Flipkart Careers – বিনামূল্যে ট্রেনিং দিয়ে 25000 টাকা বেতনের চাকরি দিচ্ছে ফ্লিপকার্ট, এইভাবে আবেদন করুন।
ফ্রী ট্রেনিং ,২৫ হাজার টাকা মাইনের চাকরির সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট, Flipkart Careers এ গিয়ে আবেদন করুন।
Flipkart Careers India for Freshers:
আর বেকার বসে থাকার দিন নেই। কারণ বিরাট কাজের সুযোগ এনে দিয়েছে একটি বৃহৎ কোম্পানি। শুধু তাই নয়, কোম্পানিটি যে কাজের সুযোগ দিচ্ছে, তাতে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য কোম্পানি পুরোপুরি একটি ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছে। এবার কোনও কোম্পানির তরফে ট্রেনিং প্রোগ্রামের কথা বলা হলেই প্রথমেই মাথায় আসে, কত টাকা ট্রেনিং ফি বাবদ জমা দিতে হবে? এখানেই সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, এই বৃহৎ কোম্পানিটি সম্পূর্ণ ফ্রি এই ট্রেনিং প্রোগ্রাম (Free Training Programme) পরিচালনা করছে।
শুধুমাত্র Flipkart Careers এর মাধ্যমে ফ্রিতে ট্রেনিং নেওয়া যাবে তাই নয়, এই ট্রেনিংটি সম্পূর্ণ পেইড ইন্টার্নশিপ প্রোগ্রাম। যারা এই কোম্পানির নির্দিষ্ট এই ট্রেনিং প্রোগ্রামের জন্য আবেদন করবেন, একদিকে যেমন সম্পূর্ণ ফ্রি এই ট্রেনিং নিতে পারবেন, পাশাপাশি, প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণে মাসিক বৃত্তিও পাবেন। ট্রেনিং প্রোগ্রাম শেষ হলেই এই বৃহৎ কোম্পানিটির অধীনে প্রতিমাসে ১৫ থেকে ২৫০০০ টাকা মাইনের চাকরিতে যোগ দিতে পারবেন।
যে ফিল্ডে এই কোম্পানির তরফে চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পাবেন, এই মুহূর্তে দেশজুড়ে সেই ফিল্ডের একেবারে রমরমা। এক কথায় বলতে গেলে, ভবিষ্যতে এই ক্ষেত্রের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে সেই অনুযায়ী। এবার জেনে নেওয়া যাক, কোন বিষয়ের উপরে ট্রেনিং প্রোগ্রাম, কোন কোম্পানিতে, কোন শিল্পের নির্দিষ্ট ক্ষেত্রে চাকরির সুযোগ তৈরি হচ্ছে?
এই মুহূর্তে সকলেই জানি ই-কমার্স সংস্থার (E-COMMERCE Business) রমরমা। যে কোম্পানিটির কথা বলা হচ্ছে, সেটি হল ফ্লিপকার্ট (Flipkart) সংস্থার তরফে সাপ্লাই চেইন ট্রেনিং একাডেমী প্রোগ্রাম (Flipkart Careers for freshers Supply Chain Training Academy Programme) শুরু করা হচ্ছে। এই ট্রেনিং প্রোগ্রামে যোগদান করলে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে টাকা দেওয়া হবে অর্থাৎ পেইড ইন্টার্নশিপ প্রোগ্রাম হচ্ছে ফ্লিপকার্ট এর তরফে। ট্রেনিং প্রোগ্রামটির নাম, Flipkart Supply Chain Training Programme.
