Ration Card – 3 মাসের মধ্যেই পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দিতে হবে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ।

পরিযায়ী শ্রমিকদের জন্য (Ration Card) এটা সত্যি সুখবর হতে চলেছে। অনেকদিনের মামলার রায় যেন পরিযায়ী শ্রমিকদের অনেকটাই নিশ্চিন্ত করেছে। পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্য থেকে কাজ করতে আসে। আর তাদের বাড়ি ঘর ছেড়ে অন্য রাজ্যে কাজের জন্য মাসের পর মাস পরে থাকতে হয়। দিনমজু র খেটে যেটুকু আয় হয় তা পরিবারের জন্য নিয়ে যাওয়ার পর তাদের নিজেদের জন্য আলাদা ভাবে থাকা খাওয়ার খরচ চালানো অনেকটাই দুষ্কর।

Migrant Workers Ration Card Should be Given within 3 Days

বাংলার পরিযায়ী শ্রমিকরা কখনো কাজের জন্য ভিন্ন রাজ্যে থাকে। করোনার সময় ২০২০ সালে যখন পরিযায়ী শ্রমিকরা কর্মস্থল থেকে যে যার নিজের বাড়িতে ফিরে আসে তখন তাদের Ration Card বা রেশন কার্ড না থাকায় রেশন থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাননি।

ফলে তাদের ওই সময় কাজ নেই, অথচ নিজেদের পেট ভরানোর জন্য অনেক কষ্ট করতে হয়েছে। পরে কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য ই শ্রম পোর্টালে ২৮৮ মিলিয়ন পরিযায়ী শ্রমিকদের নাম নথিভূক্ত করলেও ৮০ মিলিয়নের সেই পোর্টালে নাম নেই। দেখা যায় থেনিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের।

কেওয়াইসি’র জটিলতার কথা বলে আর কাউকে Ration Card বা রেশন কার্ড থেকে বঞ্চিত করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন সর্বোচ্চ আদালতের বিচারপতিরা। ফলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সকল পরিযায়ী শ্রমিককে আগামী তিন মাসের মধ্যে রেশন কার্ড দিতে হবে। এই বিষয় নিয়ে আইনজীবী প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন।

মামলার রায় হিসাবে ২০ এপ্রিল, ২০২৩ সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় সরকারকে ২ মাসের মধ্যে Ration Card বা রেশন কার্ড করিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু তবুও এখনো পর্যন্ত সেই কাজ সম্পন্ন হয়নি। তাই ফের আরেকবার আইনজীবী এই নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন।

এবারের মামলার রায় হিসাবে সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আসাউদ্দিন আমানুল্লাহ কড়া নির্দেশ দিয়ে কেন্দ্রকে জানিয়েছেন, আর ৩ মাসের মধ্যে সকল পরিযায়ী শ্রমিককে Ration Card বা রেশন কার্ড দিতেই হবে। ই-কেওয়াইসি জনিত জটিলতার কথা বলে কাউকে বঞ্চিত করা যাবে না।

4 দিনের মধ্যে এই কাজ না করলে বাতিল হবে আপনার আধার কার্ড।

এই মামলার রায়কে নির্দেশ নীতিগতভাবে মেনে নিয়েছে কেন্দ্র। খুব দ্রুত সেভাবেই কাজ সম্পন্ন করে Ration Card বা রেশন কার্ড দিয়ে দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের। কেন্দ্রীয় সরকার ই শ্রম পোর্টালে উল্লেখ করেছিলেন একটি দেশ মানে আলাদা রাজ্য হলেও কোনো পরিযায়ী শ্রমিক যখন এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে মাসের পর মাস গিয়ে থাকবে।

Aadhar Card তথা আধার কার্ড

তখন তিনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের Ration Card বা রেশন কার্ড নিয়ে ভিন্ন রাজ্যে কাজের জায়গায় তিনি এই রেশন কার্ড দেখিয়ে বিনা মূল্যে খাদ্য সামগ্রী পেতেই পারেন। কিন্ত রেশন কার্ড না থাকায় একটা বড়ো অংশের পরিযায়ী শ্রমিকরা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

আবেদনের 3 মাসের মধ্যে দিতে হবে রেশন কার্ড। কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের।

তবে সুপ্রিম কোর্টের এই রায় এবার সেইসব পরিযায়ী শ্রমিকদের এই সমস্যা থেকে দূরীকরণ করতে সক্ষম হয়েছে। আগামী ৩ মাসের মধ্যেই সকল পরিযায়ী শ্রমিক রেশন কার্ড পেয়ে যাবেন আর সেটার মাধ্যমে ভিন্ন রাজ্যেও রেশনজাত সামগ্রী বিনা মূল্যে পেয়ে যাবেন। সুপ্রিম কোর্টের রায় পরিযায়ী শ্রমিকদের অনেকটাই আশার সঞ্চার করেছে।

সম্পাদক

Leave a Comment