PF এ কত টাকা পাবেন, চেক করেছেন? দেখে নিন।
কবে PF টাকা একাউন্টে ঢুকবে? জেনে নিন।
পেনশনভোগীদের জন্য সুখবর (PF)। যারা এতদিন ধরে পেনশনের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই প্রতিবেদনটি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, চলতি মাসেই পেনশনের টাকা একাউন্টে আসতে চলেছেন। কিভাবে চেক করবেন কত টাকা পাবেন?
চাকরি জীবনের মেয়াদ শেষে পেনশনের সুবিধা পাওয়া যায়। জরুরি ভিত্তিতে এই টাকাই ভরসা জোগায় কোনো কাজ সারতে। বর্তমানে পেনশনভোগীরা 8.1% সুদের হারে টাকা পাবেন। কিন্তু অনেকেই জানেন না কত টাকা পেতে চলেছেন। চলুন তাহলে এ বিষয়ে জেনে নেওয়া যাক।
২০২১-২২ সালের আর্থিক বছরে পেনশনভোগীরা অর্থাৎ PF এ 8.1% সুদের হারে টাকা পাওয়া যাবে। কিন্তু সরকারের তরফ থেকে (ইপিএফও) এখনও কোনো আপডেট মেলেনি। কোনো ব্যক্তির ইপিএফও একাউন্টে যদি ১ লাখ টাকা থাকে তাহলে তিনি মোট টাকার সাথে 8.1% সুদের হারে বছরে মোট ৮১০০ টাকা পাবেন। তার চেয়ে কম টাকা একাউন্টে থাকলে এই সুদের হারে টাকা পাবেন।
কিভাবে চেক করবেন ব্যালেন্স?
১) ইপিএফও-এর ওয়েবসাইট ওপেন করে ‘Our Services’-এর ড্রপডাউন থেকে ‘For Employees’ অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর ‘Member Passbook অপশনে ক্লিক করে UAN Number ও Password দিয়ে লগইন করতে হবে৷ একবার ইপিএফও অ্যাকাউন্ট খুললে SMS এর মাধ্যমে ব্যালেন্স চেক করা যাবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন ও নিয়মাবলী জেনে নিন
এছাড়া 7738299899 নম্বরে SMS করে, এরপর ‘EPFOHO UAN ENG’ টাইপ করে মেসেজ পাঠাতে হবে৷ তবেই ব্যালেন্স দেখা যাবে। উল্লেখ্য, Umang App এর মাধ্যমেও ব্যালেন্স চেক করা যাবে।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
শিশু কল্যাণ কমিটিতে উচ্চ বেতনে প্রচুর স্থায়ী কর্মী নিয়োগ, আবেদন করতে ক্লিক করুন
Sir I needed to Argent pf prand money