Bank Of Baroda Recruitment 2022

Bank Of Baroda Recruitment 2022 – জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

চাকরি প্রার্থীদের জন্য বড় একটি সুখবর। যারা এতদিন ব্যাংকের চাকরির Bank Of Baroda Recruitment 2022) জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য ব্যাঙ্ক অফ বরোদা নিয়ে এসেছে একটি দারুন সুযোগ। ভারতের তৃতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল ব্যাঙ্ক অফ বরোদা। সম্প্রতি এর তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোন জেলার পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই করতে পারবেন এই পদের জন্য আবেদন। চলুন তাহলে দেখে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

১) শূন্যপদের নাম- রিলেশনশিপ ম্যানেজার। (Bank Of Baroda Recruitment 2022)
শূন্যপদ সংখ্যা- ৭৫ টি।
আবেদনকারীর বয়সসীমা- ২০২২ সালের ১ জুনের হিসেবে আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে ৩৫ বছর এবং সর্বাধিক ৪২ বছর।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের আবেদনকারীদের ফিন্যান্স বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অথবা ডিপ্লোমা করা থাকতে হবে। তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অন্তত ১০ বছরের জন্য সরকারি/ বেসরকারি/ বিদেশি কোন ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান থেকে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

২) শূন্যপদের নাম- কর্পোরেট অ্যান্ড ইনস্ট্যান্ট ক্রেডিট।
শূন্যপদ সংখ্যা- ১০০ টি। (Bank Of Baroda Recruitment 2022)
আবেদনকারীর বয়সসীমা- ২০২২ সালের ১ জুনের হিসেবে আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে ২৮ বছর এবং সর্বাধিক ৩৫ বছর।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের আবেদনকারীদের ফিন্যান্স বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অথবা ডিপ্লোমা করা থাকতে হবে। তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অন্তত ৫ বছরের জন্য সরকারি/ বেসরকারি/ বিদেশি কোন ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান থেকে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

পে কমিশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, হতেও পারে কমিশন অবলুপ্ত!

৩) শূন্যপদের নাম- ক্রেডিট অ্যানালিস্ট। (Bank Of Baroda Recruitment 2022)
শূন্যপদ সংখ্যা- ১০০ টি।
আবেদনকারীর বয়সসীমা- ২০২২ সালের ১ জুনের হিসেবে আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে ২৮ বছর এবং সর্বাধিক ৩৫ বছর।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের আবেদনকারীদের ফিন্যান্স বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অথবা ডিপ্লোমা করা থাকতে হবে। তাছাড়া CA/ CMA/ CS/ CFA এই কোড গুলি করা থাকলেও করা যাবে আবেদন। তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অন্তত ৫ বছরের জন্য সরকারি/ বেসরকারি/ বিদেশি কোন ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান থেকে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

৪) শূন্যপদের নাম- কর্পোরেট অ্যান্ড ইনস্ট্যান্ট ক্রেডিট ।
শূন্যপদ সংখ্যা- ৫০ টি। (Bank Of Baroda Recruitment 2022)
আবেদনকারীর বয়সসীমা- ২০২২ সালের ১ জুনের হিসেবে আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে ২৫ বছর এবং সর্বাধিক ৩০ বছর।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের আবেদনকারীদের যে কোন শাখায় যেকোনো বিষয়ে স্নাতক ও CA কোর্স করা থাকতে হবে। তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

দারুণ সুখবর, বিদ্যুৎ বিল জমা দিলে পাওয়া যাবে বিশেষ ছাড়

নিয়োগ স্থান- সারা ভারতের ব্যাঙ্ক অফ বরোদা যে কোন শাখায় বা অফিসে করা হবে চাকরিপ্রার্থীদের নিয়োগ। (Bank Of Baroda Recruitment 2022)
আবেদন পদ্ধতি- ইচ্ছুক এবং যোগ্য চাকরিপ্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে পারবেন সমস্ত পদের জন্য আবেদন।
নিয়োগ পদ্ধতি- অনলাইন পরীক্ষা সাইক্রমেট্রিক পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য চাকরিপ্রার্থীদের।

আবেদন ফি- General, OBC, EWS প্রার্থীদের এই সমস্ত পদে আবেদনের জন্য দিতে হবে ৬০০ টাকা। অন্যান্য আবেদনকারীদের দিতে হবে ১০০ টাকা। (Bank Of Baroda Recruitment 2022)
আবেদনের শেষ তারিখ- যোগ্য এবং ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আগামী ১২ জুলাই, ২০২২ এর মধ্যে অনলাইনে করতে পারবেন এই পদের জন্য আবেদন।
আবেদনের অফিশিয়াল নোটিফিকেশন
অফিশিয়াল ওয়েবসাইট

প্রতিদিন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

পশ্চিমবঙ্গে আবার বন্ধ হতে পারে স্কুল, আজ জানিয়ে দিলো শিক্ষা দপ্তর