Liquor Sales – জুনের শুরুতেই রেকর্ড সংখ্যায় বিক্রি মদ, দেখে নিন কোন জেলা দিল টেক্কা। Unpredictable Result 2022.

Liquor Sales – এবার থেকে কি তবে আনন্দ-অনুষ্ঠান এভাবেই করা হবে উদযাপন?

বাঙালি আবার উৎসব অনুষ্ঠানে উদযাপন (Liquor Sales) করবে না তাও আবার হয় নাকি! কিন্তু এটা কি বাঙালি সংস্কৃতি এবং পরম্পরার যথার্থ উদাহরণ? মাত্র কয়েকদিন আগে ছিল জামাইষষ্ঠী। আর জামাইষষ্ঠীতে মেয়ের বাড়িতে রকমারি পদ রান্না হবে এমনটাই যুগের পর যুগ ধরে উঠে এসেছে।

আর রকমারি পদ রান্না মানেই জামাইষষ্ঠী মানেই কব্জি ডুবিয়ে তার বাহারি স্বাদ গ্রহণ করা। তবে শুধু বাড়ি নয়, এ দিনটি উপভোগ (Liquor Sales) করার জন্য শহর থেকে শহরতলির একাধিক দোকান-বাজার, রেস্তোরাঁয় ভিড়ও ছিল লক্ষ্য করার মতো। গ্রাম থেকে শহর, সকাল থেকে রাত পর্যন্ত মানুষ মেতে ছিলেন আনন্দে। তবে শুধু রেঁস্তোরার নয়, মদের দোকানের ভিড়ও নেহাত টেক্কা দিতে পারে প্রায় সকলকে।

আবগারি দফতরের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, এই দিন রেকর্ড সংখ্যায় বিক্রি (Liquor Sales) হয়েছে মদ। শুনলে হয়তো অবাক অন্য অনেক ক্ষেত্রে কলকাতা বাকি জেলাকে টেক্কা দিলেও এদিন কলকাতাকে টেক্কা দিয়েছে রাজ্যের অন্যান্য জেলা। জানেন সবচেয়ে বেশি পরিমান মদ বিক্রি হয়েছে?

মাত্র একদিনেই এত বেশি পরিমাণ মদ বিক্রি (Liquor Sales) দেখে হতবাক খোদ আবগারি দফতরের আধিকারিকেরা। গত ৩ জুন মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর সংবাদ শিরোনামে উঠে এসেছিল পূর্ব মেদিনীপুরের নাম। মাত্র দু’দিন বাদে ফের সেই পূর্ব মেদিনীপুর জেলা স্থান পেয়েছে সংবাদ শিরোনামে। তবে কারণটা হল, সেখানে সবচেয়ে বেশি পরিমাণ মদ বিক্রি হয়েছে।

এবারে উচ্চমাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য দারুন সুযোগ, রইল দুর্দান্ত 11 টি স্কলারশিপের হদিশ

আবগারি দফতর সূত্রে খবর, রাজ্যে মদ বিক্রির (Liquor Sales) দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর। বছরের বিশেষ বিশেষ দিন যেমন, কালীপূজো, বড়দিন ও নববর্ষ ইত্যাদি উৎসবের দিনে রাজ্যে মদ বিক্রির পরিমাণ অত্যধিক বেড়ে যায়। তবে এবার লিস্টে নতুন জায়গা করে নিল জামাইষষ্ঠী। এবারের জামাইষষ্ঠীতে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে। প্রসঙ্গত বলা যায়, জামাইষষ্ঠীতে মদ বিক্রির পরিমাণ বড়দিন ও বর্ষবরণের রেকর্ডের সঙ্গে প্রায় পাল্লা দিয়েছে। যেটা হয়তো জামাইষষ্ঠীর ইতিহাসে এই প্রথম।

সম্প্রতি আবগারি শুল্ক কমিয়ে দেওয়ায় রাজ্যে মদের দাম কমে গিয়েছে বেশ অনেকটাই। বিলিতি মদও এখন সাধারণ মানুষের হাতের নাগালে। অনেকেই মনে করছেন হয়তো এই কারণেই জামাইষষ্ঠীতে রাজ্যে রেকর্ড সংখ্যায় বিক্রি (Liquor Sales) হয়েছে মদ। তবে জানেন কি এদিন পূর্ব মেদিনীপুরে ঠিক কতটা পরিমাণ মদ বিক্রি হয়েছে? জেনে নিন তাহলে,

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বড় খবর, অনুমোদন হয়ে গেল

জামাইষষ্ঠীতে পূর্ব মেদিনীপুরে মদ বিক্রির পরিমাণ-
আবগারি দফতরের পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, সংবাদ মাধ্যম সূত্রে খবর, জামাইষষ্ঠীতে পূর্ব মেদিনীপুরের লাইসেন্স প্রাপ্ত ২৬৮ টি দোকান থেকে মোট ৪ কোটি ৮০ লক্ষ ৭৫ হাজার ৮০৫ টাকার মদ বিক্রি হয়েছিল। এর মধ্যে দেশি মদ বিক্রির পরিমাণ ৮৪ হাজার ২২৩ লিটার এবং বিদেশি মদ বিক্রির পরিমাণ ২৭ হাজার ৭৬৬ লিটার। অন্যদিকে বিয়ার বিক্রি হয়েছে ৪৫ হাজার ৯৬৬ লিটার। (Liquor Sales)

পূর্ব মেদিনীপুরের পরে স্থান করে নিয়েছে কোচবিহার। সেখানে জামাইষষ্ঠীতে লাইসেন্স প্রাপ্ত প্রায় ৫৪ টি মদের দোকান থেকে মোট ১ কোটি ৫৬ লাখ ১২ হাজার ৩৪৪ টাকার মদ বিক্রি (Liquor Sales) হয়েছে। এর মধ্যে দেশি মদ বিক্রির পরিমাণ ৩৮ হাজার ৮৮৭ লিটার এবং বিদেশি মদ বিক্রির পরিমাণ ৭ হাজার ২৪ লিটার। অন্যদিকে বিয়ার বিক্রি হয়েছে ১২ হাজার ৫৭৬ লিটার।

প্রতিদিন আরও নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

SBI দিচ্ছে বাড়িতে বসে মাসে 1 লক্ষ টাকা রোজগারের সুবর্ণ সুযোগ। না দেখলে টোটাল লস

নীতি আয়োগ এর বিভিন্ন পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন প্রায় ২ লক্ষ টাকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button