Ration Card

রেশন নেবার জন্য যেতে হয় Ration Card – এ। সেক্ষেত্রে বাড়ির কাছের Ration Card বেছে নিতে হয় গ্রাহকদের। বিগত মহামারীর সময়ে রেশনের গুরুত্ব বুঝতে পেরেছে সারা দেশের সাধার মানুষ। আর এবারে এই Ration Card নিয়ে বিরাট পরিবর্তন আসতে চলছে পশ্চিমবঙ্গ রাজ্যে। যদি রেশন তুলে থাকেন, তাহলে অবশ্যই এই প্রতিবেদন আপনার জন্য। আর যাদের রেশনে মাল তোলার ততটা প্রয়োজন নেই, তাদের এই প্রতিবেদন আগে থেকে দেখে রাখা দরকার। চলুন, প্রতিবেদনে জেনে নেওয়া যাক বিস্তারিত।

Advertisement

Ration Card সংক্রান্ত বিষয়ে সমস্ত তথ্য জেনে রাখা দরকার।

রাজ্যের রেশন তোলার নিয়মে বদল আসছে। এত দিন অবধি Ration Card দিয়ে রেশন তোলার সময় আধার নাম্বার নিশ্চিত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হত গ্রাহকদের। এবার সেই নিয়মেই আসতে চলেছে আমূল পরিবর্তন। সরকারের তরফে জানানো হয়েছে, এবার থেকে রেশন তোলার সময় আধার নাম্বার নিশ্চিত করার জন্য ফিঙ্গারপ্রিন্টের পরিবর্তে গ্রাহকদের রেটিনা স্ক্যান করা হবে। দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গেই রেশন তোলার নিয়মে বদল আসতে চলেছে। রাজ্যের বিভিন্ন জেলাতে আগামী মাসের মধ্যেই শুরু হয়ে যাবে এই রেটিনা স্ক্যান করে রেশন দেওয়ার পদ্ধতি।

এই ব্যবস্থা চালু করার জন্য ইতিমধ্যেই কিছু মডেল রেশন দোকান নির্বাচন করা হয়েছে, যেখানে খুব শীঘ্রই এই প্রক্রিয়া শুরু করে রেশন দেওয়া হবে বলে জানা গিয়েছে। রেটিনা স্ক্যানার মেশিন বসানোর দায়িত্বে থাকছে এক বেসরকারি সংস্থা। মেশিন বসানো হয়ে গেলে কীভাবে মেশিন ব্যবহার করতে হবে সেই নিয়ে ডিলারদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে।

Ads

বাতিল হওয়া ব্যাংক গ্রাহকদের দশা বেহাল, জমা টাকা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।

বর্তমানে দেশের সর্বত্র রেশন দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদেরই আধার যাচাই করে দেখা হয় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। তবে এই ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে বহু বাধার সম্মুখীন হতে হয় গ্রাহক এবং রেশন ডিলারদের। তাই পুরোনো ব্যবস্থা তুলে দিয়ে রেটিনা স্ক্যানিংয়ের মাধ্যমে রেশন দেওয়ার ব্যবস্থা করতে চাইছে সরকার। আশা করা হচ্ছে এর ফলে রেশন দেওয়ার বিষয়টিতে স্বচ্ছতা বজায় থাকবে।

Advertisement

আগামী মাস থেকে রেশনে পাবেন, নতুন সামগ্রী, কোন কার্ডে কতটা পাবেন? রেশন কার্ডে যুক্ত হলো নতুন সুবিধা।

পশ্চিমবঙ্গের মোট ২১ হাজার রেশন দোকানে ইতিমধ্যেই এই রেটিনা স্ক্যান করে রেশন দেওয়ার ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারী তরফে। এই প্রসঙ্গে এক রেশন ডিলার জানান, “রেটিনা স্ক্যান করে রেশন দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা হবে। ফলে, আমাদের পর্যাপ্ত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। গ্রাহকদের সুবিধার জন্য আমরা সমস্ত পদক্ষেপ করতে রাজি। স্বচ্ছভাবে সকল গ্রাহকের কাছে রেশন পৌঁছে যাক, এটাই চাই।”
Written by Parna Banerjee.

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *