WB Summer Vacation 2022 – আবারো কি বাড়বে গরমের ছুটি? কিসের ইঙ্গিত দিলো হাইকোর্ট?
WB Summer Vacation 2022 – কি বক্তব্য রাজ্যের?
১৫ মে থেকে এবছরের গরমের ছুটি দেওয়ার কথা বলা হলেও গরমের তীব্রতা (WB Summer Vacation 2022) বাড়ার কারণে ২ মে থেকে দেওয়া হয়েছিল ছুটি। কারণ এপ্রিল মাসের শেষের দিক থেকে পরিবর্তন হচ্ছিল আবহাওয়া। প্রায়শই বইতো লু। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষের পরে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় গরমের ছুটি দেবার। তবে তারপরে অবশ্য পরিবর্তন ঘটে আবহাওয়ার।
তবে ২ জুন থেকে ১৫ জুন, টানা এই ৪৫ দিন গরমের ছুটি (WB Summer Vacation 2022) দেওয়ার বিপক্ষে ছিলেন শিক্ষক মহলের একাংশ। তারা বলেন, এমনিতেই গত ২ বছর অতিমারির কারণে বন্ধ ছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র-ছাত্রীরা করেননি ঠিক করে পড়াশোনা। অনেক কিছু শেখায় ঘাটতি থেকে গেছে। এই গরমের ছুটি বাড়ানো নিয়েই কলকাতা হাইকোর্টে দায়ের করা হয় জনস্বার্থ মামলা। তারই ভিত্তিতে সোমবার হয় শুনানি।
সোমবারে শুনানিতে মামলাকারী প্রথমে বলেন, আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে বর্ষার (WB Summer Vacation 2022) প্রবেশ ঘটেছে। সুতরাং কোনো রকম তাপমাত্রা পরিবর্তনের আর সম্ভাবনা নেই। আবহাওয়া পরিবর্তনের যে বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে গরমের ছুটি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল সেটার আর এখন কোন ভিত্তি নেই। এর ভিত্তিতেই মামলাকারী জিজ্ঞেস করেন, গরমের ছুটি তাহলে ২৬ তারিখ পর্যন্ত বাড়ানোর অর্থ কি?
দিনের-পর-দিন লটারি টিকিট কেটে হতাশ? এই নম্বর বাছুন আর ম্যাজিক দেখুন
আরও বলেন এই স্কুল বন্ধ থাকার কারণে বন্ধ রয়েছে মিড ডে মিল ব্যবস্থা। যার ফলে বঞ্চিত হচ্ছে একাধিক স্কুল পড়ুয়া। এই সবকিছু মিলিয়ে মামলাকারীর এই গরমের ছুটির (WB Summer Vacation 2022) মেয়াদ বাড়ানো নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তা খারিজ করার আর্জি জানিয়েছেন।
অন্যদিকে মামলাকারীর গলা বক্তব্যের ভিত্তিতে, সরকার পক্ষের আইনজীবী সম্রাট সেন বলেন, যখন এই গরমের ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তখন পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (WB Summer Vacation 2022) ছাড়িয়ে গিয়েছিল। অন্যদিকে তিনি রাজ্যের হয়েও স্পষ্ট করে বলেন যে মিড ডে মিল ব্যবস্থা বন্ধ হয়নি।
এদিন কোর্টে শুনানি চলাকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব রাজ্যের কাছে প্রশ্ন করেন, “আপনারা কি আর বাড়াতে চান?” তবে রাজ্যের তরফ থেকে স্পষ্ট ভাবে এর কোনো ইঙ্গিত দেওয়া হয়নি (WB Summer Vacation 2022)। বলা হয়েছে, “সব নির্ভর করছে আবহাওয়ার ওপর। যদি পরিস্থিতি ভালো হয় তার ওপর নির্ভর করবে।” তাই সোমবার শুনানি শেষ হলেও মামলার রায় দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
গত সোমবার অর্থাৎ ২০ জুন থেকে খুলে গিয়েছে রাজ্যের একাধিক বেসরকারি স্কুল। এখন দেখার যে আদৌ ২৬ জুন পর্যন্ত বহাল থাকবে গরমের ছুটি। নাকি রাজ্যের কয়েকটি বেসরকারি স্কুলের মত খুলে যাবে সব স্কুলগুলি। প্রতিদিন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
শুক্রবারের পর বাকি SLST চাকরিপ্রার্থীরা শেষমেশ পেলেন জামিন, কত টাকা বন্ডে দেওয়া হল জামিন