Gold Price – গনেশ চতুর্থী উপলক্ষ্যে সোনা কেনার দারুন সুযোগ। আবার দাম কমলো। কলকাতায় আজ সোনার দাম কত?

গনেশ চতুর্থীর উৎসব চলছে। আর টানা তিন দিন চলবে এই উৎসব। এই সময়ে অনেকেই সোনা কিনে থাকে। আর সেই সুজোগেই Gold Price বা সোনার দাম কমে গেল। চাহিদা তুঙ্গে থাকলেও সোনার দাম কমালো মোদী সরকার। তাই সোনা কেনার পরিকল্পনা থাকলে বিভিন্ন শহরে আজকের সোনার দাম (Gold Price today) দেখে নিন।

Gold price today Kolkata

সোনা রুপোর দাম প্রতিটা সময় ওঠানামা করে। সকলে এক দাম তো পরের দিন আরেক দাম। সোনা রূপার দাম অনেক কিছুর অপর নির্ভর করে।
বিশেষজ্ঞদের মতে ,সোনার দাম (Gold Price) বদলের অনেক কারন থাকে যেমন আন্তর্জাতিক বাজারে মুদ্রার দাম, মুদ্রাস্ফীতি, সুদের হার, কেন্দ্রীয় ব্যাঙ্ক এ সোনার পরিমান, গয়নার ব্যবসা, ভৌগলিক পরিস্থিতি, যুদ্ধ এইসব সোনা রূপার দাম কে প্রভাবিত করে।

এছাড়াও বিভিন্ন রাজ্যে সোনা রূপার দাম (Gold Price Today) ও বিভিন্ন হয়। এছাড়া ,বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা করের জন্যে ও দাম আলাদা আলাদা হয়। দেশের টাকা আর মার্কিন ডলারের দাম, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা ও দেশের ভেতরে বাজার চাহিদা দেখে ঠিক হয় সোনার দাম। চলুন জেনে নেই আজ দেশের কোথায় কেমন সোনার দাম রয়েছে।

কলকাতায় সোনার দাম

কলকাতাতে আজ 22 ক্যারেট 10 gm সোনার দাম 55,060 টাকা। 24 ক্যারেট 10gm সোনার দাম 60060 টাকা। উল্লেখ্য গত 18 তারিখ চলতি মাসে সর্বোচ্চ দাম ছিলো 61080 টাকা। সেই দাম 1 দিন পরই হাজার টাকা কমে গেল। যদিও চলতি মাসে আজকের দামই সর্বনিম্ন। এর আগে গত 14 ই সেপ্টেম্বর সোনার দাম বা Gold Price ছিলো 60370 টাকা। তাই গনেশ চতুর্থীতে সোনার দাম চলতি মাসের মধ্যে সবচেয়ে কম। এবার দেখে নিন, দেশের অন্যান্য শহরে আজকের সোনার দাম বা Gold Price কত?

দিল্লিতে সোনার দামঃ
দিল্লিতে আজ 22 ক্যারেট 10 gm সোনার দাম 55,210 টাকা। 24 ক্যারেট 10gm সোনার দাম 60220 টাকা।

মুম্বাই তে সোনার দামঃ
মুম্বইতে আজ 22 ক্যারেট 10 gm সোনার দাম 55,060 টাকা। 24 ক্যারেট 10gm সোনার দাম 60060 টাকা।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তথা Pradhan Mantri Ujjwala Yojana

চেন্নাই তে সোনার দামঃ
চেন্নাইতে আজ 22 ক্যারেট 10 gm সোনার দাম 55,410 টাকা। 24 ক্যারেট 10gm সোনার দাম 60,450 টাকা। চেন্নাইতে গতকাল সোনার দাম ছিলো 61,700 তাই চলতি মাসে সবচেয়ে কম টাকায় পাবেন আজ।

পুজোয় লটারি জেতার শুভ যোগ। এই নিয়মে লটারি কাটুন, কোটি টাকা জেতার সুযোগ নিন।

ব্যাঙ্গালোরে সোনার দামঃ
ব্যাঙ্গালোরে আজ 22 ক্যারেট 10 gm সোনার দাম 55,060 টাকা। 24 ক্যারেট 10gm সোনার দাম 60060 টাকা। এই দাম ও চলতি মাসের মধ্যে সর্বনিম্ন।

আরও পড়ুন, হাতে টাকা থাকলে জনপ্রিয় এই প্রকল্পে টাকা রাখুন যেকোনো ৫ টি সরকারি ব্যাংক থেকে।

হায়দ্রাবাদে সোনার দামঃ
হায়দ্রাবাদে আজ 22 ক্যারেট 10 gm সোনার দাম 55,060 টাকা। 24 ক্যারেট 10gm সোনার দাম 60060 টাকা।
এইখানে দেওয়া সোনার দাম গুলো সকাল 8 টায় আপডেট করা এবং সারাদিন ওঠানামা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button