SBI ATM Franchise – SBI দিচ্ছে বাড়িতে বসে মাসে 1 লক্ষ টাকা রোজগারের সুবর্ণ সুযোগ। না দেখলে টোটাল লস। Earn Money.

SBI ATM Franchise – যে কেউ করতে পারবেন এই পদ্ধতিতে আয়।

ভারতের বৃহত্তম এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবারের দেশবাসীর জন্য এনেছে এক বিশেষ সুযোগ (SBI ATM Franchise)। ভারতে এমন কোন জায়গা নেই যেখানে এসবিআই এর ব্রাঞ্চ লক্ষ্য করা যায় না। সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা রয়েছে এসবিআই -তে। এসবিআই এবার বাড়িতে বসে টাকা উপার্জনের এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে সকলের জন্য।

ইচ্ছুক ব্যক্তি এই পদ্ধতি অবলম্বন করলে মাসে আয় করতে পারেন প্রায় ১ লক্ষ টাকা। দেশের এমন কোন জায়গা নেই যেখানে এসবিআই -এর এটিএম নেই। গ্রাহক সংখ্যা যেমন বেশি তেমন এসবিআই -এর এটিএম সংখ্যাও বেশি। তবে কেউ চাইলে করতে পারেন এসবিআই -এর এটিএম ফ্র্যাঞ্চাইজি নেওয়ার আবেদন। (SBI ATM Franchise)

ফ্র্যাঞ্চাইজি খুলতে কি করনীয়-
এসবিআই-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। যে সমস্ত সংস্থা এটিএম স্থাপনের কাজ করে তাদের সাথে যোগাযোগ করতে হবে। এমনই কিছু সংস্থা হল- Indicash, Muthoot ATM এবং India One ATM. (SBI ATM Franchise)

এবারে উচ্চমাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য দারুন সুযোগ, রইল দুর্দান্ত 11 টি স্কলারশিপের হদিশ

ফ্র্যাঞ্চাইজি খুলতে যেগুলির দরকার-
এমন জায়গায় এটিএম স্থাপন করতে হবে যে জায়গাটি সহজেই গ্রাহকরা চিনতে বা খুঁজে বের করতে পারেন। এটিএম বসানোর জন্য দরকার ৫০ থেকে ৮০ বর্গফুট জায়গা। এটা মনে রাখতে হবে যেন একটি এটিএম থেকে অন্য এটিএম-এর দূরত্ব ১০০ মিটার হয়।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বড় খবর, অনুমোদন হয়ে গেল

এটিএম যেহেতু দুঃসময়ে সবচেয়ে বেশি কাজে সাহায্য করে তাই, যে স্থানে এটিএম মেশিন বসানো হবে সেখানে যাতে 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থা থাকলে সেটিও লক্ষ্য রাখা দরকার। সবসময় কংক্রিট দেওয়াল ও ছাদ দেওয়া বাড়িতে একতলায় বা গ্রাউন্ড ফ্লোরে এই মেশিন বসানোর ব্যবস্থা করতে হবে। (SBI ATM Franchise)

ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা শুরু করার আগে অবশ্যই এসবিআই-এর কাছে ২ লক্ষ টাকার সিকিউরিটি ডিপোজিট মানি জমা রাখতে হবে। পরে প্রয়োজন হলে এই অর্থটি সম্পূর্ণরূপে ফেরত পাওয়া যাবে। আরো বিশদে জানতে চেক করুন SBI এর অফিশিয়াল ওয়েবসাইট (SBI ATM Franchise)

প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

এবারের উচ্চমাধ্যমিকে কবে এবং কিভাবে করা যাবে রিভিউয়ের জন্য আবেদন?

নীতি আয়োগ এর বিভিন্ন পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন প্রায় ২ লক্ষ টাকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button