয়র সিটিজেনরা ৬ মাস থেকে ৫০১ দিন পর্যন্ত ৯.২৫ শতাংশ সুদ পাচ্ছেন। সেক্ষেত্রে ৫০২ দিন থেকে ১০০১ দিন পর্যন্ত ৯. ৫০ শতাংশ সুদ পাচ্ছেন তারা।

How to apply for SBI ATM Franchise (স্টেট ব্যাংক এটিএম)

Utkarsha Small Finance Bank-
এই ব্যাংকের এফডি তে সাধারণ নাগরিকরা ৮.২৫ শতাংশ সুদ পাচ্ছেন। আবার সিনিয়র সিটিজেনরা ৯ শতাংশ সুদ পাচ্ছেন। ৭০০ দিনের FD করলে সাধারণ নাগরিকরা পাচ্ছেন ৮.৫% সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন ৯ শতাংশ সুদ। ২৭ ফেব্রুয়ারি ২০২৩ থেকে এই সুদের হার কার্যকর হয়েছে।

ঘূর্ণিঝড় মোচা কোথায় আছড়ে পড়বে, গতিবেগ কত হবে, এই মাত্র জানা গেল।

Fincare Small Finance Bank-
এই ব্যাংকে সাধারণ নাগরিকরা ৮.৪ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন। আবার সিনিয়র সিটিজেনরা ৯.১% পর্যন্ত সুদ পাচ্ছেন। ১০০০ দিনের FD-তে সিনিয়র সিটিজেনদের ৯.০১% সুদ দেওয়া হচ্ছে। ২৪ শে মার্চ ২০২৩ থেকে এই সুদের হার কার্যকর করেছে এই ব্যাংক।
Written by Satadal Ghosh.