Vidyadhan Scholarship – বিদ্যাধন স্কলারশিপে আবেদন শুরু 2024। মাধ্যমিক পাশ করলেই পাবেন 10 হাজার টাকা!

সম্প্রতি জনপ্রিয় হয়েছে একটি স্টুডেন্ট স্কলারশিপ, যার নাম Vidyadhan Scholarship. বিদ্যাধন স্কলারশিপ কি? বিদ্যাধন স্কলারশিপ হলো সরোজিনী দামোদরণ ফাউন্ডেশনের তরফ থেকে আর্থিক দিক থেকে পিছিয়ে পরা পড়ুয়াদের উদ্যেশ্যে একটি স্কলারশিপের। শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যই নয় কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, ওড়িশা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যের প্রায় 8000 ছাত্র ছাত্রী এই স্কলারশিপের দ্বারা নির্বাচিত হবেন এবং আর্থিক দিক থেকে সহায়তা পাবেন।

Vidyadhan Scholarship Application Strat

স্কলারশিপে বৃত্তির পরিমাণ

বিদ্যাধন স্কলারশিপের মাধ্যমে মাধ্যমিক স্তরে নির্বাচিত ছাত্র ছাত্রীরা প্রত্যেক বছর 10000 টাকা করে পাবে। অর্থাৎ একাদশ ও দ্বাদশ মিলিয়ে তারা 20000 টাকা করে পাবে। কিন্তু কোর্স এবং ইন্টারভিউয়ে নেওয়া যোগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর কোর্সের ছাত্র ছাত্রীদের বৃত্তির মূল্য 75 হাজার টাকা অব্দি নির্ধারিত হতে পারে।

জগদীশচন্দ্র বসু ন্যাশনাল স্কলারশিপে আবেদন করলেই প্রতিমাসে মিলবে 4000 টাকা! এখনই আবেদন করুন

স্কলারশিপের মানদণ্ডতা

স্কলারশিপে আবেদনের জন্য ছাত্র ছাত্রীদের বেশ কিছু মানদন্ডতা রয়েছে। যেই শর্তগুলো পালন না করতে পারলে তারা বিদ্যাধন স্কলারশিপ থেকে কোনো প্রকারের বৃত্তি পাবে না। মাধ্যমিকে উত্তীর্ণ ব্যাক্তিদের মধ্যে যারা আবেদন করতে চাইছেন তাদের 80 শতাংশের ওপরে নাম্বার থাকতে হবে। 80 শতাংশ বলতে এখানে 700 এর মধ্যে 560 এর বেশি নাম্বারকে বোঝাচ্ছে। প্রতিবন্ধী পড়ুয়াদের ক্ষেত্রে এই শতাংশ কমে 65 শতাংশ করা হয়েছে। এছাড়া প্রার্থীদের পারিবারিক আয় বছরে 2 লাখ টাকার কম হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীর মাধ্যমিকের মার্কশিট, পরিবারের ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, পাসপোর্ট সাইজ রঙিন ফটো, ভ্যালিড ফোন নাম্বার ও ই-মেল আইডির প্রয়োজন। প্রতিবন্ধী পড়ুয়াদের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সার্টিফিকেট প্রদান করতে হবে।

স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া

১) আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে সম্পূর্ণ অনলাইন প্রসেসে।
২) প্রথমেই প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে ভিসিট করতে হবে।
৩) এরপর আপনার ই – মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৪) পরর্বতী স্টেপে Apply Now তে ক্লিক করতে হবে।

৫) তারপর যা যা তথ্য পূরণ করতে বলা হয়েছে সেই সমস্ত ডিটেলস সঠিক ভাবে দিতে হবে।
৬) তারপর সমস্ত ডকুমেন্টস সমেত ফর্মটি সাবমিট অপশনে গিয়ে সাবমিট করে দিন। ফর্ম সাবমিট করার ওর আপনাদের কাছে ফর্ম সাবমিশনের একটি মেসেজ দেওয়া হবে ” submission Successful” বলে।

পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য আবেদনকারীদের বৃত্তি প্রদান করা হবে। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে 10 জুলাই 2024। পরীক্ষা নেওয়া হবে 21 জুলাই এবং ইন্টারভিউ নেওয়া হবে 9 আগষ্ট 2024. স্কলারশিপ সংক্রানো যেকোনো তথ্য প্রাপ্তির জন্য আপনারা vidyadhan.Bengal@sdfoundationindia.com অথবা 9663517131 নাম্বারটিতে কল করে নিতে পারেন।
Written by Sathi Roy.

সম্পাদক

Leave a Comment