মিড ডে মিল ভিজিট (PM Poshan Mid Day Meal Inspection)

শুরু হচ্ছে মিড ডে মিল ভিজিট, নির্দেশিকায় কি বলা হয়েছে, দেখুন।

স্কুলগুলিতে মিড ডে মিল ভিজিট (PM Poshan Mid Day Meal Inspection) চালু হতে চলেছে। রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। জেলাস্তরে ডিএম অফিস থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, 18 জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত এই ৫ দিন ধরে স্কুলগুলিতে মিড ডে মিল সংক্রান্ত ভিজিট (Mid Day Meal Visit) করা হবে। এই ভিজিট এর সময় স্কুলগুলিতে মিড-ডে-মিল সংক্রান্ত সমস্ত তথ্য এবং পরিসংখ্যান জানতে চাওয়া হবে।

Advertisement

ইতিমধ্যেই এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। বেশ কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের একটি টিম রাজ্যের মিড-ডে-মিল ব্যবস্থায় কোনোরকম দুর্নীতি বা অনিয়ম হয়েছে কিনা তা দেখার জন্য পরিদর্শনে আসে। রাজ্যের বেশ কিছু স্কুলে Central Team পরিদর্শন করলেও সেই অর্থে কোনো অনিয়ম বা দুর্নীতি দেখতে পায়নি।

তবে রাজ্য সরকারের তরফে Mid Day Meal স্কুলগুলোতে সঠিকভাবে চালু রাখার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবার DM অফিস থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ১৮ই জুলাই থেকে ২২ জুলাই ৫ দিন ধরে স্কুলগুলিতে মিড-ডে-মিল ভিজিট করা হবে। এই ভিজিট এর সময় সংশ্লিষ্ট স্কুলগুলির মিড ডে মিল সংক্রান্ত সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখা হবে। পাশাপাশি, সেই তথ্য একটি ফরমে লিপিবদ্ধ করতে হবে।

Ads

কারা এই মিড ডে মিল ভিজিটের দায়িত্ব পেয়েছেন?
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, SDO ৫টি স্কুলে ভিজিট করবেন এবং BDO-রা ২০টি স্কুলে PM Poshan Mid day Meal ভিজিট করবেন। তার সঙ্গে DNO,SSK,MSK Cell-এর আধিকারিকদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

তবে এই মিড ডে মিল Visit সারা রাজ্যের স্কুলগুলিতে হচ্ছে না। শুধুমাত্র নদীয়া জেলাতেই এই ভিজিট করা হবে। পরবর্তীতে অন্যান্য স্কুলে হতে পারে। তবে এখনো পর্যন্ত সেই বিষয়ে সরকারের তরফে কিছু জানানো হয়নি। নদীয়া জেলার ২৮টি ব্লক বা মিউনিসিপালিটি অঞ্চলের স্কুলগুলিতে ভিজিটররা ঘুরে ঘুরে মিড ডে মিল ভিজিট করবেন। মিড ডে মিল ভিজিট এর সময় যে ফর্ম দেওয়া হয়েছে, তাতে কি কি তথ্য তুলে ধরতে বলা হয়েছে?

Advertisement
Online PF Account Statements

মিড ডে মিল ভিজিটে জানতে চাওয়া হবে:

  • PM Poshan Logo
  • সাপ্তাহিক মেনু বোর্ড
  • রান্নার জন্য টাকা রয়েছে কিনা, কবে নাগাদ শেষ টাকা পাওয়া গিয়েছে।
  • রাধুনীদের টাকা দেওয়া হয়েছে কিনা।
  • Contingent Health Plan
  • Fire Safety Process বা অগ্নি নির্বাপন যন্ত্র

PM Poshan Mid Day Meal inspection

  • রান্নার স্টোর রুম
  • পরিশ্রুত পানীয় জল (Drinking Water)
  • Kitchen Garden
  • Hand Washing
  • রান্নায় ব্যবহৃত বাসনপত্র
  • খাবার ঘর
  • Toilet
  • Display Board

স্কুল ভিজিট এর সময় নির্দিষ্ট ফর্মে লিপিবদ্ধ করতে হবেঃ
স্কুলের নাম, ব্লকের নাম, DISE Code, কতজন পড়ুয়া, ক্লাসের ভিত্তিতে কত জন ছাত্রছাত্রী উপস্থিত রয়েছেন, সহ বিস্তারিত তথ্য।

Ads

এই বিষয়ে আপনাদের কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। এবং এই মিড ডে মিল ভিজিটের সময় শিক্ষকদের দীর্ঘকালীন ছুটি নেওয়ার অনুমতি না ও মিলতে পারে। বিশেষ করে প্রধান শিক্ষক, মিড ডে মিল দায়িত্ব প্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মী, নোডাল টিচাদের জরুরীভিত্তিতে সমস্ত নথি রেডি রাখতে হবে।
আরও আপডেট পেতে সুখবর বাংলা ফলো করুন।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *