SBI New Rules 2022

SBI New Rules 2022 – বদলেছে গ্রাহকদের টাকা লেনদেনের নিয়ম।

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI New Rules 2022) আবারও গ্রাহকদের জন্য করেছে দুটি বিশেষ ঘোষণা। মানুষের ভালো খারাপ সব সময় সাথেই এটিএম। এবার সেই এটিএম থেকে টাকা তুলতে গেলে মানতে হবে বিশেষ নিয়ম। সুরক্ষার কথা মাথায় রেখেই আনা হয়েছে এই নতুন নিয়ম।

Advertisement

এত জালিয়াতির খবর চারিদিক থেকে আসে যে ব্যাংকগুলিকে প্রায়শই বদলাতে হয় ট্রানজাকশনের নিয়ম। এবার থেকে যদি এটিএম (SBI New Rules 2022) থেকে ১০ হাজার টাকার বেশি তুলতে হয় তবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP দিলে তবেই পাওয়া যাবে সেই টাকা। সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষ এমনটাই জানায় ট্যুইট করে। তবে ১০ হাজারের কম টাকা তুলতে লাগবে না কোন OTP.

আরেকটি বড় ঘোষণা হল, এবার থেকে এসবিআই-এর গ্রাহকরা ব্যাংকের তরফে জারি করা বিশেষ টোল ফ্রি নম্বরে (SBI New Rules 2022) ফোন করলে জানতে পারবেন অ্যাকাউন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য। যার ফলে যে কোন স্থান থেকে গ্রাহকরা প্রয়োজনীয় এবং প্রাথমিক কাজগুলি সহজেই সেরে ফেলতে পারবেন, যেতে হবে না ব্যাংকে। সম্প্রতি ২৩ জুন এমনটাই ট্যুইট করা হয়েছে এসবিআই-এর তরফে।

Ads

একাধিক নিয়ম পরিবর্তনের পর বাড়লো একাধিক পণ্য, পরিষেবায় GST-র হার। দেখে নিন দাম বৃদ্ধির নতুন লিস্ট

টোল ফ্রি নম্বরে ফোন করে যে পরিষেবাগুলি পাওয়া যাবে-
১) অ্যাকাউন্ট ব্যালেন্স। (SBI New Rules 2022)
২) শেষ পাঁচটি লেনদেন।
৩) এটিএম কার্ড ব্লক করা।
৪) চেক বই কবে আসবে।
৫) TDS সম্পর্কে।
৬) এছাড়া আগের এটিএম কার্ড ব্লক করার পর নতুন কার্ডের ব্যাপারেও জানা যাবে।

Advertisement

ব্যাংকের তরফে জারি করা টোল ফ্রি নম্বর-
১) ১৮০০ ১২৩৪,
২) ১৮০০ ১১ ২২১১,
৩) ১৮০০ ৪২৫ ৩৮০০,
৪) ১৮০০ ২১০০,
৫) ০৮০-২৬৫৯৯৯৯০,
৬) ১৮০০-২১০০,
৭) ১৮০০ ৪২৫ ৩৮০০.

Advertisement

স্কুল শিক্ষকেরা প্রাইভেট পড়াতে গিয়ে ধরা পড়লে কি শাস্তি হবে, দেখুন

ভুল লেনদেন-
ভুল লেনদেন হলে ফোন করে অভিযোগ জানাতে পারবেন এই নম্বরে।
১) ১৮০০ ১১ ১১০৯, (SBI New Rules 2022)
২) ৯৪৪৯১ ১২২১১.
ইমেইল আইডি-
ফোনে সন্তুষ্ট না হলে গ্রাহকেরা মেইল পাঠাতে পারেন নিচে দেওয়া এই ইমেইল আইডিতে।
১) customercare@sbi.co.in
২) contactcentre@sbi.co.in

Ads

প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

আধার কার্ড নিয়ে একাধিক নিয়ম বদল করলো UIDAI

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *