প্রত্যেকটি ব্যক্তি যে ইনকাম করুক না কেন তার কিছু অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় (Fixed Deposit) করতে চায়। কারণ বয়স্ক কালে চাকরি বা ব্যাবসা কোনো কিছুই করা সম্ভব নয়। তখনকার দিনগুলোতে একটু স্বাচ্ছন্দ্যে থাকার জন্য সবাই চায় চাকরি বা ব্যাবসা করার সময় ইনকামের কিছু অংশ সঞ্চয় করতে। তবে ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে অর্থ সঞ্চয়ের জন্য কিছু টাকা নির্ধারিত করা থাকে। সকল স্তরের মানুষের পক্ষে সেখানে ইনভেস্ট করা সম্ভব হয়না।
Get 15000 RS. Per Months Investment on Fixed Deposit
তাই সরকারি কিছু প্রকল্প রয়েছে যেখানে আপনি অল্প অল্প করে টাকা জমিয়ে অনেকটাই টাকা সুদ সমেত রিটার্ন পাবেন। যদি আপনার বয়স ২৫ বছর থেকে ৩০ বছর মধ্যে হয় তবে প্রত্যহ ৩০ টাকা করে সঞ্চয় করেন আপনি মাসে নিশ্চিতভাবে মোটা টাকা ইনকাম করতে পারেন।
তেমন কিছু স্কিম নিয়ে আজকের প্রতিবেদন। অর্থ সঞ্চয় করার জন্য LIC বা পোস্ট অফিসের থেকে ভালো নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠান আর কিছু হতে পারেনা। এই দুটি প্রতিষ্ঠান অনেক পুরনো ও বিশ্বস্ত। আজও একইভাবে বিভিন্ন নতুন নতুন স্কিম এনে গ্রাহকদের উৎসাহিত করে চলেছে।
আপনি যদি পোস্ট অফিসে বা LIC তে দৈনিক ৩০ টাকা করে সঞ্চয় করেন তবে মাসে ৯০০ টাকা সঞ্চয় করতে পারবেন। এই মোট ৯০০ টাকার সাথে আর ১০০ টাকা যোগ করে ১০০০ টাকা যদি SIP করেন তবে আপনি ১৫ শতাংশ রিটার্ন পাবেন।
এইভাবে আপনি যদি ২৫ বছর ধরে বিনিয়োগ করেন তবে বিনিয়োগ শেষে আপনি পাবেন ৩২.৮ লক্ষ টাকা। এরপর ৩২.৮ লক্ষ টাকা আপনি কোনো ব্যাংকে Fixed Deposit বা ফিক্সড ডিপোজিট করতেই পারেন।
কৃষকদের সুবিধার্থে বিরাট সুবিধা দিলো সরকার। কিষান যোজনার টাকা পেতে এখনই বিস্তারিত
বর্তমানে ব্যাংকগুলো উচ্চ সুদে এখন ফিক্সড ডিপোজিট প্ল্যান এনেছে তারমধ্যে যে কোনো একটিতে Fixed Deposit বা ফিক্সড ডিপোজিট করলে অনায়াসে ৭ শতাংশ সুদের হারে নির্দিষ্ট মেয়াদ শেষে রিটার্ন পাবেন অধিক লাভযুক্ত রিটার্ন। ৩২. ৮ লক্ষ টাকা ৭ শতাংশ সুদে আপনার সুদের অঙ্ক হবে প্রতিমাসে ১৫০০০ টাকা।
আর এভাবেই একজন খেটে খাওয়া মানুষ থেকে দিনমজুর ও অন্যান্য দরিদ্র বা মধ্যবিত্তদের এভাবেই বিপুল অর্থের অধিকারী হওয়া সম্ভব। তাদের পক্ষে একসাথে বিপুল অঙ্কের টাকা ব্যাংকে ফিক্সড করা সম্ভব নয় তাই পোস্ট অফিস বা LIC এই বিশেষ (Fixed Deposit বা ফিক্সড ডিপোজিট) সুবিধা এনেছে সেইসব আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের জন্য।
ক্রেডিট কার্ড ও পার্সোনাল লোন গ্রাহকদের বিরাট সুখবর। টাকার দরকার হলে এইভাবে আবেদন করুন।
অনায়াসে ইনকাম থেকে ৩০ টাকা দিনে সঞ্চয় করেও লাখ টাকার রিটার্ন পেয়ে যাচ্ছেন। তাই দেরি না করে এই প্রকল্পের সুবিধা নিন। আপনার কাছাকাছি পোস্ট অফিস বা LIC তে গিয়ে যোগাযোগ করে এই Fixed Deposit বা ফিক্সড ডিপোজিট প্রকল্পে বিনিয়োগ করুন। এমন আরও গুরুত্তপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।