Maandhan Yojana

Maandhan Yojana হচ্ছে কেন্দ্র সরকারের এক আকর্ষণীয় জনদরদী প্রকল্প যা সমাজের সাধারণ কর্মঠ মানুষের একটি নির্দিষ্ট আয়ের পথ সুগম করে। বর্তমানে দেশের সাধারণ মানুষদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার বেশ কিছু প্রকল্প চালু করেছে। মানধন যোজনা-ও একটি প্রকল্প যেখানে মূলত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের প্রাধান্য দেওয়া হয়েছে।

Advertisement

Maandhan Yojana প্রকল্পে আবেদন করলেই নিশ্চিত পেনশন।

মানধন যোজনা (Maandhan Yojana) কী?
কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, কেবলমাত্র 18 বছর থেকে শুরু করে 40 বছর বয়সী অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরাই এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

এছাড়াও এই Maandhan Yojana প্রকল্পের আওতায় আসতে গেলে বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে।
এক, আবেদনকারী শ্রমিকদের মাসিক আয় 15 হাজার টাকার কম হতে হবে।
দুই, সংগঠিত ক্ষেত্রে কর্মীরা অথবা EPF/ NPS/ ESIC এর অধীনে কর্মরত কোনো শ্রমিক এই প্রকল্পের অধীনে আসতে পারবেন না।
তিন, যেসব কর্মীরা আয়কর দিয়ে থাকেন, তারাও এই প্রকল্পের জন্য অনুপযোগী।

Ads

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক কারা?
কেন্দ্রের নোটিশে জানানো হয়েছে,ফুটপাতের বিক্রেতা, রিকশচালক, নির্মাণশ্রমিক সহ অন্যান্য ক্ষেত্রের শ্রমিক, যাদের মাসিক আয় 15000 টাকার কম, তারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক বলে বিবেচিত হবেন।

Advertisement

সাপ্তাহিক রাশিফল (6-12ই ফেব্রুয়ারি, 2023) – মেষ থেকে মীন, পার্ট-1 দেখে নিন।

বার্ষিক অনুদান কত?
এই প্রকল্পের অধীনে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কেন্দ্র সরকারের তরফে প্রতিবছরে 36 হাজার টাকা দেওয়া হয়ে থাকে।

Advertisement

কত বিনিয়োগ করতে হয়?শ্রমিকরা মূলত তাদের বয়স অনুসারে 55 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারে। এরপর শ্রমিকদের 60 বছর বয়স হলে তাদের এই যোজনার আওতায় প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন দেওয়া হয়।

Ads

বাজেট ঘোষনা হতেই বদলে গেল রেশন তোলার নিয়ম, এই 3 টি নিয়ম না মানলে রেশন পাবেন না।

আবেদন করবেন কীভাবে?
যেসকল শ্রমিকরা Maandhan Yojana এর আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে চান, তারা বাড়ির কাছাকাছি থাকা তথ্য মিত্র কেন্দ্রে গিয়ে এই প্রকল্পের ফর্ম ভরুন। আবেদনের জানানোর সময় আধার কার্ড এবং আবেদনকারী ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য প্রদান করতে হয়। তাই, ব্যাঙ্কের সমস্ত কাগজ এবং আধার কার্ড সাথে নিয়ে তথ্য মিত্র কেন্দ্রে যাওয়াই ভালো।
Written by Parna Banerjee.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *