ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প

সম্প্রতি সারা দেশে পয়লা এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন অর্থবর্ষ। এবার থেকে বেশ কয়েকটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পতে বেড়েছে সুদ। এর সাথে সাথেই বিভিন্ন ক্ষেত্রে KYC সংক্রান্ত বিষয়ে আসছে বিশেষ আপডেট। সারা দেশের সমস্ত ব্যাংকিং পরিষেবাতে ডিজিটাল সিস্টেম চালু হবার ফলে আগের থেকে কাজ হচ্ছে অনেক বেশি দ্রুত এবং নির্ভুল। এবার থেকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে এই KYC করার নিয়ম করা হবে আরও বেশি সহজ।

Advertisement

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প অনুসারে সুদ ও KYC – তে মিলছে বিরাট সুবিধা।

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে KYC নিয়ম এবার আরও সহজ, দেখে নিন পদ্ধতি। এখন প্রতিটি ব্যাঙ্কই তাদের গ্রাহকদের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প সহ অন্যান্য ক্ষেত্রে কেওয়াইসি সম্পন্ন করাতে বলে। তবে বর্তমানে আয়কর দফতরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার কিছুটা বদল আনা হবে কেওয়াইসির নিয়মে। সহজ করা হবে নিয়মগুলো যাতে দেশের প্রান্তিক মানুষরাও সহজেই আর্থিক নিরাপত্তা পান। এখন দেশের অধিকাংশ বিনিয়োগকারীই ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে বিনিয়োগ করতে চান।

কারণ এই দুই জায়গায় বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বিনিয়োগ করা অর্থের নিরাপত্তা মেলে সহজেই। পাশাপাশি গ্রাহকদের দেওয়া হয় উচ্চ হারে সুদও। এখন থেকে গ্রাহকরা যাতে খুব সহজে এখানকার স্কিমগুলিতে বিনিয়োগ করতে পারেন,তার জন্য নয়া পরিকল্পনা করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এই প্রসঙ্গে, সংশ্লিষ্ট দফতরের একজন উচ্চপদস্থ আধিকারিক সাংবাদিকদের বলেন, ‘গ্রামীণ এলাকায় যাতে এই স্কিমগুলির সুবিধা সকলে নিতে পারেন সেজন্য কিছু বিভাগে পরিবর্তন আনার ভাবনা চিন্তা করা হচ্ছে।

Ads

KYC পদ্ধতিতে কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করা হতে পারে।’ জানা গিয়েছে কেওয়াইসিতে মূলত তিনটি পদ্ধতিগত পরিবর্তন আনা হতে পারে।
প্রথমত, গ্রাহকদের প্যানের বদলে আধার কার্ড ব্যবহার করে স্মল সেভিংস স্কিমগুলিতে বিনিয়োগ করার সুবিধা দেওয়া হবে। কারণ দেশের বেশির ভাগ মানুষই প্যান কার্ডের তুলনায় আধার ব্যবহার করেন।

Advertisement

এই পরিবর্তনের ফলে গ্রামীণ এলাকায় গ্রাহকদের মধ্যে স্বল্প সঞ্চয়ে বিনিয়োগের ইচ্ছা বাড়বে।
দ্বিতীয়ত, আইনি উত্তরাধিকারীদের মৃত গ্রাহকদের ডিপোজিট থাকা টাকা রিটার্ন পাওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নিয়মে বদল এনে তা আরও সরল করতে পারে।
তৃতীয়ত, এবার থেকে ব্যাঙ্ক ও পোস্ট অফিসের বিনিয়োগগুলিতে নমিনির প্রক্রিয়াও সরল করা হতে পারে।

Advertisement

সাপ্তাহিক রাশিফল (3-9ই এপ্রিল, 2023) – মেষ থেকে মীন, পার্ট-1 দেখে নিন।

ধারণা করা হচ্ছে, টাকা বিনিয়োগের ক্ষেত্রে নিয়ম হলে তা দেশবাসীর কাছে প্রকল্পগুলির প্রতি আকর্ষণ বাড়ানোর পাশাপাশি অর্থপ্রবাহের পরিমাণও বৃদ্ধি পাবে। এই ফান্ডগুলি কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকার আয়ের ঘাটতির আংশিক পূরণ করতে সক্ষম হবে। ফলত, কমবে বাজার থেকে ঋণ নেওয়ার প্রবণতাও।

Ads

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট – এপ্রিল থেকে সরকারের নতুন প্রকল্প, কি কি সুবিধা পাবেন জেনে নিন।

এই প্রসঙ্গে উল্লেখ্য, 2022-23 অর্থবর্ষে ন্যাশনাল স্মল সেভিংস ফান্ড থেকে 4.39 লক্ষ কোটি টাকা সংগ্রহ করা যাবে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে আগামী অর্থাৎ 2023-24 অর্থবর্ষে 4.71 লক্ষ কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যমাত্রা  রাখা হয়েছে।
Written by Parna Banerjee.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *