Shilper Samadhane: দুয়ারে সরকারের মতো নতুন ক্যাম্প চালু করলেন মুখ্যমন্ত্রী। আপনার বাড়ির কাছেই মিলবে সমস্ত সমস্যার সমাধান
Shilper Samadhane Camp In West Bengal
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হল শিল্পের সমাধানে ক্যাম্প (Shilper Samadhane). এর আগে দুয়ারে সরকার (Duare Sarkar Camp) ক্যাম্পের কথা তো সকলেই জানেন। রাজ্য জুড়ে এই ক্যাম্পের আয়োজন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দুয়ারে সরকার ক্যাম্পে মেলে একাধিক সমস্যা সমাধান। রাজ্যবাসী ঠিক বাড়ির কাছেই এই ক্যাম্পে যোগদান করতে পারেন নিজেদের সমস্যার কথা জানাতে পারেন এবং সমাধান পেতে পারেন। তবে সম্প্রতি ঠিক দুয়ারে সরকারের মতোই নতুন একটি ক্যাম্প চালু হলো রাজ্যে। এখন প্রশ্ন হল, এখানে কি সুবিধা মিলবে, কোথায় হবে এই ক্যাম্প? বিস্তারিত জানতে পড়ে নিন আজকের প্রতিবেদন।
Shilper Samadhane Camp In West Bengal
গত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হওয়া দুয়ারে সরকার ক্যাম্প বেশ জনপ্রিয় হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা, তার আবেদন, ক্যান্সলেশন, সবটাই সম্ভব হচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্পে। নভেম্বর মাস থেকেই শোনা যাচ্ছিল, খুব শীঘ্রই রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হবে। তবে তার আগেই এবার ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলে একটি নতুন উদ্যোগ নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গের শিল্পোদ্যোগ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এই ২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক এবং পৌর এলাকায় অনুষ্ঠিত হবে এক বিশেষ শিবির। যে শিবিরের নাম শিল্পের সমাধানে। এই শিবির আয়োজিত হচ্ছে মূলত পশ্চিমবঙ্গ ok ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের উদ্যোগে আয়োজিত হতে চলেছে। শিবিরে মোট বারো ধরণের গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করা হবে, যা উপকারী হবে শিল্পোদ্যোগীদের জন্য। এই শিবির শুরু হয়েছে ২ ডিসেম্বর, ২০২৪ থেকে যা চলবে আগামী ২০ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত। এই শিবিরের আয়োজন করা হবে রাজ্যের প্রতিটি ব্লক এবং পৌর এলাকায়।
ফ্রিতে বাড়ি দিচ্ছে সরকার! বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট ডাউনলোড করুন
শিল্পের সমাধানে শিবিরের লক্ষ্য কী?
বর্তমানে রাজ্য সরকার ডিসেম্বর মাসকে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পোদ্যোগের মাস হিসেবে উল্লেখ করেছেন। আর এই উদ্যোগের মূল লক্ষ্য হল হস্তশিল্প কারিগর এবং উদ্যোক্তাদের মধ্যে তথ্যের আদান-প্রদান বাড়ানো। তাঁদের সার্বিক উন্নয়ন সাধন করা। এই বিশেষ শিবিরের মাধ্যমে হস্তশিল্প কারিগর ও উদ্যোক্তারা বিশেষভাবে উপকৃত হবেন। আর উদ্যোগ, পরিকল্পনা সম্পর্কে বিশদ ধারণা পাবেন। এছাড়াও এই শিবিরে যারা অংশগ্রহণ করবেন তাঁরা বিভিন্ন সরকারি প্রকল্পে কীভাবে অংশগ্রহণ করতে হবে, কীভাবে নিজের শিল্পোদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, হবে সে সম্পর্কেও পরিষ্কার ধারণা পাবেন।
স্বাস্থ্যসাথীর নিয়মে বিরাট বদল। কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার কিভাবে সুবিধা মিলবে
এই শিবির থেকে কি সুবিধা পাবেন?
এক নজরে দেখে নেওয়া যাক এই শিবির থেকে আপনি কি কি সুবিধা পাবেন।
- প্রথমত, এই শিবির থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে সরাসরি আবেদন করা সম্ভব হবে।
- ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানানো যাবে।
- এই শিবির থেকে হস্তশিল্প কারিগরদের জন্য বিশেষ সরঞ্জাম সরবরাহ করা হবে।
- এই শিবির থেকে মিলবে মৃত্যুকালীন সুবিধার জন্য আবেদন। ৪) এছাড়াও রাজ্যে চলমান প্রকল্পের কোনো সমস্যার সমাধান মিলবে এখানে।