সুকন্যা সমৃদ্ধি যোজনা বা Sukanya Samriddhi Yojana

সুকন্যা সমৃদ্ধি যোজনা বা Sukanya Samriddhi Yojana আমাদের সকলের কাছে জনপ্রিয় একটি স্কিম। সুকন্যা সমৃদ্ধি যোজনা হল একটি ছোটো ডিপোসিট স্কিম যা শুধুমাত্র মেয়ে শিশুদের জন্য আবেদন যোগ্য। ১ থেকে ১০ বছরের কন্যা শিশুর জন্য দেশের যেকোনো প্রান্ত থেকে আপনি সুকন্যা সমৃদ্ধি স্কিমের সুবিধা পেতে পারেন। মাননীয়া প্রধানমন্ত্রী নরেন্দ্রা সিং মোদী বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের অংশ হিসাবে ২০১৫ সালের ২২ জানুয়ারী এই স্কিম চালু করেন।

Top 5 Benifits in Sukanya Samriddhi Yojana for Girls

এই স্কিমের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের সমস্ত কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চেয়েছেন। খুবই কম পরিমাণ অর্থের বিনিময়ে আপনারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। প্রধানমন্ত্রী নুন্যতম একটা অর্থের পরিমাণ সুকন্যা যোজনা স্কিমের জন্য ধার্য করেছেন যাতে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও কোনো ক্লাসের মানুষ এর স্কিমে বিনিয়োগ করতে পারেন।

এখানের বিনিয়োগের পর টাকা তুলে আপনি সেই টাকা দিয়ে মেয়েদের উচ্চশিক্ষা লাভ করাতে পারবেন বা তাদের ভালো ভাবে বিয়ে দিতে পারবেন। বর্তমানে ২০২৪ সালে এসে প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনায় বা Sukanya Samriddhi Yojana সুদের হার আরও বাড়িয়েছেন।

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা সুকন্যা সমৃদ্ধি যোজনা বা Sukanya Samriddhi Yojana এর এমনই কিছু এমন কিছু বৈশিষ্টের কথা জানব যার দ্বারা আপনার মনে হতে পারে আপনার কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য এর থেকে ভালো আর কোনো স্কিম হতে পারেনা।

  • বছরে ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলার সুবিধা
  • সর্বাধিক সুদের হার
  • ইনকাম ট্যাক্স বেনিফিট
  • ম্যাচিউরিটি বেনিফিট
  • টাকা তোলা সুবিধা

বছরে ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলার সুবিধা

প্রত্যেকটি পরিবারে ২ টি করে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার সুবিধা আপনি পাবেন। এছাড়া যমজ সন্তান যদি ৩ টি হয় তাহলে তিনটি অ্যাকাউন্টই আপনি খুলতে পারবেন। বছরে নুন্যতম ২৫০ টাকা এবং সর্বাধিক ১.৫ লাখ টাকা আপনি অ্যাকাউন্টে রাখতে পারবেন।

২৫০ টাকা যদি আপনি অ্যাকাউন্টে না রাখতে পারেন তাহলে সাময়িক সময়ের জন্য আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। তবে তা আপনি সামান্য কিছু অর্থের বিনিময়ে আবার চালু করে নিতে পারবেন।

31st মার্চের মধ্যে এই কাজ না করলে বন্ধ হবে আপনার PPF, NPS, SSY একাউন্ট।

সর্বাধিক সুদের হার

৮ শতাংশ সুদের হারে সুকন্যা সমৃদ্ধি যোজনা বা Sukanya Samriddhi Yojana সুদ প্রদান করা হত। যা কেন্দ্র সরকারের বাকি স্কিম গুলির সুদের তুলনায় সবচেয়ে বেশি। এখন ০.২০ শতাংশ সুদের হার বাড়ানো হল। অর্থাৎ মোট সুদ প্রদান করা হবে ৮.২০ শতাংশ। এই স্কিমে আপনাকে চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করা হয়।

ইনকাম ট্যাক্স বেনিফিট

এই সুকন্যা সমৃদ্ধি যোজনা বা Sukanya Samriddhi Yojana অ্যাকাউন্টে আপনি যে টাকাই রাখুন না কেনো আয়কর আইনের 80c ধারা অনুযায়ী ডিডাকশন পেয়ে যাবেন। সুতরাং এখানেও আপনার টাকা সাশ্রয় হচ্ছে।

Swasthya Sathi Card - স্বাস্থ্যসাথী কার্ড

ম্যাচিউরিটি বেনিফিট

আপনি যদি সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউন্টে আপনার মেয়ের নামে প্রতি বছর ১ লক্ষ টাকা করে জমা করেন তাহলে আপনি ম্যাচুরিটিতে প্রায় ৫০ লক্ষ টাকা পাবেন এবং আপনি যদি বছরে ১.৫ লক্ষ টাকা জমা করেন তাহলে ম্যাচুরিটিতে মোট ৭০ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। নগদ অথবা চেকের মাধ্যমে আপনি এই টাকা জমা রাখতে পারেন।

ভোটের মুখে মহিলাদের জন্য নতুন প্রকল্প। মাতৃ বন্দনা যোজনার সুবিধা, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া জেনে নিন।

টাকা তোলা সুবিধা

সুকন্যা সমৃদ্ধি যোজনা বা Sukanya Samriddhi Yojana এর মেয়াদপূর্তির বয়স যেকোনো শিশুর ক্ষেত্রে ২১ বছর। তবে আপনার সন্তানের বয়স ১৮ বছর হয়ে গেলে তার উচ্চশিক্ষা বা বিয়ের জন্য ৫০ শতাংশ অব্দি টাকা তুলে নিতে পারবেন। বাকি ৫০ শতাংশ টাকা কন্যা সন্তানের ২১ বছর বয়স হয়ে গেলে মেয়াদপূর্তির পর পাবেন।