Ration Card থাকলেই পরিবারের কন্যা সন্তান পাবে 1 লাখ টাকা। নরেন্দ্র মোদীর নতুন প্রকল্প।

রেশন কার্ড (Ration Card) থাকলেই প্রতিটি পরিবারের কন্যা সন্তান পাবে এক লক্ষ টাকা। রাজ্য সরকারের নতুন উদ্যোগে উপকৃত বহু মানুষ।
রাজ্যের রেশন কার্ড ধারী পরিবারগুলোর জন্য এবার এক যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্যের সরকার। রেশন কার্ড আমাদের সকলের কাছে অত্যন্ত প্রয়োজনীয়।

One Nation One Ration Card Scheme

এই কার্ডের মাধ্যমে অন্নসংস্থান ঘটে আমাদের দেশের বহু দরিদ্র অসহায় মানুষদের। বিশেষত অতিমারীর পর থেকে ফ্রি রেশন চালু (Free Ration Card) হবার পর থেকে আরো বেশি করে উপকৃত হয়ে চলেছেন তারা। তবে এবার শুধু ফ্রি রেশনই নয়, যেসকল পরিবারের রেশন কার্ড রয়েছে তাদের আরো একটি বড় সুবিধা দিতে চলেছে এই রাজ্যের সরকার।

মন্ত্রিসভার এক বৈঠকে ঘোষণা করা হয়েছে এবার থেকে প্রতিটি রেশন কার্ড (Free Ration Card) ধারে পরিবারের কন্যা সন্তানকে এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবে সরকার। তবে এক্ষেত্রে কেবলমাত্র তারাই সুবিধা লাভ করবেন যাদের ‘এক দেশ এক রেশন কার্ড’ (One Nation One Ration Card Scheme) স্কিমের আওতায় ডিজিটাল রেশন কার্ড (Digital ration Card) রয়েছে এবং রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্ত রয়েছে। তবে এবার আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সরকারের তরফ থেকে ঠিক কি বলা হলো এই নতুন সুবিধা সম্পর্কে।

প্রাথমিক ভাবে, এই প্রকল্পের অধীনে, একটি কন্যা সন্তানের জন্মের পরে পরিবারকে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। দ্বিতীয়বার, প্রথম শ্রেণিতে পড়ার সময়ে পরিবার পাবে ৬,০০০ টাকা, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়ে পাবেন ৭,০০০ টাকা। একইভাবে, নবম শ্রেণিতে ভর্তি হলে, ৮,০০০ টাকা দেওয়া হবে ১৮ বছর বয়সে ৭৫,০০০ টাকা দেওয়া হবে। অর্থাৎ সব মিলিয়ে ১০১০০০ টাকা সাহায্য প্রদান করা হবে প্রতিটি পরিবারের কন্যা সন্তানের উদ্দেশ্যে।

চলতি বছরের মার্চ মাসে মহারাষ্ট্রের বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন নেত্রী মনীষা কায়ান্দে এই ঘোষণা করেন। তিনি বলেন এখন থেকে প্রতিটি পরিবারে কন্যা সন্তান জন্মানোর সময় থেকে শুরু করে তার ১৮ বছর বয়স পর্যন্ত সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হবে তার সমস্ত খরচ খরচার জন্য। তাদের পড়াশোনা থেকে শুরু করে বিবাহ, চাকরি বাকরি ইত্যাদি সব খরচ বহন করবে রাজ্য সরকার। আমাদের দেশে এখনও পর্যন্ত কন্যা সন্তানদের বোঝা মনে করা হয়।

আরও পড়ুন, সরকারি ব্যাংক বিক্রির তোড়জোড় কেন্দ্রের, হঠাৎ কেন্দ্রের এমন সিদ্ধান্তের কারণ জানলে অবাক হবেন।

তাই সমাজে যথেষ্ট অবহেলিত হতে হয় তাদের। এমনকি জন্মের সময়ই অধিকাংশ পরিবার কন্যা সন্তানের ভ্রুণ নষ্ট করে ফেলে। তাই মেয়েদের প্রতি আর এই অবিচার যাতে না ঘটে সে কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর তাতে সরাসরি অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। সেই অনুযায়ী গত ১ এপ্রিল থেকে চালু হয়ে গিয়েছে এই রাজ্যে রেশন কার্ড ধারী (One Nation One Ration Card Scheme) পরিবার গুলির জন্য নতুন এই সুবিধা।

তবে সকল রেশন কার্ড ধারী পরিবারকে কিন্তু এই সুবিধা দেওয়া হবে না। এই রাজ্যে কেবলমাত্র যাদের কমলা এবং হলুদ রেশন কার্ড রয়েছে তাদেরই পরিবারের কন্যা সন্তানের জন্য এই আর্থিক সাহায্য প্রদান করবে সরকার। সাধারণত শহর এলাকায় যে সকল পরিবারের বার্ষিক আয় ১৫ হাজার টাকা পর্যন্ত তাদেরকে হল শ্রেণী কার্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যাদের আয় ১৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত তাদের কমলা শ্রেণী কার্ডভুক্ত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে সরকার সূত্রে।

আরও পড়ুন, পুজো উপলক্ষ্যে ডবল ডবল রেশন পাবেন। কোন কার্ডে কি রেশন পাবেন জেনে নিন।

আরও জানা গেছে, রাজ্যের ২.৫ কোটি লোকের নামে রেশন কার্ড নথিভুক্ত রয়েছে। যার মধ্যে ১ কোটি ৭ লক্ষ মানুষের কমলা রেশন কার্ড এবং ৬২ লক্ষ মানুষের হলুদ রেশন কার্ড রয়েছে। এই দুই রেশন কার্ড ধারী পরিবারকেই সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
Written by Nabadip Saha.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button