এই প্রোগ্রামের অধীনে ট্রেনিং নিলে ই-কমার্স ব্যবসার সম্বন্ধে বিস্তারিত বিবরণ এবং কার্যপদ্ধতি সম্বন্ধে সম্পূর্ণ জানা যাবে। যারা ভবিষ্যতে ই-কমার্স ব্যবসায় (E commerce Business) নিজেদের প্রতিষ্ঠিত করতে চান, তারা ফ্লিপকার্টের এই Flipkart Careers ট্রেনিং প্রোগ্রামে অংশ নিলে সফলতা পাবেন। এই প্রোগ্রাম থেকে ই-কমার্স ব্যবসার সম্বন্ধে বিস্তারিত জানা যাবে। পাশাপাশি, সাপ্লাই চেইন অপারেশন প্রোগ্রাম সম্বন্ধে একটি ওভারভিউ পাওয়া যাবে।
ট্রেনিং প্রোগ্রামের শেষে ফ্লিপকার্টের অধীনেই স্থায়ী কর্মী হিসেবে কাজের সুযোগ পাওয়া যাবে। যেখানে ১৫ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত মাইনে পাবেন কর্মীরা।
ফ্লিপকার্টের ওই Flipkart Careers ট্রেনিং প্রোগ্রামে সাপ্লাই চেইন অপারেশন সম্বন্ধে ওভারভিউ দেওয়া হবে। যার মাধ্যমে ই-কমার্স ব্যবসার সম্পূর্ণ তথ্য জেনে নিতে পারবেন। ইন্টার্নশিপ প্রোগ্রাম চলাকালীন ইন্টারেক্টিভ ভিডিও, সিমুলেশন, প্রশ্নোত্তর পর্ব এবং হ্যান্ডস অন ট্রেনিং প্রোগ্রাম এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ই-কমার্স শিল্পের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জানতে পারবেন।
এবার জেনে নেওয়া যাক, flipkart সাপ্লাই চেইন ট্রেনিং একাডেমী প্রোগ্রাম সম্বন্ধে কিছু তথ্য:
ফ্রি ট্রেনিং প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য ল্যাপটপের প্রয়োজন হবে না। শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে এই ফ্রী ট্রেনিংয়ে অংশ নিতে পারবেন। ফ্লিপকার্টের এই ট্রেনিং প্রোগ্রামটি হবে মোট ৬১ দিনের।
প্রথম ১৬ দিন প্রার্থীদের ডিজিটাল লার্নিং এর ট্রেনিং দেওয়া হবে।
পরবর্তী ৪৫ দিন প্রার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রাম চলবে। পুরো ট্রেনিং প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতেই হবে।
মোবাইল ফোন দিয়েই এই ফ্রী ট্রেনিং প্রোগ্রামে অংশ নেওয়া যাবে।
যে সমস্ত প্রার্থীরা flipkart এর এই ট্রেনিং প্রোগ্রাম পুরোপুরি সম্পূর্ণ করতে পারবেন, তাদের একটি সার্টিফিকেট দেওয়া হবে। যা পরবর্তীতে অন্য কোম্পানীর ই-কমার্স ব্যবসায় চাকরিতেও আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
Flipkart Careers Flipkart Training প্রোগ্রামের জন্য কিছু শর্তাবলী:
ফ্লিপকার্টের এই ট্রেনিং প্রোগ্রামে যারা অংশ নেবেন, তাদের 2GB RAM এবং 64 Internal Storage যুক্ত মোবাইল ফোন থাকতে হবে।
মোবাইল ফোনের ব্যাটারি অন্ততপক্ষে 5000 MAH ক্ষমতা সম্পন্ন হতে হবে।
ফোনের ইন্টারনেট স্পিড যথেষ্ট ভালো থাকতে হবে। প্রতিদিন 1 GB করে Data উপলব্ধ থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
Flipkart-এর ট্রেনিং প্রোগ্রামে যারা অংশ নিতে চান, তাদের উচ্চমাধ্যমিক বা সমতুল পাস করতে হবে। স্নাতক বা উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে তারাও অংশ নিতে পারবেন।
প্রার্থীদের বয়স ১৮ থেকে ৫৭ বছরের মধ্যে হতে হবে।
কিভাবে আবেদন করবেন:
Flipkart Careers এর এই ট্রেনিং প্রোগ্রামে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট flipkartacademy.quodeck.com এতে গিয়ে রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করে নিজের নাম, ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে।
এরপর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে Flipkart Careers Internship Training Programme- এর আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে।
Written by Shatadal.
জাগো প্রকল্পে আবেদন করলেই পশ্চিমবঙ্গের মহিলারা পাবেন প্রতিমাসে 5 হাজার টাকা।
I need a official job
I am Airconditioner technician no like job please help me
My number 8017003958